শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩

অবমুক্ত হল এভিজি এর সর্বশেষ ভার্সন "এভিজি ২০১৪" উইন্ডোজ ৮.১ সাপোর্ট , নতুন ইউজার ইন্টারফেস সহ এতে যুক্ত হয়েছে আরও কিছু ফিচার !

অবমুক্ত হল এভিজি এর সর্বশেষ ভার্সন "এভিজি ২০১৪" উইন্ডোজ ৮.১ সাপোর্ট , নতুন ইউজার ইন্টারফেস সহ এতে যুক্ত হয়েছে আরও কিছু ফিচার !

অফিসিয়াল সাইট : www.avg.com
Photo: অবমুক্ত হল এভিজি এর সর্বশেষ ভার্সন "এভিজি ২০১৪" উইন্ডোজ ৮.১ সাপোর্ট , নতুন ইউজার ইন্টারফেস সহ এতে যুক্ত হয়েছে আরও কিছু ফিচার !

অফিসিয়াল সাইট :  www.avg.com

স্যামসাং আনলো ৩ গিগা র‌্যাম ও অক্টা-কোর প্রসেসরের গ্যালাক্সি নোট ৩ -


ইউরোপের সবচেয়ে বড় প্রযুক্তি আয়োজন আইএফএ ২০১৩-তে স্যামসাং “আনপ্যাকড” নামে এক প্রেস কনফারেন্সে তাদের নতুন কয়েকটি ডিভাইস উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে গ্যালাক্সি নোট ৩, গ্যালাক্সি নোট ১০.১-এর ২০১৪ এডিশন এবং স্যামসাং-এর প্রথম অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন, গ্যালাক্সি গিয়ার।

স্যামসাং তাদের গ্যালাক্সি নোট ৩ ডিজাইন করেছে আগের চেয়ে পাতলা অথচ আরও বড় ডিসপ্লে দিয়ে। সামনা-সামনি অনেকটা আগের প্রজন্মের গ্যালাক্সি নোট-এর মতো দেখা গেলেও স্যামসাং এর ডিজাইনে অনেকটাই পরিবর্তন এনেছে। স্ক্রিনের আকার গ্যালাক্সি নোট ২-এর ৫.৩ ইঞ্চি থেকে বেড়ে ৫.৭ ইঞ্চি করা হয়েছে। অথচ এর ওজন কমে হয়েছে মাত্র ১৬৮ গ্রাম, যা নোট ২ থেকে ১ মিলিমিটার পাতলা।

(আরও পড়ুনঃ স্যামসাং ঘোষণা করলো তাদের প্রথম স্মার্টওয়াচ, গ্যালাক্সি গিয়ার)

গ্যালাক্সি নোট ৩-এর দু’টি সংস্করণ রয়েছে। একটি এলটিই ও আরেকটি ৩জি। এলটিই সংস্করণে দেয়া হয়েছে ২.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর এবং ৩জি সংস্করণে রয়েছে ১.৯ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর। দু’টি সংস্করণেই আছে ৩ গিগাবাইট র‌্যাম, ১৩-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা যেটি ৪কে ফরম্যাটের ভিডিও ধারণ করতে পারে বলে দাবি করেছে স্যামসাং।

(আরও পড়ুনঃ স্যামসাং আনছে গ্যালাক্সি নোট ১০.১-এর নতুন ৮-কোরের “২০১৪ সংস্করণ”)

গ্যালাক্সি নোট-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি বড় আকারের ফ্যাবলেট যেটা মাল্টিটাস্কিং-এর জন্য বেশ আরামদায়ক। মাল্টিটাস্কিং আরও সহজ করে তুলতে ‘এয়ার কমান্ড’ নামের একটি লঞ্চার তৈরি করা হয়েছে যেটি গ্যালাক্সি নোট-এর সঙ্গে থাকা এস-পেনের কার্যকারিতা বাড়িয়ে তুলে। এর মধ্যে একটি উদাহরণ হলো এস-পেন ব্যবহার করে নম্বর লিখে রাখা ও পরবর্তীতে সফটওয়্যার ব্যবহার করে সেসব নম্বর সেইভ করা বা সরাসরি কল করা।

নতুন গ্যালাক্সি নোট ৩-এর দাম সংক্রান্ত কোনো তথ্য জানানো না হলেও সেপ্টেম্বরের ২৫ তারিখে বিশ্বের ১৪৯টি দেশে এবং পরবর্তী মাসে সারা বিশ্বে এই ডিভাইসটি অবমুক্ত হবে বলে জানিয়েছে স্যামসাং। যুক্তরাষ্ট্রে এটিঅ্যান্ডটি, ভেরিজন, টি-মোবাইল, স্প্রিন্ট এবং অন্যান্য মেজর ক্যারিয়ার এই ডিভাইসটি বাজারজাত করবে।

Photo: স্যামসাং আনলো ৩ গিগা র‌্যাম ও অক্টা-কোর প্রসেসরের গ্যালাক্সি নোট ৩ -

ইউরোপের সবচেয়ে বড় প্রযুক্তি আয়োজন আইএফএ ২০১৩-তে স্যামসাং “আনপ্যাকড” নামে এক প্রেস কনফারেন্সে তাদের নতুন কয়েকটি ডিভাইস উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে গ্যালাক্সি নোট ৩, গ্যালাক্সি নোট ১০.১-এর ২০১৪ এডিশন এবং স্যামসাং-এর প্রথম অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন, গ্যালাক্সি গিয়ার।

স্যামসাং তাদের গ্যালাক্সি নোট ৩ ডিজাইন করেছে আগের চেয়ে পাতলা অথচ আরও বড় ডিসপ্লে দিয়ে। সামনা-সামনি অনেকটা আগের প্রজন্মের গ্যালাক্সি নোট-এর মতো দেখা গেলেও স্যামসাং এর ডিজাইনে অনেকটাই পরিবর্তন এনেছে। স্ক্রিনের আকার গ্যালাক্সি নোট ২-এর ৫.৩ ইঞ্চি থেকে বেড়ে ৫.৭ ইঞ্চি করা হয়েছে। অথচ এর ওজন কমে হয়েছে মাত্র ১৬৮ গ্রাম, যা নোট ২ থেকে ১ মিলিমিটার পাতলা।

(আরও পড়ুনঃ স্যামসাং ঘোষণা করলো তাদের প্রথম স্মার্টওয়াচ, গ্যালাক্সি গিয়ার)

গ্যালাক্সি নোট ৩-এর দু’টি সংস্করণ রয়েছে। একটি এলটিই ও আরেকটি ৩জি। এলটিই সংস্করণে দেয়া হয়েছে ২.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর এবং ৩জি সংস্করণে রয়েছে ১.৯ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর। দু’টি সংস্করণেই আছে ৩ গিগাবাইট র‌্যাম, ১৩-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা যেটি ৪কে ফরম্যাটের ভিডিও ধারণ করতে পারে বলে দাবি করেছে স্যামসাং।

(আরও পড়ুনঃ স্যামসাং আনছে গ্যালাক্সি নোট ১০.১-এর নতুন ৮-কোরের “২০১৪ সংস্করণ”)

গ্যালাক্সি নোট-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি বড় আকারের ফ্যাবলেট যেটা মাল্টিটাস্কিং-এর জন্য বেশ আরামদায়ক। মাল্টিটাস্কিং আরও সহজ করে তুলতে ‘এয়ার কমান্ড’ নামের একটি লঞ্চার তৈরি করা হয়েছে যেটি গ্যালাক্সি নোট-এর সঙ্গে থাকা এস-পেনের কার্যকারিতা বাড়িয়ে তুলে।  এর মধ্যে একটি উদাহরণ হলো এস-পেন ব্যবহার করে নম্বর লিখে রাখা ও পরবর্তীতে সফটওয়্যার ব্যবহার করে সেসব নম্বর সেইভ করা বা সরাসরি কল করা।

নতুন গ্যালাক্সি নোট ৩-এর দাম সংক্রান্ত কোনো তথ্য জানানো না হলেও সেপ্টেম্বরের ২৫ তারিখে বিশ্বের ১৪৯টি দেশে এবং পরবর্তী মাসে সারা বিশ্বে এই ডিভাইসটি অবমুক্ত হবে বলে জানিয়েছে স্যামসাং। যুক্তরাষ্ট্রে এটিঅ্যান্ডটি, ভেরিজন, টি-মোবাইল, স্প্রিন্ট এবং অন্যান্য মেজর ক্যারিয়ার এই ডিভাইসটি বাজারজাত করবে।

কিউবি-বাংলালায়ন প্রতারণা, আপনার মতামত দিন -

বাংলাদেশের ইন্টারনেট সেবার মান উন্নয়নে আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য ধন্যবাদ।

নিচের লিংকটি ফেসবুক, ইমেইল ও বিভিন্ন ওয়েবসাইটটে শেয়ার করে অন্যদের কেউ মতামত প্রদানে উৎসাহিত করুন।

https://docs.google.com/forms/d/1b9p4NBsyeiZQSLum3Egq4WJ1J6wmN9OFwHM5G8-pHew/viewform

Photo: কিউবি-বাংলালায়ন প্রতারণা, আপনার মতামত দিন -

বাংলাদেশের ইন্টারনেট সেবার মান উন্নয়নে আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য ধন্যবাদ।

নিচের লিংকটি ফেসবুক, ইমেইল ও বিভিন্ন ওয়েবসাইটটে শেয়ার করে অন্যদের কেউ মতামত প্রদানে উৎসাহিত করুন।

https://docs.google.com/forms/d/1b9p4NBsyeiZQSLum3Egq4WJ1J6wmN9OFwHM5G8-pHew/viewform

যে কারণে মানুষ বিলুপ্ত হতে পারে


‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই’। যুগ যুগ ধরে সব মানুষের চাওয়া তাই। কিন্তু এই চাওয়া ছাপিয়ে প্রশ্ন উঠছে আমরা কী বিলুপ্তির দ্বারপ্রান্তে? কী সেই কারণ, যার জন্য নিশ্চিহ্ন হতে পারে মানবসভ্যতা? বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে সেই অজানা তথ্য।
মানুষের জন্য হুমকির সবচেয়ে ভীতিকর কারণগুলো অনুসন্ধান করছে আন্তর্জাতিক গবেষকদের একটি দল। তাদের গবেষণায় উঠে এসেছে দুর্যোগ আর প্রযুক্তির অপব্যবহারের আশঙ্কার কথা। গবেষকেরা বলছেন, বিশ্বের ইতিহাসে এটাই প্রথম শতাব্দী, যখন মানুষের অস্তিত্বের সংকট সবচেয়ে বেশি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিউচার অব হিউম্যানিটি ইনস্টিটিউটে গবেষকেরা এ গবেষণা করছেন। মানবসভ্যতা টিকিয়ে রাখতে আন্তর্জাতিক নীতিনির্ধারকদের বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যুক্তি দেন তাঁরা। গবেষক নিক বসট্রোম জানিয়েছেন, আমরা যদি ভুল করে বসি, তবে এটাই হতে পারে মানুষের জন্য শেষ শতাব্দী।

মানুষের জন্য সবচেয়ে হুমকি
গবেষকেরা বলছেন, মানুষের বিপদ ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ থেকে। মহামারি বা বড় ধরনের দুর্যোগের কবলে পড়ে মানবসভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। তবে আশার কথা হচ্ছে, মানুষ প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে সব সময় লড়ে টিকে থেকেছে। তাই দুর্যোগে মানুষের একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা কম। এ ছাড়া আগামী এক শতাব্দীর মধ্যে ভয়াবহ উল্কাপাত বা আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের আশঙ্কা নেই।
গবেষকেরা জানান, গত শতকে দুটি বিশ্বযুদ্ধ, পারমাণবিক বোমা ও মারাত্মক ভাইরাসের ধকল কাটিয়ে মানুষ অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে। কিন্তু আধুনিক প্রযুক্তির অপব্যবহার সবচেয়ে বড় আশঙ্কার কথা। প্রযুক্তির ভয়াবহতা সম্পর্কে অনিভজ্ঞ বর্তমান মানুষের ভবিষ্যত্ এখন হুমকির মুখে।

অভিজ্ঞতাবিহীন চালক
প্রযুক্তির দ্রুত অগ্রগতির সম্ভাব্য পরিণতির নিয়ন্ত্রণ মানুষের সক্ষমতার বাইরে চলে গেছে। শিশুর হাতে ভয়ংকর অস্ত্র উঠে এলে যেমন ভয়ের, আধুনিক প্রযুক্তি বর্তমান বিশ্বে মানবসভ্যতার টিকে থাকার ক্ষেত্রে তেমন ঝুঁকির সৃষ্টি করেছে। অক্সফোর্ডের গবেষক নিক বসট্রোম জানান, আগামী শতাব্দীতে আমাদের হুমকি আসতে পারে সিনথেটিক বায়োলজি, ন্যানোটেকনোলজি ও যান্ত্রিক বুদ্ধিমত্তার অপরিমিত গবেষণা থেকে। চিকিত্সাক্ষেত্রে বড় সম্ভাবনার কথা জানানো মানুষের জিন প্রকৌশল ভবিতব্য নিয়ে বড়ই দুশ্চিন্তা তাঁর। তিনি মনে করেন, ন্যানোটেকনোলজি থেকেও আসতে পারে বিপদ। ন্যানোটেকনোলজির অপব্যবহারে বিশাল ধ্বংসযজ্ঞ চালিয়ে মানব সভ্যতা নিশ্চিহ্ন হওয়ার ঝুঁকি অনেক বেশি। ন্যানোটেকনোলজির অব্যবহার রোধ করা এখন দেশে দেশে চ্যালেঞ্জ। হুমকির আরেক নাম কৃত্রিম বুদ্ধিমান যন্ত্র। যন্ত্র-অনিভজ্ঞ মানুষের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমান যন্ত্রের আচরণ থেকেও সমূহ বিপদের আশঙ্কা করছেন গবেষকেরা।

সিদ্ধান্তে বিবেচনা-অবিবেচনা
প্রযুক্তির ব্যবহারে কখনো ইচ্ছাকৃত ধ্বংস জাগানোর মতো ঘটনা ঘটাতে পারে অবিবেচক কোনো ক্ষমতাধর। আবার অনিচ্ছাকৃত ভুল সিদ্ধান্তও মানবসভ্যতার জন্য ভয়াবহ হুমকি হয়ে দেখা দিতে পারে। জিন পরিবর্তন করে মানুষের ক্ষমতাকে ভুল পথে নিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। গবেষকেরা বলছেন, আমাদের হাতে থাকা অসীম ক্ষমতাধর প্রযুক্তি-যন্ত্র আমাদের অত্যন্ত সচেতনভাবে পরিচালনা করা উচিত। আমাদের জানার বাইরে যেসব প্রযুক্তি, সে সব ব্যবহারে সচেতনতা গুরুত্বপূর্ণ।

যন্ত্র যদি বুদ্ধিমান হয়ে ওঠে
মানুষ নিজের সুবিধার জন্য যন্ত্রের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পরীক্ষা করেছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমান যন্ত্র-মানব মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। গবেষকেরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে কম্পিউটার বা যন্ত্র-মানব নিজস্ব বুদ্ধিমত্তা ব্যবহার করে আরও শক্তিশালী যন্ত্র-মানব প্রজন্ম তৈরি করতে সক্ষম হবে। তারা নিজে নিজেকে নতুন করে তৈরি করে নিতে পারবে। কৃত্রিম বুদ্ধিমানদের বুদ্ধিবৃত্তি মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে চলে গেলে মানবসভ্যতার টিকে থাকার পক্ষে বড় হুমকি হয়ে দেখা দেবে।
এ প্রসঙ্গে গুগলের সাবেক একজন কর্মকর্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ মি. ডেউই বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে ক্ষুদ্র যন্ত্রগুলোকে বেশি ক্ষমতাসম্পন্ন করে তুলছে। ভবিষ্যতে বায়ো টেকনোলজি ও ন্যানোটেকনোলজি কাজে লাগিয়ে এমন কোনো কৃত্রিম বুদ্ধিমান তৈরি হতে পারে, যা মানুষের টিকে থাকার জন্য ভয়ানক হুমকি হয়ে দাঁড়াবে।

অনিচ্ছাকৃত ভুল, নাকি ইচ্ছাকৃত সন্ত্রাস?
রয়্যাল সোসাইটির সাবেক প্রেসিডেন্ট জ্যোতির্বিদ লর্ড রিজ ‘সিনথেটিক বায়োলজি’ নিয়ে তাঁর দুশ্চিন্তার কথা জানান। তাঁর মতে, নতুন প্রযুক্তির উন্নয়নের সঙ্গে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার ঝুঁকিও বাড়ছে। আমাদের মধ্যে সহনশীলতার অভাব, জৈবপ্রযুক্তির অদূরদর্শী ব্যবহার আমাদের জন্য বিপদ ডেকে আনছে। বর্তমান বিশ্বে অনিচ্ছাকৃত ভুলের পাশাপাশি এখন বেড়ে গেছে ইচ্ছাকৃত সন্ত্রাসী কার্যক্রম।
অক্সফোর্ডের গবেষকদের মতে, প্রযুক্তির ব্যবহার ও আমাদের বোঝাপড়ার মধ্যে সত্যিকারের একটি দূরত্ব থেকে গেছে। এখনো আমাদের দায়িত্ব নিয়ে ভাবনা শিশুর পর্যায়ে। আমাদের অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়ানো বিপদগুলো নিয়ে আমরা মোটেও প্রস্তুত নই। আমাদের টিকে থাকতে হলে সহনশীল হতে হবে, প্রযুক্তির ওপর মানুষের নিয়ন্ত্রণ থাকতে হবে।

Photo: যে কারণে মানুষ বিলুপ্ত হতে পারে -

‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই’। যুগ যুগ ধরে সব মানুষের চাওয়া তাই। কিন্তু এই চাওয়া ছাপিয়ে প্রশ্ন উঠছে আমরা কী বিলুপ্তির দ্বারপ্রান্তে? কী সেই কারণ, যার জন্য নিশ্চিহ্ন হতে পারে মানবসভ্যতা? বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে সেই অজানা তথ্য।
মানুষের জন্য হুমকির সবচেয়ে ভীতিকর কারণগুলো অনুসন্ধান করছে আন্তর্জাতিক গবেষকদের একটি দল। তাদের গবেষণায় উঠে এসেছে দুর্যোগ আর প্রযুক্তির অপব্যবহারের আশঙ্কার কথা। গবেষকেরা বলছেন, বিশ্বের ইতিহাসে এটাই প্রথম শতাব্দী, যখন মানুষের অস্তিত্বের সংকট সবচেয়ে বেশি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিউচার অব হিউম্যানিটি ইনস্টিটিউটে গবেষকেরা এ গবেষণা করছেন। মানবসভ্যতা টিকিয়ে রাখতে আন্তর্জাতিক নীতিনির্ধারকদের বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যুক্তি দেন তাঁরা। গবেষক নিক বসট্রোম জানিয়েছেন, আমরা যদি ভুল করে বসি, তবে এটাই হতে পারে মানুষের জন্য শেষ শতাব্দী।

মানুষের জন্য সবচেয়ে হুমকি
গবেষকেরা বলছেন, মানুষের বিপদ ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ থেকে। মহামারি বা বড় ধরনের দুর্যোগের কবলে পড়ে মানবসভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। তবে আশার কথা হচ্ছে, মানুষ প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে সব সময় লড়ে টিকে থেকেছে। তাই দুর্যোগে মানুষের একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা কম। এ ছাড়া আগামী এক শতাব্দীর মধ্যে ভয়াবহ উল্কাপাত বা আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের আশঙ্কা নেই।
গবেষকেরা জানান, গত শতকে দুটি বিশ্বযুদ্ধ, পারমাণবিক বোমা ও মারাত্মক ভাইরাসের ধকল কাটিয়ে মানুষ অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে। কিন্তু আধুনিক প্রযুক্তির অপব্যবহার সবচেয়ে বড় আশঙ্কার কথা। প্রযুক্তির ভয়াবহতা সম্পর্কে অনিভজ্ঞ বর্তমান মানুষের ভবিষ্যত্ এখন হুমকির মুখে।

অভিজ্ঞতাবিহীন চালক
প্রযুক্তির দ্রুত অগ্রগতির সম্ভাব্য পরিণতির নিয়ন্ত্রণ মানুষের সক্ষমতার বাইরে চলে গেছে। শিশুর হাতে ভয়ংকর অস্ত্র উঠে এলে যেমন ভয়ের, আধুনিক প্রযুক্তি বর্তমান বিশ্বে মানবসভ্যতার টিকে থাকার ক্ষেত্রে তেমন ঝুঁকির সৃষ্টি করেছে। অক্সফোর্ডের গবেষক নিক বসট্রোম জানান, আগামী শতাব্দীতে আমাদের হুমকি আসতে পারে সিনথেটিক বায়োলজি, ন্যানোটেকনোলজি ও যান্ত্রিক বুদ্ধিমত্তার অপরিমিত গবেষণা থেকে। চিকিত্সাক্ষেত্রে বড় সম্ভাবনার কথা জানানো মানুষের জিন প্রকৌশল ভবিতব্য নিয়ে বড়ই দুশ্চিন্তা তাঁর। তিনি মনে করেন, ন্যানোটেকনোলজি থেকেও আসতে পারে বিপদ। ন্যানোটেকনোলজির অপব্যবহারে বিশাল ধ্বংসযজ্ঞ চালিয়ে মানব সভ্যতা নিশ্চিহ্ন হওয়ার ঝুঁকি অনেক বেশি। ন্যানোটেকনোলজির অব্যবহার রোধ করা এখন দেশে দেশে চ্যালেঞ্জ। হুমকির আরেক নাম কৃত্রিম বুদ্ধিমান যন্ত্র। যন্ত্র-অনিভজ্ঞ মানুষের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমান যন্ত্রের আচরণ থেকেও সমূহ বিপদের আশঙ্কা করছেন গবেষকেরা।

সিদ্ধান্তে বিবেচনা-অবিবেচনা
প্রযুক্তির ব্যবহারে কখনো ইচ্ছাকৃত ধ্বংস জাগানোর মতো ঘটনা ঘটাতে পারে অবিবেচক কোনো ক্ষমতাধর। আবার অনিচ্ছাকৃত ভুল সিদ্ধান্তও মানবসভ্যতার জন্য ভয়াবহ হুমকি হয়ে দেখা দিতে পারে। জিন পরিবর্তন করে মানুষের ক্ষমতাকে ভুল পথে নিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। গবেষকেরা বলছেন, আমাদের হাতে থাকা অসীম ক্ষমতাধর প্রযুক্তি-যন্ত্র আমাদের অত্যন্ত সচেতনভাবে পরিচালনা করা উচিত। আমাদের জানার বাইরে যেসব প্রযুক্তি, সে সব ব্যবহারে সচেতনতা গুরুত্বপূর্ণ।

যন্ত্র যদি বুদ্ধিমান হয়ে ওঠে
মানুষ নিজের সুবিধার জন্য যন্ত্রের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পরীক্ষা করেছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমান যন্ত্র-মানব মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। গবেষকেরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে কম্পিউটার বা যন্ত্র-মানব নিজস্ব বুদ্ধিমত্তা ব্যবহার করে আরও শক্তিশালী যন্ত্র-মানব প্রজন্ম তৈরি করতে সক্ষম হবে। তারা নিজে নিজেকে নতুন করে তৈরি করে নিতে পারবে। কৃত্রিম বুদ্ধিমানদের বুদ্ধিবৃত্তি মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে চলে গেলে মানবসভ্যতার টিকে থাকার পক্ষে বড় হুমকি হয়ে দেখা দেবে।
এ প্রসঙ্গে গুগলের সাবেক একজন কর্মকর্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ মি. ডেউই বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে ক্ষুদ্র যন্ত্রগুলোকে বেশি ক্ষমতাসম্পন্ন করে তুলছে। ভবিষ্যতে বায়ো টেকনোলজি ও ন্যানোটেকনোলজি কাজে লাগিয়ে এমন কোনো কৃত্রিম বুদ্ধিমান তৈরি হতে পারে, যা মানুষের টিকে থাকার জন্য ভয়ানক হুমকি হয়ে দাঁড়াবে।

অনিচ্ছাকৃত ভুল, নাকি ইচ্ছাকৃত সন্ত্রাস?
রয়্যাল সোসাইটির সাবেক প্রেসিডেন্ট জ্যোতির্বিদ লর্ড রিজ ‘সিনথেটিক বায়োলজি’ নিয়ে তাঁর দুশ্চিন্তার কথা জানান। তাঁর মতে, নতুন প্রযুক্তির উন্নয়নের সঙ্গে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার ঝুঁকিও বাড়ছে। আমাদের মধ্যে সহনশীলতার অভাব, জৈবপ্রযুক্তির অদূরদর্শী ব্যবহার আমাদের জন্য বিপদ ডেকে আনছে। বর্তমান বিশ্বে অনিচ্ছাকৃত ভুলের পাশাপাশি এখন বেড়ে গেছে ইচ্ছাকৃত সন্ত্রাসী কার্যক্রম।
অক্সফোর্ডের গবেষকদের মতে, প্রযুক্তির ব্যবহার ও আমাদের বোঝাপড়ার মধ্যে সত্যিকারের একটি দূরত্ব থেকে গেছে। এখনো আমাদের দায়িত্ব নিয়ে ভাবনা শিশুর পর্যায়ে। আমাদের অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়ানো বিপদগুলো নিয়ে আমরা মোটেও প্রস্তুত নই। আমাদের টিকে থাকতে হলে সহনশীল হতে হবে, প্রযুক্তির ওপর মানুষের নিয়ন্ত্রণ থাকতে হবে।

মহাকাশে রোবট !



আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে (আইএসএস) অবস্থানরত এই রোবটের নাম কিরোবো। শব্দ উচ্চারণ করতে পারে এমন রোবট মহাকাশে এই প্রথম। সেখানে প্রথমবারের মতো শব্দ উচ্চারণ করে গত ২১ আগস্ট এটি ইতিহাস গড়ে। মানুষের আকৃতির এই অ্যান্ড্রয়েডটি (রোবট) জাপানের তৈরি। কিরোবোর ভর প্রায় এক কেজি, আর উচ্চতা ৩৪ সেন্টিমিটার। নভোচারীদের সঙ্গী হিসেবে মহাশূন্যে একটি যান্ত্রিক অস্তিত্বের কার্যকারিতা যাচাইয়ের জন্যই মূলত কিরোবোকে আইএসএসে পাঠায় জাপান। ছবিটি গত বুধবার প্রকাশ করা হয়েছে।

Photo: মহাকাশে রোবট !

আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে (আইএসএস) অবস্থানরত এই রোবটের নাম কিরোবো। শব্দ উচ্চারণ করতে পারে এমন রোবট মহাকাশে এই প্রথম। সেখানে প্রথমবারের মতো শব্দ উচ্চারণ করে গত ২১ আগস্ট এটি ইতিহাস গড়ে। মানুষের আকৃতির এই অ্যান্ড্রয়েডটি (রোবট) জাপানের তৈরি। কিরোবোর ভর প্রায় এক কেজি, আর উচ্চতা ৩৪ সেন্টিমিটার। নভোচারীদের সঙ্গী হিসেবে মহাশূন্যে একটি যান্ত্রিক অস্তিত্বের কার্যকারিতা যাচাইয়ের জন্যই মূলত কিরোবোকে   আইএসএসে পাঠায় জাপান। ছবিটি গত বুধবার প্রকাশ করা হয়েছে।

Samsung Galaxy Gear -



• 1.63-inch, 320×320 display
• Stainless steel body
• Snap-on, proprietary USB 3.0 charger
• 800MHz Exynos single-core processor
• Bluetooth 4.0 LE
• Compatible with new Galaxy devices, previous gen Galaxy support coming soon
• Around 1 day of use
• 4GB of onboard storage
• Ships in September (October for U.S.)
• 1.9 megapixel camera, 720p video recording, speaker + 2 mics
• Gyroscope and accelerometer for workout tracking

Price will be around $300 !

Photo: Samsung Galaxy Gear -

• 1.63-inch, 320×320 display
• Stainless steel body
• Snap-on, proprietary USB 3.0 charger
• 800MHz Exynos single-core processor
• Bluetooth 4.0 LE
• Compatible with new Galaxy devices, previous gen Galaxy support coming soon
• Around 1 day of use
• 4GB of onboard storage
• Ships in September (October for U.S.)
• 1.9 megapixel camera, 720p video recording, speaker + 2 mics
• Gyroscope and accelerometer for workout tracking

Price will be around $300 !

Sony SmartWatch 2 (Coming soon)



The world’s first Android-compatible SmartWatch with One-touch NFC
• Bluetooth 3.0
• Android release: 4.0 and later
• Charging with micro USB
• Water resistant IP57
• Transflective LCD 1.6”
• Materials: aluminium (body) and silicon wristband or metal stainless steel
• Pixels: 220x176

Price will be around $250 in US.

Photo: Sony SmartWatch 2  (Coming soon)

The world’s first Android-compatible SmartWatch with One-touch NFC
• Bluetooth 3.0
• Android release: 4.0 and later
• Charging with micro USB
• Water resistant IP57
• Transflective LCD 1.6”
• Materials: aluminium (body) and silicon wristband or metal stainless steel
• Pixels: 220x176

Price will be around $250 in US.

Asus এনেছে এবার Transformer Book Trio – একের ভিতর তিন !



IFA তে Samsung ছিল একমাত্র Showcasing ডিভাইস। তবে সেটা আর নয়। এবার ASUS ও জায়গা করে নিয়েছে Samsung এর সাথে যা এবার টক্কর দিবে সামসাং এর সাথে। কারন Asus এবার এনেছে নতুন একটি ডিভাইস যার ভিতরে থাকছে তিনটি সুবিধা। তা হলো Windows notebook,Android tablet & Desktop PC . ভাবতেই ভালো লাগছে কারন একটি ডিভাইস এর ভিতরেই এখন সব কিছু করতে পারবো। Asus ডিভাইস টির নামকরন করেন Transformer Book Trio এবং এই ডিভাইস টি দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এতে থাকছে একটি ট্যাবলেট ও কিবোর্ড প্যাড যাতে ডেস্কটপ এর জন্যে দ্বিতীয় প্রসেসর টি ষ্টোর করা হয়েছে। তাহলে চলুন দেখি ডিভাইস টির সম্পূর্ণ ডিটেইলস ও কিছু ছবি।

এক্সট্রা কিবোর্ড প্যাড টি ছাড়া এই ডিভাইস টি নরমাল এন্ড্রয়েড ট্যাব হিসেবে ইউজ করা যাবে এবং কিবোর্ড প্যাড এর সাথে ডিভাইস টি Android 4.2ও Windows 8 হিসেবে ইউজ করতে পারবেন। নরমাল একটি টাচ বাটনের মাদ্ধমে খুব সহজেই আপনি অপারেটিং সিস্টেম মুভ করতে পারবেন। এছারাও ডিভাইস টিতে থাকছে সলিড স্টেট ড্রাইভ মানে SSD এবং যার ডাটা আপনি দুই অপারেটিং এ এক্সচেঞ্জ করতে পারবেন। এছারাও আপনি ডিভাইস টিকে এক্সটারনাল মনিটর এ কানেক্ট করতে পারবেন এমনকি ডেস্কটপ পিসি হিসেবেও ইউজ করতে পারবেন।

যাই হোক, চলুন দেখে নেই ডিভাইসটির Specification -

Display 11.6-inches, 1920 x 1080 Pixel, IPS
Processor Tablet: Intel Atom, 16 GHz, Keyboard: Intel Core (up to an i7)
RAM/Internal Memory Tablet: 2 GB, Keyboard: 4GB / Tablet: 13/32/64 GB, Keyboard: Up to 1 TB
Camera 5 MP (Rear), 720p (Front)
Connectivity Bluetooth 4.0, USB 3.0, Mini DisplayPort, Micro-HDMI, WLAN, microSD
Dimenions Tablet: 304.9 x 193.8 x 9.7 mm, Tastatur: 304.9 x 193.8 x 13.4 mm
WEight Tablet: 700 g, Keyboard: 1 kg
Battery Tablet: 19 Wh, Keyboard: 33 Wh
Operating System Android 4.2.2 Jelly Bean, Windows 8

Information on price and availability hasn’t been released by Asus yet, so when it becomes available, we’ll update the article accordingly.

Video : http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Cyury_Ht-Fg

Photo: Asus এনেছে এবার Transformer Book Trio – একের ভিতর তিন !

IFA তে Samsung ছিল একমাত্র Showcasing ডিভাইস। তবে সেটা আর নয়। এবার ASUS ও জায়গা করে নিয়েছে Samsung এর সাথে যা এবার  টক্কর দিবে সামসাং এর সাথে। কারন Asus এবার এনেছে নতুন একটি ডিভাইস যার ভিতরে থাকছে তিনটি সুবিধা। তা হলো Windows notebook,Android tablet & Desktop PC . ভাবতেই ভালো লাগছে কারন একটি ডিভাইস এর ভিতরেই এখন সব কিছু করতে পারবো। Asus ডিভাইস টির নামকরন করেন Transformer Book Trio এবং এই ডিভাইস টি দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এতে থাকছে একটি ট্যাবলেট ও কিবোর্ড প্যাড যাতে ডেস্কটপ এর জন্যে দ্বিতীয় প্রসেসর টি ষ্টোর করা হয়েছে। তাহলে চলুন দেখি ডিভাইস টির সম্পূর্ণ ডিটেইলস ও কিছু ছবি।

এক্সট্রা কিবোর্ড প্যাড টি ছাড়া এই ডিভাইস টি নরমাল এন্ড্রয়েড ট্যাব হিসেবে ইউজ করা যাবে এবং কিবোর্ড প্যাড এর সাথে ডিভাইস টি Android 4.2ও  Windows 8 হিসেবে ইউজ করতে পারবেন। নরমাল একটি টাচ বাটনের মাদ্ধমে খুব সহজেই আপনি অপারেটিং সিস্টেম মুভ করতে পারবেন। এছারাও ডিভাইস টিতে থাকছে সলিড স্টেট ড্রাইভ মানে SSD  এবং যার ডাটা আপনি দুই অপারেটিং এ এক্সচেঞ্জ করতে পারবেন। এছারাও আপনি  ডিভাইস টিকে এক্সটারনাল মনিটর এ কানেক্ট করতে পারবেন এমনকি ডেস্কটপ পিসি হিসেবেও ইউজ করতে পারবেন।

যাই হোক, চলুন দেখে নেই ডিভাইসটির Specification -

Display 	11.6-inches, 1920 x 1080 Pixel, IPS
Processor 	Tablet: Intel Atom, 16 GHz, Keyboard: Intel Core (up to an i7) 
RAM/Internal Memory 	Tablet: 2 GB, Keyboard: 4GB / Tablet: 13/32/64 GB, Keyboard: Up to 1 TB
Camera 	5 MP (Rear), 720p (Front)
Connectivity 	Bluetooth 4.0, USB 3.0, Mini DisplayPort, Micro-HDMI, WLAN, microSD
Dimenions 	Tablet: 304.9 x 193.8 x 9.7 mm, Tastatur: 304.9 x 193.8 x 13.4 mm
WEight 	Tablet: 700 g, Keyboard: 1 kg
Battery 	Tablet: 19 Wh, Keyboard: 33 Wh
Operating System 	Android 4.2.2 Jelly Bean, Windows 8

Information on price and availability hasn’t been released by Asus yet, so when it becomes available, we’ll update the article accordingly.

Video : http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Cyury_Ht-Fg

বাংলালিংক নতুন সংযোগ নিন !

এখন নতুন বাংলালিংক সংযোগ মাত্র ১৩৮ টাকায়।
নতুন সংযোগ কিনে যেকোনো নাম্বারে উপভোগ করুন মাত্র ১০ পয়সা/ ১০ সেকেন্ড, দিনরাত ২৪ ঘন্টা আর একটি বাংলালিংক নাম্বারে ৪.১৭ পয়সা/ ১০ সেকেন্ড দিনরাত ২৪ ঘন্টা। আর এসএমএস করতে পারবেন মাত্র ২০ পয়সা রেট এ। মাত্র ১৯ টাকা রিচার্জ-এ এই অফার উপভোগ করুন।

Photo: বাংলালিংক নতুন সংযোগ নিন !

এখন নতুন বাংলালিংক সংযোগ মাত্র ১৩৮ টাকায়। 
নতুন সংযোগ কিনে যেকোনো নাম্বারে উপভোগ করুন মাত্র ১০ পয়সা/ ১০ সেকেন্ড, দিনরাত ২৪ ঘন্টা আর একটি বাংলালিংক নাম্বারে ৪.১৭ পয়সা/ ১০ সেকেন্ড দিনরাত ২৪ ঘন্টা। আর এসএমএস করতে পারবেন মাত্র ২০ পয়সা রেট এ। মাত্র ১৯ টাকা রিচার্জ-এ এই অফার উপভোগ করুন।

বাংলালিংক সংযোগে ১০০% বোনাস অফার

বাংলালিংক সংযোগে ১০০% বোনাস অফার !

যত ব্যবহার তত বোনাস। সেপ্টেম্বর মাসে, আগস্ট মাস থেকে যত বেশি কথা বলবেন, অক্টোবর মাসে তার ওপর ১০০% বোনাস।

অফারটি উপভোগ করতে এখনই মাত্র ২২ টাকা রিচার্জ করুন।

অফারের বিস্তারিত -
এই অফারটি ২৫ আগস্ট ২০১৩-এর আগে চালু করা সকল বাংলালিংক সংযোগের ক্ষেত্রে (পোস্ট-পেইড ৫০০, পোস্ট-পেইড ১০০০, পোস্ট-পেইড আনলিমিটেড এবং ই-ভাউচার ব্যতীত) প্রযোজ্য।
এই অফারে সেপ্টেম্বর মাসে যে কোন লোকাল কলের ব্যবহার বিবেচনা করা হবে।
সেপ্টেম্বর-এর ব্যবহার আগস্ট থেকে ন্যূনতম ২৫% বেশি হতে হবে।
আগস্ট মাসে কোন ব্যবহার না থাকলেও সেপ্টেম্বর-এ যে কোন পরিমাণ ব্যবহার করলেই এই অফার উপভোগ করা যাবে।
পোস্ট-পেইড গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে সেপ্টেম্বর মাসে ২২ টাকা বিল হিসেবে প্রদান করুন।
আগস্ট মাসের ব্যবহারের পরিমাণ জানতে u টাইপ করে ২০২০ নাম্বারে এসএমএস করুন।
প্রি-পেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা সর্বোচ্চ ৩০০ টাকা এবং পোস্ট-পেইড গ্রাহকরা সর্বোচ্চ ১০০০ টাকার ডিসকাউন্ট/বোনাস টকটাইম পাবেন। অক্টোবর ১০-এ বোনাস টকটাইম আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং প্রাপ্ত বোনাস টকটাইম সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এফএনএফ ব্যতীত যে কোন বাংলালিংক নাম্বারে ব্যবহার করা যাবে, যার মেয়াদ হবে ২ দিন।
১ থেকে ৫ অক্টোবর-এর মধ্যে বাংলালিংক পোস্ট-পেইড গ্রাহকগণ এফএনএফ ব্যতীত যে কোন বাংলালিংক নাম্বারে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবহারের ভিত্তিতে ডিসকাউন্ট/বোনাস পাবেন।
প্রি-পেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকগণ বোনাসের পরিমাণ ও মেয়াদকাল জানতে ডায়াল করুন *১২৪*৩#।
এই অফার সীমিত সময়ের জন্য।

কল সেন্টার নাম্বার : ৭৭৬৬৩ (ফ্রি)
Photo: বাংলালিংক সংযোগে ১০০% বোনাস অফার !

যত ব্যবহার তত বোনাস। সেপ্টেম্বর মাসে, আগস্ট মাস থেকে যত বেশি কথা বলবেন, অক্টোবর মাসে তার ওপর ১০০% বোনাস।

অফারটি উপভোগ করতে এখনই মাত্র ২২ টাকা রিচার্জ করুন।

অফারের বিস্তারিত -
    এই অফারটি ২৫ আগস্ট ২০১৩-এর আগে চালু করা সকল বাংলালিংক সংযোগের ক্ষেত্রে (পোস্ট-পেইড ৫০০, পোস্ট-পেইড ১০০০, পোস্ট-পেইড আনলিমিটেড এবং ই-ভাউচার ব্যতীত) প্রযোজ্য।
    এই অফারে সেপ্টেম্বর মাসে যে কোন লোকাল কলের ব্যবহার বিবেচনা করা হবে।
    সেপ্টেম্বর-এর ব্যবহার আগস্ট থেকে ন্যূনতম ২৫% বেশি হতে হবে।
    আগস্ট মাসে কোন ব্যবহার না থাকলেও সেপ্টেম্বর-এ যে কোন পরিমাণ ব্যবহার করলেই এই অফার উপভোগ করা যাবে।
    পোস্ট-পেইড গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে সেপ্টেম্বর মাসে ২২ টাকা বিল হিসেবে প্রদান করুন।
    আগস্ট মাসের ব্যবহারের পরিমাণ জানতে u টাইপ করে ২০২০ নাম্বারে এসএমএস করুন।
    প্রি-পেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা সর্বোচ্চ ৩০০ টাকা এবং পোস্ট-পেইড গ্রাহকরা সর্বোচ্চ ১০০০ টাকার ডিসকাউন্ট/বোনাস টকটাইম পাবেন। অক্টোবর ১০-এ বোনাস টকটাইম আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং প্রাপ্ত বোনাস টকটাইম সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এফএনএফ ব্যতীত যে কোন বাংলালিংক নাম্বারে ব্যবহার করা যাবে, যার মেয়াদ হবে ২ দিন।
    ১ থেকে ৫ অক্টোবর-এর মধ্যে বাংলালিংক পোস্ট-পেইড গ্রাহকগণ এফএনএফ ব্যতীত যে কোন বাংলালিংক নাম্বারে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবহারের ভিত্তিতে ডিসকাউন্ট/বোনাস পাবেন।
    প্রি-পেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকগণ বোনাসের পরিমাণ ও মেয়াদকাল জানতে ডায়াল করুন *১২৪*৩#।
    এই অফার সীমিত সময়ের জন্য।

কল সেন্টার নাম্বার : ৭৭৬৬৩ (ফ্রি)

প্রিপেইড গ্রাহকদের জন্য গ্রামীণফোন রিচার্জে ১০০% বোনাস !


প্রিপেইড গ্রাহকদের জন্য গ্রামীণফোন নিয়ে এলো দারূন আকর্ষণীয় এক অফার। ৬ই সেপ্টেম্বর ২০১৩ থেকে সকল প্রিপেইড শুধুমাত্র ২২ টাকা রিচার্জ করেই পাবেন ১০০% বোনাস। এই অফার উপভোগ করার জন্য কোন রেজিস্ট্রেশন প্রয়োজন নেই।

এছাড়াও থাকছে অফার চলাকালীন দৈনিক সর্বোচ্চ রিচার্জকারী গ্রাহকের জন্য একটি Samsung Galaxy Grand হ্যান্ডসেট!
অফারের বিস্তারিত

অফারটি ডিজুস, স্মাইল, সহজ, আপন, বন্ধু, স্পন্দন, আমন্ত্রণ, নিশ্চিন্ত এবং একতা প্রিপেইড ১, ২ এর জন্য প্রযোজ্য
কাস্টমারকে একসাথে ২২ টাকা রিচার্জ করতে হবে। বোনাস পেতে শুধুমাত্র ফ্লেক্সিলোড দিয়ে রিচার্জ করতে হবে
কাস্টমার যতবার খুশি ২২ টাকা রিচার্জ করতে পারবেন এবং প্রতিবার রিচার্জে ১০০% বোনাস পাবেন
যদি কোনো কাস্টমার ১০০% রিচার্জ বোনাস চলাকালীন মিনি বান্ডেল/স্মার্ট প্ল্যান কিংবা ২৫ পয়সা অফার ক্যাম্পেইনটি গ্রহণ করেন, সেক্ষেত্রে বান্ডেল মিনিট প্রথমে শেষ হবে
ইমারজেন্সি ব্যালেন্স-এ ব্যবহৃত রিচার্জে এই অফার প্রযোজ্য হবে না
রিচার্জের উপর ভিত্তি করে, কাস্টমার ১০০% বোনাস পাবেন, যা ২৪ ঘন্টা জিপি-জিপি লোকাল ভয়েস কলে ব্যবহার করা যাবে
‘মাই জোন’ ট্যারিফ এই ক্যাম্পেইনের জন্য প্রযোজ্য নয়। বোনাস টাকা শেষ হবার পর ‘মাই জোন’ ট্যারিফ ব্যবহার করা যাবে
বোনাস ২৪ ঘন্টা জিপি-জিপি কলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে (৬০ পয়সা বা তার কম কলের ক্ষেত্রে বোনাস ব্যবহার করা যাবেনা)
যারা জিপি অফার টার্গেট ক্যাম্পেইনে অথবা সর্বশেষ চার্ন ব্যাক ক্যাম্পেইনে অংশ নিয়েছেন, তারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন না
রিচার্জের দিনসহ বোনাসের মেয়াদ ২ দিন
এই অফারটি ৩০ সেপ্টেম্বর’২০১৩ পর্যন্ত চলবে
কাস্টমার সরাসরি *৫৬৬*৮# নম্বরে ডায়াল করে বোনাস সম্পর্কে জানতে পারবে
১৫% ভ্যাট প্রযোজ্য

এছাড়াও থাকছে -
এই ক্যাম্পেইন চলাকালীন, প্রতিদিন সবচেয়ে বেশি (যেকোনো অ্যামাউন্ট) রিচার্জকারী পাবেন একটি করে Samsung GALAXY GRAND জেতার সুযোগ
গ্রামীণফোন হতে একটি এসএমএস এর মাধ্যমে প্রতিদিনের হ্যান্ডসেট বিজয়ীর নাম জানিয়ে দেয়া হবে
বিজয়ী তার হ্যান্ডসেটটি অক্টোবর মাসে বুঝে পাবেন। কোথা থেকে হ্যান্ডসেট নিতে হবে, তা গ্রামীণফোন থেকে জানিয়ে দেয়া হবে

Photo: রিপেইড গ্রাহকদের জন্য গ্রামীণফোন রিচার্জে ১০০% বোনাস !

প্রিপেইড গ্রাহকদের জন্য গ্রামীণফোন নিয়ে এলো দারূন আকর্ষণীয় এক অফার। ৬ই সেপ্টেম্বর ২০১৩ থেকে সকল প্রিপেইড শুধুমাত্র ২২ টাকা রিচার্জ করেই পাবেন ১০০% বোনাস। এই অফার উপভোগ করার জন্য কোন রেজিস্ট্রেশন প্রয়োজন নেই।

এছাড়াও থাকছে অফার চলাকালীন দৈনিক সর্বোচ্চ রিচার্জকারী গ্রাহকের জন্য একটি Samsung Galaxy Grand হ্যান্ডসেট!
অফারের বিস্তারিত

    অফারটি ডিজুস, স্মাইল, সহজ, আপন, বন্ধু, স্পন্দন, আমন্ত্রণ, নিশ্চিন্ত এবং একতা প্রিপেইড ১, ২ এর জন্য প্রযোজ্য
    কাস্টমারকে একসাথে ২২ টাকা রিচার্জ করতে হবে। বোনাস পেতে শুধুমাত্র ফ্লেক্সিলোড দিয়ে রিচার্জ করতে হবে
    কাস্টমার যতবার খুশি ২২ টাকা রিচার্জ করতে পারবেন এবং প্রতিবার রিচার্জে ১০০% বোনাস পাবেন
    যদি কোনো কাস্টমার ১০০% রিচার্জ বোনাস চলাকালীন মিনি বান্ডেল/স্মার্ট প্ল্যান কিংবা ২৫ পয়সা অফার ক্যাম্পেইনটি গ্রহণ করেন, সেক্ষেত্রে বান্ডেল মিনিট প্রথমে শেষ হবে
    ইমারজেন্সি ব্যালেন্স-এ ব্যবহৃত রিচার্জে এই অফার প্রযোজ্য হবে না
    রিচার্জের উপর ভিত্তি করে, কাস্টমার ১০০% বোনাস পাবেন, যা ২৪ ঘন্টা জিপি-জিপি লোকাল ভয়েস কলে ব্যবহার করা যাবে
    ‘মাই জোন’ ট্যারিফ এই ক্যাম্পেইনের জন্য প্রযোজ্য নয়। বোনাস টাকা শেষ হবার পর ‘মাই জোন’ ট্যারিফ ব্যবহার করা যাবে
    বোনাস ২৪ ঘন্টা জিপি-জিপি কলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে (৬০ পয়সা বা তার কম কলের ক্ষেত্রে বোনাস ব্যবহার করা যাবেনা)
    যারা জিপি অফার টার্গেট ক্যাম্পেইনে অথবা সর্বশেষ চার্ন ব্যাক ক্যাম্পেইনে অংশ নিয়েছেন, তারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন না
    রিচার্জের দিনসহ বোনাসের মেয়াদ ২ দিন
    এই অফারটি ৩০ সেপ্টেম্বর’২০১৩ পর্যন্ত চলবে
    কাস্টমার সরাসরি *৫৬৬*৮# নম্বরে ডায়াল করে বোনাস সম্পর্কে জানতে পারবে
    ১৫% ভ্যাট প্রযোজ্য

এছাড়াও থাকছে -
    এই ক্যাম্পেইন চলাকালীন, প্রতিদিন সবচেয়ে বেশি (যেকোনো অ্যামাউন্ট) রিচার্জকারী পাবেন একটি করে Samsung GALAXY GRAND জেতার সুযোগ
    গ্রামীণফোন হতে একটি এসএমএস এর মাধ্যমে প্রতিদিনের হ্যান্ডসেট বিজয়ীর নাম জানিয়ে দেয়া হবে
    বিজয়ী তার হ্যান্ডসেটটি অক্টোবর মাসে বুঝে পাবেন। কোথা থেকে হ্যান্ডসেট নিতে হবে, তা গ্রামীণফোন থেকে জানিয়ে দেয়া হবে

অক্টোবর মাসেই আসছে নতুন Xiaomi MI-3 !



চাইনিজ ফোন নির্মাতা Xioami এর নাম অনেকেই শুনেছেন। বিশেষ করে কিছুদিন আগে গুগল এর ভাইস প্রেসিডেন্ট Hugo Barra এর গুগল ছেড়ে Xiaomi তে যোগ দেয়ার খবর এই কোম্পানিকে আলোচনার শীর্ষে নিয়ে আসে। এছাড়া Xiaomi এর MI-2S ডিভাইস টির কারনেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এবার Xiaomi আনতে যাচ্ছে নতুন আরেকটি হাই ইন্ড ডিভাইস Xiaomi MI-3


Photo: অক্টোবর মাসেই আসছে নতুন Xiaomi MI-3 !

চাইনিজ ফোন নির্মাতা Xioami এর নাম অনেকেই শুনেছেন। বিশেষ করে কিছুদিন আগে গুগল এর ভাইস প্রেসিডেন্ট Hugo Barra এর গুগল ছেড়ে Xiaomi তে যোগ দেয়ার খবর এই কোম্পানিকে আলোচনার শীর্ষে নিয়ে আসে। এছাড়া Xiaomi এর MI-2S ডিভাইস টির কারনেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এবার Xiaomi আনতে যাচ্ছে নতুন আরেকটি হাই ইন্ড ডিভাইস Xiaomi MI-3

For more details visit :  Tech Town 24x7
 http://www.bddroid.com/bddr/2491212

banglalink islamic & hajj portal by simply dialing 2200 from your banglalink mobile

Every year, more than 100,000 bangladeshis perform hajj and almost equal numbers go to umrah which are one of their life’s most cherished journeys to mecca. till date, performing this important religious task remains a challenge for a lot of people in absence of authentic, adequate and accessible knowledge. considering these facts, banglalink introduces ’banglalink islamic & hajj portal’, a unique islamic value added service umbrella particularly formulated to make proper islamic knowledge available to hajj pilgrims & the remaining muslims of bangladesh. you can listen to banglalink islamic & hajj portal by simply dialing 2200 from your banglalink mobile.

♦ This service provides :
• important information on hajj and umrah
• hajj related announcement from hajj office
• govt. hajj package information
• hajj preparation & tutorials
• quran ayat, hadith, mas’ala & du’a
• important islamic information
• ramadan & jakat information

♦ To subscribe :
• hajj portal ivr: dial 2200 or dial *2200*1*1*1#
• additionally, you will also get hajj & umrah related important information & mas’ala and namaz timing (division-wise) via sms.
• to subscribe to hajj alert: dial *2200*2*1*1#
• to subscribe to namaz timing alert: dial *2200*3#
• to subscribe to hadith alert: dial *2200*5*6*1*1#

♦ Charges :
• monthly ivr subscription: bdt 10
• ivr browsing fee: 10 paisa/10 sec.
• hajj alert: bdt 1/sms
• namaz timing alert: bdt 0.50/sms
• hadith alert: bdt 0.50/sms

♦ To unsubscribe :
• hajj monthly ivr: *2200*1*2#
• hajj alert: *2200*2*2#
• namaz timing alert: *2200*3*8#
• hadith alert: *2200*5*6*1*2#

* vat applicable
Photo: Every year, more than 100,000 bangladeshis perform hajj and almost equal numbers go to umrah which are one of their life’s most cherished journeys to mecca. till date, performing this important religious task remains a challenge for a lot of people in absence of authentic, adequate and accessible knowledge. considering these facts, banglalink introduces ’banglalink islamic & hajj portal’, a unique islamic value added service umbrella particularly formulated to make proper islamic knowledge available to hajj pilgrims & the remaining muslims of bangladesh. you can listen to banglalink islamic & hajj portal by simply dialing 2200 from your banglalink mobile.

♦ This service provides :
• important information on hajj and umrah
• hajj related announcement from hajj office
• govt. hajj package information
• hajj preparation & tutorials
• quran ayat, hadith, mas’ala & du’a
• important islamic information
• ramadan & jakat information

♦ To subscribe :
• hajj portal ivr: dial 2200 or dial *2200*1*1*1#
• additionally, you will also get hajj & umrah related important information & mas’ala and namaz timing (division-wise) via sms.
• to subscribe to hajj alert: dial *2200*2*1*1#
• to subscribe to namaz timing alert: dial *2200*3#
• to subscribe to hadith alert: dial *2200*5*6*1*1#

♦ Charges :
• monthly ivr subscription: bdt 10
• ivr browsing fee: 10 paisa/10 sec.
• hajj alert: bdt 1/sms
• namaz timing alert: bdt 0.50/sms
• hadith alert: bdt 0.50/sms

♦ To unsubscribe :
• hajj monthly ivr: *2200*1*2#
• hajj alert: *2200*2*2#
• namaz timing alert: *2200*3*8#
• hadith alert: *2200*5*6*1*2#

* vat applicable

বিশ্বের সবচেয়ে পাতলা কিবোর্ড -

বিশ্বের সবচেয়ে পাতলা কিবোর্ড -

কাগজের মতো পাতলা এক ধরনের কিবোর্ড তৈরি করেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান কেম্ব্রিজ সিলিকন রেডিও বা সিএসআর।
ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে এই কিবোর্ড ডেস্কটপ, ট্যাবলেট এমনকি স্মার্টফোনেও ব্যবহার করা যায়। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, নমনীয় ইলেকট্রনিক উপাদান ব্যবহার করে তৈরি করা কিবোর্ডটির পুরুত্ব মাত্র ০.৫ মিলিমিটার। কিবোর্ডটির এক প্রান্তে লাগানো থাকে ব্যাটারি।

নির্মাতা প্রতিষ্ঠান সিএসআর জানিয়েছে, যেকোনো পৃষ্ঠ বা তলের সঙ্গে কিবোর্ডটি যুক্ত করে দূর থেকে তারবিহীন উপায়ে ট্যাবলেট, কম্পিউটার বা স্মার্টফোন চালানো যাবে। ৬ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইফা ট্রেড শোতে দেখানো হবে বিশেষ এ পাতলা কিবোর্ডটি।

Video : http://www.youtube.com/watch?v=EFqyQ5ghJO4&feature=player_embedded
Photo: বিশ্বের সবচেয়ে পাতলা কিবোর্ড -

কাগজের মতো পাতলা এক ধরনের কিবোর্ড তৈরি করেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান কেম্ব্রিজ সিলিকন রেডিও বা সিএসআর।
ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে এই কিবোর্ড ডেস্কটপ, ট্যাবলেট এমনকি স্মার্টফোনেও ব্যবহার করা যায়। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, নমনীয় ইলেকট্রনিক উপাদান ব্যবহার করে তৈরি করা কিবোর্ডটির পুরুত্ব মাত্র ০.৫ মিলিমিটার। কিবোর্ডটির এক প্রান্তে লাগানো থাকে ব্যাটারি।

নির্মাতা প্রতিষ্ঠান সিএসআর জানিয়েছে, যেকোনো পৃষ্ঠ বা তলের সঙ্গে কিবোর্ডটি যুক্ত করে দূর থেকে তারবিহীন উপায়ে ট্যাবলেট, কম্পিউটার বা স্মার্টফোন চালানো যাবে। ৬ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইফা ট্রেড শোতে দেখানো হবে বিশেষ এ পাতলা কিবোর্ডটি।

Video : http://www.youtube.com/watch?v=EFqyQ5ghJO4&feature=player_embedded

আইফোন ৫এস এবং আইফোন ৫সি আসছে সেপ্টেম্বরের ১০ তারিখে

আইফোন ৫এস এবং আইফোন ৫সি আসছে সেপ্টেম্বরের ১০ তারিখে -

আর মাত্র কয়েকদিন বাকী ! ধারনা করা হচ্ছে নতুন আইফোন ৫এসটি হবে আইফোন ৫ এর এরই উন্নতমানের ভার্সন, সাথে থকতে পারে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা, ডুয়েল এলইডি ফ্লাস, ফিন্গার প্রিন্ট সেন্সর। এবং আইফোন ৫সি মূলত তৈরি করা হচ্ছে লো বাজেট মার্কেটের জন্য ।
Photo: আইফোন ৫এস এবং আইফোন ৫সি আসছে সেপ্টেম্বরের ১০ তারিখে -

 আর মাত্র কয়েকদিন বাকী ! ধারনা করা হচ্ছে নতুন আইফোন ৫এসটি হবে আইফোন ৫ এর এরই উন্নতমানের ভার্সন, সাথে থকতে পারে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা, ডুয়েল এলইডি ফ্লাস, ফিন্গার প্রিন্ট সেন্সর। এবং আইফোন ৫সি মূলত তৈরি করা হচ্ছে লো বাজেট মার্কেটের জন্য ।