বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৩

*****এয়ারটেল গ্রাহকরাও এখন থেকে বিকাশ সেবার আওতায় আসছেন*****

এয়ারটেল গ্রাহকরাও এখন থেকে বিকাশ সেবার আওতায় আসছেন। আজ থেকে এয়ারটেল গ্রাহকরা বিকাশের মাধ্যমে অর্থ স্থানান্তর করতে পারবেন। বিকাশ লিমিটেড এবং এয়ারটেল বাংলাদেশ এ সেবা চালুর ঘোষণা দিয়েছে।
বিকাশ ও এয়ারটেলের এ সেবা চালুর ফলে এয়ারটেল গ্রাহকরা বিকাশে অ্যাকাউন্ট খুলে অর্থ স্থানান্তর ও বিকাশের অন্যান্য সুবিধা পাবেন। এ সেবার জন্য প্রচলিত সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
এ বিষয়ে জানার লিংক http://www.bkash.com/Tariff.php
গ্রাহকদের জন্য অর্থ স্থানান্তর ও মোবাইল ব্যাংকিংসহ নতুন সেবা চালু করছে বাংলাদেশে মোবাইল অপারেটর এয়ারটেল।
বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ব্র্যাক ব্যাংকের একটি প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। বর্তমানে অর্থ স্থানান্তরের একটি পরিচিত মাধ্যম বিকাশ।

Stay with It News BD 24/7
Like · ·

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন