বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৩

*****ডেস্কটপ মাদারবোর্ড বানানো বন্ধ করবে ইনটেল !!*****


ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ড বানানো বন্ধ করে দেবে মার্কিন চিপ জায়ান্ট ইনটেল। সিনেট জানিয়েছে, ডেস্কটপ মাদারবোর্ড বানানো বন্ধ করে স্মার্টফোন, ট্যাবলেট আর আল্ট্রাবুকের মতো পোর্টেবল ডিভাইসের চিপ বানানোতেই বেশি মনোযোগ দেবে ইনটেল।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ইনটেলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আগামী তিন বছরের মধ্যে ডেস্কটপ মাদারবোর্ড বানানো কমিয়ে আনার অভ্যন্তরীন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুই দশক ধরে মাদারবোর্ড ডিজাইনে অবদান রাখা ইনটেলের ক্ষমতা ও অভিজ্ঞতা নতুন প্রযুক্তিতে ব্যবহার করা হবে।’

তবে সাধারণ ডেস্কটপের জন্য মাদারবোর্ড না বানালেও গেইমিংয়ের জন্য হাই-পারফরমেন্স মেশিনের চিপ বানাবে ইনটেল।

ইনটেল ডেস্কটপের জন্য মাদারবোর্ড বানানো বন্ধ করে দিলেও তার মানে এই নয় যে, ডেস্কটপ কম্পিউটারের দিন শেষ। সিনেট মন্তব্য করেছে, ডেস্কটপ মাদারবোর্ড বাজারকে টিকিয়ে রাখবে গিগাবাইট, আসুস এবং এমএসআইয়ের মতো প্রতিষ্ঠানগুলো।

Stay with It News BD 24/7

Like · ·

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন