বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৩

*****মোবাইল পানিতে পড়ে গেলে কী করবেনঃ*****

আমাদের সবার বাসাতে বা ঘরে ছোট বাচ্চা যে নেই, এমনটি কেউ বলতে পারবেনা সবার বাসাতেই ২/১ জন করে আছেন উনারা,আর বাসার যত সব কাঁচের জিনিস এবং মোবাইল ফোন তাদের প্রিয় । জিনিস ডেইলি ২/১ কাঁচের জিনিস উনারা ভাংতে না পারলে মনে হয় উনাদের ঘুম হয়না… অনুরুপ মোবাইল ফোন কে উনারা সুযোগে পেলে সিধা বাকেট বা পানির জগে ডুকিয়ে দিয়ে অলসতা করেন না, এবং কেউ মোবাইল পকেটে নিয়ে বাথরুমে বসেন… কাজ শেষে উঠতেই মোবাইল ফোন ছলে গেল কমেডের মাঝে… যাই হউকএমত অবস্তায় কি করবেন জেনে নিন কোন মেকানিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই । এজন্য আপনার যা করতে হবে তা হলঃ ১- মোবাইল ফোনে যদি কোন কাভার থাকে সেটি খুলে ফেলুন ২- মোবাইল ফোন কে পানি থেকে তুলে সাথে সাথে ব্যাক কভার খুলুন/ সম্ভব হলে ফ্রন্ট কাভার টি খুলে নিন অসম্বভ হলে দরকার নেই ৩- ব্যাটারি খুলুন/ সিম কার্ড এবং মেমোরি সহ ৪- হাত দিয়ে ফোন কে শক্ত করে ধরে ভাল করে আস্তে আস্তে ঝাকান দিন যতক্ষন পর্যন্ত পানি বের হবে ৫- সম্ভব হলে এবং অভিজ্ঞতা থাকলে সুধুমাএ সার্কিট টি খুলে ফেলুন/ না খুললে ও কোন সমস্যা নেই তবে একটু বেশী করে তাপের প্রয়োজন হবে ৬- এবার ৬০/১০০ Watt বাল্ব এর নিছে কিছুক্ষণ ছেকিয়ে নিন সার্কিট কে ঘুরিয়ে ঘুরিয়ে ভিবিন্ন অংশ কে এই ভাবে কমপক্ষে ৩/৪ বার করে নেবেন ৫/৬ মিনিট বিরতি দিয়ে দিয়ে এবং এই বিরতি দেওয়ার মানে হল আপনার ফোনে আর কোন পানি অবশিষ্ট আছে কিনা বা পানি জমে থেকে সার্কিট কে বিকল করে দেবে কিনা সেটা জানার জন্য কারন আপনি প্রথম ২বার জখন ছেকিয়ে নেবেন, তখন আপনার স্কিনে পানিটা দেখা যাবে এবং বাল্ব এর তাপে সেই পানিটা চুষে নিবে, এবং সার্কিট জখন গরম হবে তখন পানি আছে কি নেই সেটি বুজা মুশকিল তাই একবার তাপ দিয়ে জখন সার্কিট বা ফোনটি একদম ঠাণ্ডা হবে পুনরায় তাপ দিলে আপনি সেটা বুজতে পারবেন পানি আছে কি নেই, যদি থেকে থাকে তাহলে স্কিনে সেটি দেখা যাবে, আর ফাইনালি যখন বাস্পের মত স্কিনে কিছু দেখা যাচ্ছেনা এবার সব কিছু লাগিয়ে দেখুন ফোন টি আগের মত ছলছে কোন সমস্যা ছাড়াই, এবং এতে আপনার ফোন অপারেটিং কালে ও কোন সমস্যা দেখবেন না ( পরিক্ষিত ) তবে একটা জিনিস অবশ্যাই সতর্কতার সহিত করবেন সেটি হল সার্কিট বা ফোন কে একবারে বেশি তাপ মোটেও দেবেন না কারন এতে বিপরীত ঘটতে পারে, সব কিছুর ই একটা সহন সিমা থাকে বেশি তাপ দেওয়ার ফলে সার্কিট পরিচালনা কারি পার্টস গুল খুলে জেতে পারে, তাই হাত দিয়ে স্পশও করে দেখবেন হাতে জত টুকু সহনশীল হয় তত টুকু হলেই বাল্ব থেকে আলাদা করে ঠাণ্ডা করে পুনরায় আবার দেবেন এই ভাবে ৩/৪ বার করে নিলে আপনার প্রিয় ফোন কে নিয়ে আর কোন ভঁয় নেই এবং আপনাকে আর কোন সার্ভিস সেন্টারে ও জেতে হবেনা…

*****পাসওয়ার্ড হ্যাক*****

আমারা অনেকেই UC Browser দিয়ে নেট ব্যাবহার করি । মাঝে মাঝে আপনার বন্ধু ও আপনার মোবাইল দিয়ে ফেসবুক চালায় । আপনি চাইলে তার পাসওয়ার্ড পেতে পারেন । তো আসুন শুরু করি । প্রথমে আপনার UC Browser ওপেন করুন । এবার অপশনে গিয়ে Settings দিয়ে Security তে দেখতে পাবেন login record এ গিয়ে auto save করে দিন । এবার আপনার বন্ধুকে আপনার ফোনে ফেসবুক এ লগইন করতে বলুন । এবার বন্ধু লগআউট করলেও আপনি www .fb.comএ গিয়ে দেখুন বন্ধুর পাসওয়ার্ড আছে । কিন্তু সেটা দেখবেন কি করে । আপনি মাউস পয়েন্টার টা পাসওয়ার্ড ঘরে নিয়ে # চেপে 5 চাপুন । তাহলেই বন্ধুর পাসওয়ার্ড পাবেন । পোস্টটা ক্ষতির কাজে ব্যাবহার করবেন না ।

রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৩

*****Nokia N97 3G*****

For Sell !!!
Price : 8,000 BD taka only.
Model : Nokia N97 3G - 5MP Camera with flash (32 GB Internal memory)
Used : 1 Year (Maid in Finland)
Color : White
Cont. No. 01672999177
Selling area : Motijheel

Note : Every Publicity 300 taka from this page.
# Pay korar jonno Message box a jogajog korun.
# Product Price negotiation ar bepar a admin kisu boltay parbe na, direct call dia jogajog korun.

*****Samsung set New price*****

Samsung set New price :
Samsung Champ Deluxe duos – 6900 BDT (Metallic silver & Soft black)
Samsung Champ Neo duos – 5500 BDT (Ceramic White & Black)

# Dual Sim
# 1 year warranty
# 4GB memory card free
# Social Network
# Chat on messaging
etc &

*****Facebook এর Security Code প্রায়ই মোবাইলে ৮/১০ ঘন্টা দেরি করে আসে, এই সমস্যার সমাধানে যা করতে হবে*****


যারা Google এর 2 step verification ও Facebook এর Login Approval চালু করেছেন তারা জানেন Google এর verification code নিয়ে sms মূহুর্তেই আসে কিন্তু Facebook এর security code মাসে অন্তত পাচ দিন ঝামেলা করে। যাদেরটা ঝামেলা হয়নি ভবিষ্যতে অবশ্যই হবে। মোবাইল কোম্পানির সাথে যোগাযোগ করলে তারা বলে, Facebook হতেই এস.এম.এস আসেনি আর Facebook এর সাথে যোগাযোগ করলে তারা বলে, আমরা পাঠাইছি। Google ব্যবহার করে International No এবং Facebook করে পোর্ট (৩২৬৬৫) যা সহজে নিয়ন্ত্রনযোগ্য।

Google- এ বিকল্প দুইটা পদ্ধতি আছে : sms কোন কারনে না আসলে phone call এর মাধ্যমে তা সংগ্রহ করা যায়। পাশাপাশি তারা ১০টা ‘One Time Use – BackUp Code’ দেয়। Facebook যদি Google এর মত বিকল্প দুটি পদ্ধতি চালু করত তবে নি:সন্দেহে ঝামেলা হতে মুক্তি পেতাম। Yahoo ভিন্ন পদ্ধতি ব্যবহার করে “Sign In With Google” (নিচের ছবিটি দেখুন)

যার মাধ্যমে “One Google Account : One Yahoo Account” এই ণীতিতে Google-এ Log In করা অবস্থায় Yahoo-র Website-এ “Sign In With Google” লিঙ্কে ক্লিক করলে পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করা সম্ভব হয়। এই পদ্ধতিতে লগ ইন করার সুযোগ যদি Techtunes, প্রথম আলো ব্লগ, Twitter, GoDaddy, Paypal, LinkedIn, Odesk, Wikipedia, Everyone, Alexa দিত তবে Hacker/Keylogger Software এর আশঙ্কা হতে মুক্ত হতাম। প্রত্যেকের হয়ত Personal PC নেই বা বিভিন্ন কারনে বাইরে হতে লগ ইন করতে হয়।

সর্বোপরি Facebook এই বিকল্প লগ ইন চালু করলেও Security Code দেরিতে আসলে সমস্যা হত না। এই লেখাটি ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে তবে তারা হয়ত Sign In With Google ব্যবস্থা চালু করবে তবে Facebook এর দৃষ্টি আকর্ষন এর জন্য একটা Feedback Form পুরন করতে হবে, তার লিঙ্ক হল : https://www.facebook.com/help/contact/?id=142315805886940 আমি একটা খসড়া চিঠি ইংরেজীতে টাইপ করে নিচে দিলাম। যদি সহমত হন তবে নির্দিষ্ট লিঙ্কে যেয়ে ইমেইল এর জায়গায় আপনার ইমেইল ও Thanks এর শেষে আপনার নাম বসিয়ে সেন্ড করুন।

Hello Facebook,
Sometimes I have to use Facebook from Office or Cyber Café or Library. There are many hackers surrounding me who use key logger softwares and other techniques. So I must have to use 'Login Approval' Service.
PROBLEM:
I have started your 'Login Approval' Service but sometimes the Mobile Telecom Company, which I use, fails/delays to send the Security Code (for max 12 hours) at least for 5 to 6 days in a month, which results serious problem.
To get notification from Facebook is not important. Telecom can ban it but to get ‘Security Code’ is most important. Please tell the Telecom Company to charge standard sms rate for all outgoing message AND standard sms charge/free of charge for incoming ‘Security Code’ sms. What will they do for other incoming notification sms, will be decided by themselves.
PERMANENT SOLUTION :
Google sends verification code by its own name “Google” (the word Google displayed at the place of Sender’s name). Sometimes it shows a specific International no (eg. +447781470659). It is easy to block/control any port like 32665. YOU SHOULD USE AN INTERNATIONAL NO TO SEND SECURITY CODE.
(Please know, Google uses dynamic ip for HTTPS://www.youtube.com/ so it is hard to block YouTube by the Governments of Third world.)
I suggest you to provide Optional “Voice Call" service also like Google here. If sms delivery fails, we will collect code by receiving phone call. AND also provide Ten “One Time Use – Backup Code” like Google. If I loss my mobile phone or visit other State without roaming service, it will help.

ALTERNATIVE SOLUTION:
In the meantime, you can provide OpenID like "Sign In with Google” service including others. Yahoo uses different method “Sign in with Google” through which, based on “One Google Account : One Yahoo Account” policy anyone can login to Yahoo’s website without password just by clicking on “Sign in with Google”. I use it to login to www.mail.yahoo.com by my Google Account. (In Flickr it shows a small icon link for OpenID login, which looks good)

KEEP TWO SYSTEMS:
You can keep ALTERNATIVE SOLUTION beside PERMANENT SOLUTION. Then if user chooses OpenID’s icon link, s/he will directly enter to the account OR at next login (without change of settings) if s/he enters password, then server will start processing to send the ‘Security Code’

MORE FLEXIBLE:
Sometimes people are using multiple phones and also traveling world wide. Everywhere roaming is not available. If you provide the chance to use maximum 4 phone no. for getting ‘Security Code’, it will be more suitable. Two for own state, two for abroad. Just after entering the email address(ID) & password server will NOT directly send sms. It will ask to know in which no. server will send the code:

Which phone do you prefer to get the security code?
# +123*****78
# +123*****83
# +442*****33
# +880*****83
SUBMIT

After user’s selection in option button, server will send the code to specific no. Travelers will have to use one backup code after going abroad to setup a newly purchased local phone no.

Wish you good luck.
Thanks,

আরেকটু কষ্ট করুন। এই লেখাটি বাংলায় যা অন্য ভাষার পাঠকরা বুঝবেন না। মুল লেখাটি আমি ইরেজীতে-এ আমার নিজস্ব ব্লগ http://tawhidurrahmandear.blogspot.com/2013/01/state-of-the-art-security-for-web-accounts-2013.html -এ দিয়েছি। সেই পেইজ-টি শেয়ার করুন। পৃথিবির বিভিন্ন রাষ্ট্র হতে বিভিন্ন ভাষার মানুষরা যদি Feedback পাঠায় তবে Facebook হয়ত দ্রুত সাড়া দিবে। আমি আমার ব্লগে Twitter, GoDaddy, Paypal, LinkedIn, Odesk, Wikipedia, Everyone, Alexa তে Feedback পাঠানোর জন্য আলাদা আলাদা চিঠির খসড়া ও লিংক দিয়েছি। হাতে সময় থাকলে ভবিস্যতের স্বার্থে, নিজের একাউন্ট নিরাপদ করার স্বার্থে সেগুলোতে-ও Feedback পাঠান।

ধন্যবাদ সবাইকে, ভাল থাকুন।

*****ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস 250 tk only*****


ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাসের হালনাগাদ সংস্করণ ইনস্টল করে বিপাকে পড়েছিলেন উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা। ইন্টারনেটে যুক্ত হতে পারছিলেন না তাঁরা। এমনকি নিজ কম্পিউটার থেকে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নেটওয়ার্কেও সংযুক্ত হতে পারছিলেন না। ত্রুটি শনাক্তের প্রায় দুই ঘণ্টা পর ক্যাসপারস্কি বিষয়টি সমাধান করে। এ সমস্যা সমাধানে কম্পিউটারগুলোর নিরাপত্তা নীতিমালা থেকে ওয়েব এভি উপাদান অকার্যকর করার অনুরোধ জানিয়েছে অ্যান্টিভাইরাসটির নির্মাতা ক্যাসপারস্কি ল্যাবস । এ জন্য গ্রাহকদের কাছে ক্ষমাও চেয়েছে রাশিয়ার অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে কম্পিউটারে থাকা অ্যান্টিভাইরাসটি অকার্যকর বা হালনাগাদ না করার জন্য সবাইকে পরামর্শও দিয়েছে ক্যাসপারস্কি।

*Price only for Mobile & Note pad version anti virus.

It News BD 24/7

*****Banglalink reactivate connection*****


ALways appreciates your coming back to its network! Which is why you can recharge your inactive banglalink connection & enjoy
4.5 paisa/10 seconds to any banglalink number &
10 paisa/10 seconds to other operators, 24 hours a day !

Offer details :
offer applicable for all prepaid and call & control connections (except e-voucher, pco, sme 500 and business 500) that have not been used after 30th November, 2012.
customers can check whether they are eligible for the offer by typing the mobile number and sending SMS to 4343 from any banglalink number (free of cost).
customers will start to enjoy this special tariff within 48 hours of recharge (any amount).
special tariff is valid for maximum 2 months. to enjoy the tariff in the 2nd month, customer has to recharge at least once (any amount) during the 1st month of enjoying the offer.
after tariff validity, customer will go back to the original package.
while enjoying this offer, customer can migrate to any package.
this is a limited time offer.
15% vat applicable.


Photo: Banglalink reactivate connection !

ALways appreciates your coming back to its network! Which is why you can recharge your inactive banglalink connection & enjoy 
4.5 paisa/10 seconds to any banglalink number & 
10 paisa/10 seconds to other operators, 24 hours a day !

Offer details :
offer applicable for all prepaid and call & control connections (except e-voucher, pco, sme 500 and business 500) that have not been used after 30th November, 2012. 
customers can check whether they are eligible for the offer by typing the mobile number and sending SMS to 4343 from any banglalink number (free of cost). 
customers will start to enjoy this special tariff within 48 hours of recharge (any amount). 
special tariff is valid for maximum 2 months. to enjoy the tariff in the 2nd month, customer has to recharge at least once (any amount) during the 1st month of enjoying the offer. 
after tariff validity, customer will go back to the original package. 
while enjoying this offer, customer can migrate to any package. 
this is a limited time offer. 
15% vat applicable.

Stay with It News BD 24/7

*****নিশ্চিন্ত গ্রাহকের জন্য স্পেশাল কলরেট*****

নিশ্চিন্ত গ্রাহকদের জীবন আরো সহজ ও চিন্তামুক্ত করতে গ্রামীণফোন নিয়ে এলো বিশেষ কলরেট সুবিধা। এই বিশেষ কলরেট সুবিধায় নিশ্চিন্ত গ্রাহকগণ ৭০ টাকা বা তার বেশি রিচার্জ করেই দেশের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কে উপভোগ করুন
১১ পয়সা/১০ সেকেন্ড কলরেট যেকোন অপারেটরে দিনরাত ২৪ ঘণ্টা ।

শর্তাবলী:
নিশ্চিন্ত গ্রাহকগণ ৭০ টাকা বা তার বেশি রিচার্জ করেই উপভোগ করুন ১১ পয়সা/১০ সেকেন্ড কলরেট যেকোন অপারেটরে দিনরাত ২৪ ঘণ্টা

অন্যান্য প্রিপেইড প্যাকেজের গ্রাহকগণ (যার জন্য প্রযোজ্য) নিশ্চিন্ত প্যাকেজে মাইগ্রেট করে একসাথে ৭০ টাকা বা তার বেশি রিচার্জের পর থেকেই এ অফার উপভোগ করতে পারবেন

এই বিশেষ কলরেট রিচার্জ করার দিন থেকে ৩০ দিনের জন্য প্রযোজ্য হবে
মাইজোন গ্রাহকদের জন্য জিপি-জিপি কলের ক্ষেত্রে এই কলরেট প্রযোজ্য নয়। গ্রামীণফোন থেকে অন্য অপারেটরে কলের ক্ষেত্রে এই রেট প্রযোজ্য হবে
হোল সেল রিচার্জ অফারে (নূন্যতম ২৫ টাকা বা তার বেশি রিচার্জ করে ০৭ পয়সা/১০ সে. অফার ) নিবন্ধিত থাকা অবস্থায় রাত ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জিপি-জিপি কলের ক্ষেত্রে ৭ পয়সা/১০ সে. কলরেট প্রযোজ্য
গ্রাহকদের একাউন্টে যেকোন পরিমাণ বোনাস টকটাইম থাকলে তা ব্যবহারের পর থেকে এই কলরেট প্রযোজ্য হবে।

এ সুবিধা ভোগকালে ইন্সট্যান্ট মানি-ব্যাক সুবিধা পাওয়া যাবে না
বন্ধ সংযোগ চালু বিষয়ক অফারের সুবিধা ভোগকারী গ্রাহকের পক্ষে এ অফারটি পাওয়া সম্ভব হবে না।

এ অফারে ১০ সেকেন্ড পালস প্রযোজ্য
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অফার চলবে
সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য

*****হুমায়ুন আহমেদের বই এর ভাণ্ডার!!!। যেটা খুশি সেটা ডাউনলোড করে নিন*****

মহান আল্লহার নামে শুরু করলাম।আমরা সবাই হুমায়ুন আহমেদের মৃত্যুতে শোকাহত।এমন একটি মানুষ পৃথিবী ছেরে চলে গেলে সবার শোকাহত হওয়ার ই কথা। আজ আমি আপনাদের এমন একটি লিঙ্ক দিব যার থেকে আপনারা হুমায়ুন আহমেদের সকল বই ই বলতে গেলে ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড লিংক- http://www.pchelplinebd.com/archives/31573

Photo: হুমায়ুন আহমেদের বই এর ভাণ্ডার!!!। যেটা খুশি সেটা ডাউনলোড করে নিন।<<
মহান আল্লহার নামে শুরু করলাম।আমরা সবাই হুমায়ুন আহমেদের মৃত্যুতে শোকাহত।এমন একটি মানুষ পৃথিবী ছেরে চলে গেলে সবার শোকাহত হওয়ার ই কথা। আজ আমি আপনাদের এমন একটি লিঙ্ক দিব যার থেকে আপনারা হুমায়ুন আহমেদের সকল বই ই বলতে গেলে ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড লিংক- http://www.pchelplinebd.com/archives/31573

*****All Free Net Software*****

File Name: UCBrowser_V8_ 4Modified.jar
Size: 473.43 KB
Details: Use Gp free Net For Java
Dwonload Link:-
http://www.mrakib.tk/site_126.xhtml?get-file=615

File Name: Opera_mini_next_by_ gp_free_internet_mrakib.jar
Size: 353.35 KB
Details: Use Gp free Net For Java
Dwonload Link:-
http://www.mrakib.tk/site_126.xhtml?get-file=614

File Name: Nimbuzz_v1.9.5_free_ net_for_all_phone.jar
Size: 514.56 KB
Details: Use Gp free Net For Java
Dwonload Link:-
http://www.mrakib.tk/site_126.xhtml?get-file=613

File Name: Mig33v4.62_free_ internet.jar
Size: 241.79 KB
Details: Use Gp free Net For Java
Dwonload Link:-
http://www.mrakib.tk/site_126.xhtml?get-file=612

File Name: Facebook_v2.9.1_Free_ internet.jar
Size: 155.78 KB
Details: Use Gp free Net For Java
Dwonload Link:-
http://www.mrakib.tk/site_126.xhtml?get-file=611
or http://www.mrakib.tk/site_java_free_net_soft.xhtml

ভালো লাগলে লাইক দেন।

By Admin: ItkothaBD24.COM

*****Airtel a eibar kotha hobe SMS/MMS-e kom khoroche*****

Dial *321*103# for 100 FREE SMS @Tk 10.34 /day othoba
Dial *321*101# for 50 FREE MMS @Tk 8.04 /day.

Enjoy connect with ItkothaBD24.COM

*****Delux Keyboard+Mouse Combo 1500 tk only *****

Hi-performance Wireless Keyboard+Mouse Combo Offer -

For details, click-
http://www.ajkerdeal.com/DealDetails.aspx?DI=1290

*****Grameenphone introduces 5 different Bundle packs of Talk-time, SMS, Internet data & MMS for its prepaid customers *****


Details about the offer is given below:

• Bundle 1 : 20mins (GP-GP) & 5 sms (GP-GP) , 5 mms (GP-GP) ,5 MB data @ 5Tk + VAT. Validity 1 day,Usable Time ( 12am-8am), to buy Type Start M1 & send to 9999 & to Stop type Stop M1 & send to 9999

• Bundle 2 : 10mins (GP-GP & GP-Others) & 10 sms (GP-GP) , 10 mms (GP-GP) ,10 MB data @ 10Tk + VAT. Validity 1 day, to buy Type Start M2 & send to 9999 & to Stop type Stop M2 & send to 9999

• Bundle 3 : 60mins (GP-GP & GP-Others) & 25 sms (GP-GP) , 25 mms (GP-GP) ,25 MB data @ 50Tk + VAT. Validity 5 days, to buy Type Start M3 & send to 9999 & to Stop type Stop M3 & send to 9999

• Bundle 4 : 128mins (GP-GP & GP-Others) & 50 sms (GP-GP) , 50 mms (GP-GP) ,50 MB data @ 100Tk + VAT. Validity 12 days, to buy Type Start M4 & send to 9999 & to Stop type Stop M4 & send to 9999

• Bundle 5: 498mins (GP-GP & GP-Others) & 100 sms (GP-GP) , 100 mms (GP-GP) ,100 MB data @ 299Tk + VAT. Validity 30 days, to buy Type Start M5 & send to 9999 & to Stop type Stop M5 & send to 9999

► offer details/conditions:

• 10 sec pulse will be applicable on free minutes

• Free minutes will be applicable for GP-GP & GP-Other operator call cases including F&F, Super F&F and Community

• in the validity period if customer purchases another bundle, then the validity of bundle will be extended accordingly from the day of purchase and previous volume will be added on

• Multiple purchase is possible but a customer can purchase each bundle maximum 2 times in a Day

• “My Zone” Customer can also enjoy the offer but discount will be applicable after end of the bundle

• In case of existing Data Volume based customers volume will be added with their existing package volume and system will consider the maximum validity date.

• This offer will running 7th Feb, 2013 to till further notice.

More detail : http://www.grameenphone.com/whats-new/5-bundle-offers-you

• for further assistance, please call 121

*****গ্যালাক্সি ফেম প্রদর্শন করল স্যামসাং*****


গ্যালাক্সি ইয়াংয়ের মতো আরো একটি বাজেটবান্ধব স্মার্টফোন প্রদর্শন করল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। ইয়াংয়ের আদলে স্মার্টফোনটি তৈরি করা হলেও এটির যন্ত্রাংশ আরো উন্নত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমচালিত গ্যালাক্সি ফেমের ডিসপ্লে ৩ দশমিক ৫ ইঞ্চি। এ ডিসপ্লেতে হাই ডেফিনিশনের ভিডিও দেখা যাবে। এটির ওজন ১২০ গ্রামের কিছু বেশি। পেছনে এলইডি ফ্ল্যাশের ৫ মেগাপিক্সেল এবং সামনে একটি ভিজিএ ক্যামেরা রাখা হয়েছে।
১ গিগাহার্টজের প্রসেসর ও ৫১২ মেগাবাইটের কিছু কম র্যাম গ্যালাক্সি ফেমে। এর অভ্যন্তরীণ তথ্য ধারণক্ষমতা ৪ গিগাবাইট। এছাড়া মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এ ক্ষমতা ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি ও এনএফসি সুবিধা রাখা হয়েছে এ স্মার্টফোনে। এছাড়া এস বিম প্রযুক্তির মাধ্যমে অন্যান্য স্যামসাং ডিভাইসের সঙ্গে এটির তথ্য আদান-প্রদানের সুবিধা থাকছে। স্যামসাংয়ের অ্যাপ স্টোরের কিছু অ্যাপ বিল্ট ইন হিসেবে এ ডিভাইসে রাখা হয়েছে। স্যামসাং কাইস, চ্যাটঅন এবং গুগলের কিছু অ্যাপও রয়েছে এ ডিভাইসে।
সাদা ও নীল এ দুই রঙে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে। ডিভাইসটির দাম এখনো নির্দিষ্ট করে জানায়নি প্রতিষ্ঠানটি। তবে এর দাম গ্যালাক্সি ইয়াংয়ের মতোই হবে ।

Photo: গ্যালাক্সি ফেম প্রদর্শন করল স্যামসাং -

গ্যালাক্সি ইয়াংয়ের মতো আরো একটি বাজেটবান্ধব স্মার্টফোন প্রদর্শন করল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। ইয়াংয়ের আদলে স্মার্টফোনটি তৈরি করা হলেও এটির যন্ত্রাংশ আরো উন্নত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 
অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমচালিত গ্যালাক্সি ফেমের ডিসপ্লে ৩ দশমিক ৫ ইঞ্চি। এ ডিসপ্লেতে হাই ডেফিনিশনের ভিডিও দেখা যাবে। এটির ওজন ১২০ গ্রামের কিছু বেশি। পেছনে এলইডি ফ্ল্যাশের ৫ মেগাপিক্সেল এবং সামনে একটি ভিজিএ ক্যামেরা রাখা হয়েছে।
১ গিগাহার্টজের প্রসেসর ও ৫১২ মেগাবাইটের কিছু কম র্যাম গ্যালাক্সি ফেমে। এর অভ্যন্তরীণ তথ্য ধারণক্ষমতা ৪ গিগাবাইট। এছাড়া মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এ ক্ষমতা ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি ও এনএফসি সুবিধা রাখা হয়েছে এ স্মার্টফোনে। এছাড়া এস বিম প্রযুক্তির মাধ্যমে অন্যান্য স্যামসাং ডিভাইসের সঙ্গে এটির তথ্য আদান-প্রদানের সুবিধা থাকছে। স্যামসাংয়ের অ্যাপ স্টোরের কিছু অ্যাপ বিল্ট ইন হিসেবে এ ডিভাইসে রাখা হয়েছে। স্যামসাং কাইস, চ্যাটঅন এবং গুগলের কিছু অ্যাপও রয়েছে এ ডিভাইসে। 
সাদা ও নীল এ দুই রঙে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে। ডিভাইসটির দাম এখনো নির্দিষ্ট করে জানায়নি প্রতিষ্ঠানটি। তবে এর দাম গ্যালাক্সি ইয়াংয়ের মতোই হবে ।

It News BD 24/7

শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৩

***** Nokia N97 *****

For Sell !!!
Price : 8,000 BD taka only.
Model : Nokia N97 3G - 5MP Camera with flash (32 GB Internal memory)
Used : 1 Year (Maid in Finland)
Color : White
Cont. No. 01672999177
Selling area : Motijheel

Note : Every Publicity 300 taka from this page.
# Pay korar jonno Message box a jogajog korun.
# Product Price negotiation ar bepar a admin kisu boltay parbe na, direct call dia jogajog korun.

It News BD 24/7
Like · ·