শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩

অবমুক্ত হল এভিজি এর সর্বশেষ ভার্সন "এভিজি ২০১৪" উইন্ডোজ ৮.১ সাপোর্ট , নতুন ইউজার ইন্টারফেস সহ এতে যুক্ত হয়েছে আরও কিছু ফিচার !

অবমুক্ত হল এভিজি এর সর্বশেষ ভার্সন "এভিজি ২০১৪" উইন্ডোজ ৮.১ সাপোর্ট , নতুন ইউজার ইন্টারফেস সহ এতে যুক্ত হয়েছে আরও কিছু ফিচার !

অফিসিয়াল সাইট : www.avg.com
Photo: অবমুক্ত হল এভিজি এর সর্বশেষ ভার্সন "এভিজি ২০১৪" উইন্ডোজ ৮.১ সাপোর্ট , নতুন ইউজার ইন্টারফেস সহ এতে যুক্ত হয়েছে আরও কিছু ফিচার !

অফিসিয়াল সাইট :  www.avg.com

স্যামসাং আনলো ৩ গিগা র‌্যাম ও অক্টা-কোর প্রসেসরের গ্যালাক্সি নোট ৩ -


ইউরোপের সবচেয়ে বড় প্রযুক্তি আয়োজন আইএফএ ২০১৩-তে স্যামসাং “আনপ্যাকড” নামে এক প্রেস কনফারেন্সে তাদের নতুন কয়েকটি ডিভাইস উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে গ্যালাক্সি নোট ৩, গ্যালাক্সি নোট ১০.১-এর ২০১৪ এডিশন এবং স্যামসাং-এর প্রথম অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন, গ্যালাক্সি গিয়ার।

স্যামসাং তাদের গ্যালাক্সি নোট ৩ ডিজাইন করেছে আগের চেয়ে পাতলা অথচ আরও বড় ডিসপ্লে দিয়ে। সামনা-সামনি অনেকটা আগের প্রজন্মের গ্যালাক্সি নোট-এর মতো দেখা গেলেও স্যামসাং এর ডিজাইনে অনেকটাই পরিবর্তন এনেছে। স্ক্রিনের আকার গ্যালাক্সি নোট ২-এর ৫.৩ ইঞ্চি থেকে বেড়ে ৫.৭ ইঞ্চি করা হয়েছে। অথচ এর ওজন কমে হয়েছে মাত্র ১৬৮ গ্রাম, যা নোট ২ থেকে ১ মিলিমিটার পাতলা।

(আরও পড়ুনঃ স্যামসাং ঘোষণা করলো তাদের প্রথম স্মার্টওয়াচ, গ্যালাক্সি গিয়ার)

গ্যালাক্সি নোট ৩-এর দু’টি সংস্করণ রয়েছে। একটি এলটিই ও আরেকটি ৩জি। এলটিই সংস্করণে দেয়া হয়েছে ২.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর এবং ৩জি সংস্করণে রয়েছে ১.৯ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর। দু’টি সংস্করণেই আছে ৩ গিগাবাইট র‌্যাম, ১৩-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা যেটি ৪কে ফরম্যাটের ভিডিও ধারণ করতে পারে বলে দাবি করেছে স্যামসাং।

(আরও পড়ুনঃ স্যামসাং আনছে গ্যালাক্সি নোট ১০.১-এর নতুন ৮-কোরের “২০১৪ সংস্করণ”)

গ্যালাক্সি নোট-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি বড় আকারের ফ্যাবলেট যেটা মাল্টিটাস্কিং-এর জন্য বেশ আরামদায়ক। মাল্টিটাস্কিং আরও সহজ করে তুলতে ‘এয়ার কমান্ড’ নামের একটি লঞ্চার তৈরি করা হয়েছে যেটি গ্যালাক্সি নোট-এর সঙ্গে থাকা এস-পেনের কার্যকারিতা বাড়িয়ে তুলে। এর মধ্যে একটি উদাহরণ হলো এস-পেন ব্যবহার করে নম্বর লিখে রাখা ও পরবর্তীতে সফটওয়্যার ব্যবহার করে সেসব নম্বর সেইভ করা বা সরাসরি কল করা।

নতুন গ্যালাক্সি নোট ৩-এর দাম সংক্রান্ত কোনো তথ্য জানানো না হলেও সেপ্টেম্বরের ২৫ তারিখে বিশ্বের ১৪৯টি দেশে এবং পরবর্তী মাসে সারা বিশ্বে এই ডিভাইসটি অবমুক্ত হবে বলে জানিয়েছে স্যামসাং। যুক্তরাষ্ট্রে এটিঅ্যান্ডটি, ভেরিজন, টি-মোবাইল, স্প্রিন্ট এবং অন্যান্য মেজর ক্যারিয়ার এই ডিভাইসটি বাজারজাত করবে।

Photo: স্যামসাং আনলো ৩ গিগা র‌্যাম ও অক্টা-কোর প্রসেসরের গ্যালাক্সি নোট ৩ -

ইউরোপের সবচেয়ে বড় প্রযুক্তি আয়োজন আইএফএ ২০১৩-তে স্যামসাং “আনপ্যাকড” নামে এক প্রেস কনফারেন্সে তাদের নতুন কয়েকটি ডিভাইস উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে গ্যালাক্সি নোট ৩, গ্যালাক্সি নোট ১০.১-এর ২০১৪ এডিশন এবং স্যামসাং-এর প্রথম অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন, গ্যালাক্সি গিয়ার।

স্যামসাং তাদের গ্যালাক্সি নোট ৩ ডিজাইন করেছে আগের চেয়ে পাতলা অথচ আরও বড় ডিসপ্লে দিয়ে। সামনা-সামনি অনেকটা আগের প্রজন্মের গ্যালাক্সি নোট-এর মতো দেখা গেলেও স্যামসাং এর ডিজাইনে অনেকটাই পরিবর্তন এনেছে। স্ক্রিনের আকার গ্যালাক্সি নোট ২-এর ৫.৩ ইঞ্চি থেকে বেড়ে ৫.৭ ইঞ্চি করা হয়েছে। অথচ এর ওজন কমে হয়েছে মাত্র ১৬৮ গ্রাম, যা নোট ২ থেকে ১ মিলিমিটার পাতলা।

(আরও পড়ুনঃ স্যামসাং ঘোষণা করলো তাদের প্রথম স্মার্টওয়াচ, গ্যালাক্সি গিয়ার)

গ্যালাক্সি নোট ৩-এর দু’টি সংস্করণ রয়েছে। একটি এলটিই ও আরেকটি ৩জি। এলটিই সংস্করণে দেয়া হয়েছে ২.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর এবং ৩জি সংস্করণে রয়েছে ১.৯ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর। দু’টি সংস্করণেই আছে ৩ গিগাবাইট র‌্যাম, ১৩-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা যেটি ৪কে ফরম্যাটের ভিডিও ধারণ করতে পারে বলে দাবি করেছে স্যামসাং।

(আরও পড়ুনঃ স্যামসাং আনছে গ্যালাক্সি নোট ১০.১-এর নতুন ৮-কোরের “২০১৪ সংস্করণ”)

গ্যালাক্সি নোট-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি বড় আকারের ফ্যাবলেট যেটা মাল্টিটাস্কিং-এর জন্য বেশ আরামদায়ক। মাল্টিটাস্কিং আরও সহজ করে তুলতে ‘এয়ার কমান্ড’ নামের একটি লঞ্চার তৈরি করা হয়েছে যেটি গ্যালাক্সি নোট-এর সঙ্গে থাকা এস-পেনের কার্যকারিতা বাড়িয়ে তুলে।  এর মধ্যে একটি উদাহরণ হলো এস-পেন ব্যবহার করে নম্বর লিখে রাখা ও পরবর্তীতে সফটওয়্যার ব্যবহার করে সেসব নম্বর সেইভ করা বা সরাসরি কল করা।

নতুন গ্যালাক্সি নোট ৩-এর দাম সংক্রান্ত কোনো তথ্য জানানো না হলেও সেপ্টেম্বরের ২৫ তারিখে বিশ্বের ১৪৯টি দেশে এবং পরবর্তী মাসে সারা বিশ্বে এই ডিভাইসটি অবমুক্ত হবে বলে জানিয়েছে স্যামসাং। যুক্তরাষ্ট্রে এটিঅ্যান্ডটি, ভেরিজন, টি-মোবাইল, স্প্রিন্ট এবং অন্যান্য মেজর ক্যারিয়ার এই ডিভাইসটি বাজারজাত করবে।

কিউবি-বাংলালায়ন প্রতারণা, আপনার মতামত দিন -

বাংলাদেশের ইন্টারনেট সেবার মান উন্নয়নে আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য ধন্যবাদ।

নিচের লিংকটি ফেসবুক, ইমেইল ও বিভিন্ন ওয়েবসাইটটে শেয়ার করে অন্যদের কেউ মতামত প্রদানে উৎসাহিত করুন।

https://docs.google.com/forms/d/1b9p4NBsyeiZQSLum3Egq4WJ1J6wmN9OFwHM5G8-pHew/viewform

Photo: কিউবি-বাংলালায়ন প্রতারণা, আপনার মতামত দিন -

বাংলাদেশের ইন্টারনেট সেবার মান উন্নয়নে আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য ধন্যবাদ।

নিচের লিংকটি ফেসবুক, ইমেইল ও বিভিন্ন ওয়েবসাইটটে শেয়ার করে অন্যদের কেউ মতামত প্রদানে উৎসাহিত করুন।

https://docs.google.com/forms/d/1b9p4NBsyeiZQSLum3Egq4WJ1J6wmN9OFwHM5G8-pHew/viewform

যে কারণে মানুষ বিলুপ্ত হতে পারে


‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই’। যুগ যুগ ধরে সব মানুষের চাওয়া তাই। কিন্তু এই চাওয়া ছাপিয়ে প্রশ্ন উঠছে আমরা কী বিলুপ্তির দ্বারপ্রান্তে? কী সেই কারণ, যার জন্য নিশ্চিহ্ন হতে পারে মানবসভ্যতা? বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে সেই অজানা তথ্য।
মানুষের জন্য হুমকির সবচেয়ে ভীতিকর কারণগুলো অনুসন্ধান করছে আন্তর্জাতিক গবেষকদের একটি দল। তাদের গবেষণায় উঠে এসেছে দুর্যোগ আর প্রযুক্তির অপব্যবহারের আশঙ্কার কথা। গবেষকেরা বলছেন, বিশ্বের ইতিহাসে এটাই প্রথম শতাব্দী, যখন মানুষের অস্তিত্বের সংকট সবচেয়ে বেশি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিউচার অব হিউম্যানিটি ইনস্টিটিউটে গবেষকেরা এ গবেষণা করছেন। মানবসভ্যতা টিকিয়ে রাখতে আন্তর্জাতিক নীতিনির্ধারকদের বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যুক্তি দেন তাঁরা। গবেষক নিক বসট্রোম জানিয়েছেন, আমরা যদি ভুল করে বসি, তবে এটাই হতে পারে মানুষের জন্য শেষ শতাব্দী।

মানুষের জন্য সবচেয়ে হুমকি
গবেষকেরা বলছেন, মানুষের বিপদ ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ থেকে। মহামারি বা বড় ধরনের দুর্যোগের কবলে পড়ে মানবসভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। তবে আশার কথা হচ্ছে, মানুষ প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে সব সময় লড়ে টিকে থেকেছে। তাই দুর্যোগে মানুষের একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা কম। এ ছাড়া আগামী এক শতাব্দীর মধ্যে ভয়াবহ উল্কাপাত বা আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের আশঙ্কা নেই।
গবেষকেরা জানান, গত শতকে দুটি বিশ্বযুদ্ধ, পারমাণবিক বোমা ও মারাত্মক ভাইরাসের ধকল কাটিয়ে মানুষ অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে। কিন্তু আধুনিক প্রযুক্তির অপব্যবহার সবচেয়ে বড় আশঙ্কার কথা। প্রযুক্তির ভয়াবহতা সম্পর্কে অনিভজ্ঞ বর্তমান মানুষের ভবিষ্যত্ এখন হুমকির মুখে।

অভিজ্ঞতাবিহীন চালক
প্রযুক্তির দ্রুত অগ্রগতির সম্ভাব্য পরিণতির নিয়ন্ত্রণ মানুষের সক্ষমতার বাইরে চলে গেছে। শিশুর হাতে ভয়ংকর অস্ত্র উঠে এলে যেমন ভয়ের, আধুনিক প্রযুক্তি বর্তমান বিশ্বে মানবসভ্যতার টিকে থাকার ক্ষেত্রে তেমন ঝুঁকির সৃষ্টি করেছে। অক্সফোর্ডের গবেষক নিক বসট্রোম জানান, আগামী শতাব্দীতে আমাদের হুমকি আসতে পারে সিনথেটিক বায়োলজি, ন্যানোটেকনোলজি ও যান্ত্রিক বুদ্ধিমত্তার অপরিমিত গবেষণা থেকে। চিকিত্সাক্ষেত্রে বড় সম্ভাবনার কথা জানানো মানুষের জিন প্রকৌশল ভবিতব্য নিয়ে বড়ই দুশ্চিন্তা তাঁর। তিনি মনে করেন, ন্যানোটেকনোলজি থেকেও আসতে পারে বিপদ। ন্যানোটেকনোলজির অপব্যবহারে বিশাল ধ্বংসযজ্ঞ চালিয়ে মানব সভ্যতা নিশ্চিহ্ন হওয়ার ঝুঁকি অনেক বেশি। ন্যানোটেকনোলজির অব্যবহার রোধ করা এখন দেশে দেশে চ্যালেঞ্জ। হুমকির আরেক নাম কৃত্রিম বুদ্ধিমান যন্ত্র। যন্ত্র-অনিভজ্ঞ মানুষের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমান যন্ত্রের আচরণ থেকেও সমূহ বিপদের আশঙ্কা করছেন গবেষকেরা।

সিদ্ধান্তে বিবেচনা-অবিবেচনা
প্রযুক্তির ব্যবহারে কখনো ইচ্ছাকৃত ধ্বংস জাগানোর মতো ঘটনা ঘটাতে পারে অবিবেচক কোনো ক্ষমতাধর। আবার অনিচ্ছাকৃত ভুল সিদ্ধান্তও মানবসভ্যতার জন্য ভয়াবহ হুমকি হয়ে দেখা দিতে পারে। জিন পরিবর্তন করে মানুষের ক্ষমতাকে ভুল পথে নিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। গবেষকেরা বলছেন, আমাদের হাতে থাকা অসীম ক্ষমতাধর প্রযুক্তি-যন্ত্র আমাদের অত্যন্ত সচেতনভাবে পরিচালনা করা উচিত। আমাদের জানার বাইরে যেসব প্রযুক্তি, সে সব ব্যবহারে সচেতনতা গুরুত্বপূর্ণ।

যন্ত্র যদি বুদ্ধিমান হয়ে ওঠে
মানুষ নিজের সুবিধার জন্য যন্ত্রের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পরীক্ষা করেছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমান যন্ত্র-মানব মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। গবেষকেরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে কম্পিউটার বা যন্ত্র-মানব নিজস্ব বুদ্ধিমত্তা ব্যবহার করে আরও শক্তিশালী যন্ত্র-মানব প্রজন্ম তৈরি করতে সক্ষম হবে। তারা নিজে নিজেকে নতুন করে তৈরি করে নিতে পারবে। কৃত্রিম বুদ্ধিমানদের বুদ্ধিবৃত্তি মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে চলে গেলে মানবসভ্যতার টিকে থাকার পক্ষে বড় হুমকি হয়ে দেখা দেবে।
এ প্রসঙ্গে গুগলের সাবেক একজন কর্মকর্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ মি. ডেউই বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে ক্ষুদ্র যন্ত্রগুলোকে বেশি ক্ষমতাসম্পন্ন করে তুলছে। ভবিষ্যতে বায়ো টেকনোলজি ও ন্যানোটেকনোলজি কাজে লাগিয়ে এমন কোনো কৃত্রিম বুদ্ধিমান তৈরি হতে পারে, যা মানুষের টিকে থাকার জন্য ভয়ানক হুমকি হয়ে দাঁড়াবে।

অনিচ্ছাকৃত ভুল, নাকি ইচ্ছাকৃত সন্ত্রাস?
রয়্যাল সোসাইটির সাবেক প্রেসিডেন্ট জ্যোতির্বিদ লর্ড রিজ ‘সিনথেটিক বায়োলজি’ নিয়ে তাঁর দুশ্চিন্তার কথা জানান। তাঁর মতে, নতুন প্রযুক্তির উন্নয়নের সঙ্গে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার ঝুঁকিও বাড়ছে। আমাদের মধ্যে সহনশীলতার অভাব, জৈবপ্রযুক্তির অদূরদর্শী ব্যবহার আমাদের জন্য বিপদ ডেকে আনছে। বর্তমান বিশ্বে অনিচ্ছাকৃত ভুলের পাশাপাশি এখন বেড়ে গেছে ইচ্ছাকৃত সন্ত্রাসী কার্যক্রম।
অক্সফোর্ডের গবেষকদের মতে, প্রযুক্তির ব্যবহার ও আমাদের বোঝাপড়ার মধ্যে সত্যিকারের একটি দূরত্ব থেকে গেছে। এখনো আমাদের দায়িত্ব নিয়ে ভাবনা শিশুর পর্যায়ে। আমাদের অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়ানো বিপদগুলো নিয়ে আমরা মোটেও প্রস্তুত নই। আমাদের টিকে থাকতে হলে সহনশীল হতে হবে, প্রযুক্তির ওপর মানুষের নিয়ন্ত্রণ থাকতে হবে।

Photo: যে কারণে মানুষ বিলুপ্ত হতে পারে -

‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই’। যুগ যুগ ধরে সব মানুষের চাওয়া তাই। কিন্তু এই চাওয়া ছাপিয়ে প্রশ্ন উঠছে আমরা কী বিলুপ্তির দ্বারপ্রান্তে? কী সেই কারণ, যার জন্য নিশ্চিহ্ন হতে পারে মানবসভ্যতা? বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে সেই অজানা তথ্য।
মানুষের জন্য হুমকির সবচেয়ে ভীতিকর কারণগুলো অনুসন্ধান করছে আন্তর্জাতিক গবেষকদের একটি দল। তাদের গবেষণায় উঠে এসেছে দুর্যোগ আর প্রযুক্তির অপব্যবহারের আশঙ্কার কথা। গবেষকেরা বলছেন, বিশ্বের ইতিহাসে এটাই প্রথম শতাব্দী, যখন মানুষের অস্তিত্বের সংকট সবচেয়ে বেশি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিউচার অব হিউম্যানিটি ইনস্টিটিউটে গবেষকেরা এ গবেষণা করছেন। মানবসভ্যতা টিকিয়ে রাখতে আন্তর্জাতিক নীতিনির্ধারকদের বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যুক্তি দেন তাঁরা। গবেষক নিক বসট্রোম জানিয়েছেন, আমরা যদি ভুল করে বসি, তবে এটাই হতে পারে মানুষের জন্য শেষ শতাব্দী।

মানুষের জন্য সবচেয়ে হুমকি
গবেষকেরা বলছেন, মানুষের বিপদ ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ থেকে। মহামারি বা বড় ধরনের দুর্যোগের কবলে পড়ে মানবসভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। তবে আশার কথা হচ্ছে, মানুষ প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে সব সময় লড়ে টিকে থেকেছে। তাই দুর্যোগে মানুষের একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা কম। এ ছাড়া আগামী এক শতাব্দীর মধ্যে ভয়াবহ উল্কাপাত বা আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের আশঙ্কা নেই।
গবেষকেরা জানান, গত শতকে দুটি বিশ্বযুদ্ধ, পারমাণবিক বোমা ও মারাত্মক ভাইরাসের ধকল কাটিয়ে মানুষ অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে। কিন্তু আধুনিক প্রযুক্তির অপব্যবহার সবচেয়ে বড় আশঙ্কার কথা। প্রযুক্তির ভয়াবহতা সম্পর্কে অনিভজ্ঞ বর্তমান মানুষের ভবিষ্যত্ এখন হুমকির মুখে।

অভিজ্ঞতাবিহীন চালক
প্রযুক্তির দ্রুত অগ্রগতির সম্ভাব্য পরিণতির নিয়ন্ত্রণ মানুষের সক্ষমতার বাইরে চলে গেছে। শিশুর হাতে ভয়ংকর অস্ত্র উঠে এলে যেমন ভয়ের, আধুনিক প্রযুক্তি বর্তমান বিশ্বে মানবসভ্যতার টিকে থাকার ক্ষেত্রে তেমন ঝুঁকির সৃষ্টি করেছে। অক্সফোর্ডের গবেষক নিক বসট্রোম জানান, আগামী শতাব্দীতে আমাদের হুমকি আসতে পারে সিনথেটিক বায়োলজি, ন্যানোটেকনোলজি ও যান্ত্রিক বুদ্ধিমত্তার অপরিমিত গবেষণা থেকে। চিকিত্সাক্ষেত্রে বড় সম্ভাবনার কথা জানানো মানুষের জিন প্রকৌশল ভবিতব্য নিয়ে বড়ই দুশ্চিন্তা তাঁর। তিনি মনে করেন, ন্যানোটেকনোলজি থেকেও আসতে পারে বিপদ। ন্যানোটেকনোলজির অপব্যবহারে বিশাল ধ্বংসযজ্ঞ চালিয়ে মানব সভ্যতা নিশ্চিহ্ন হওয়ার ঝুঁকি অনেক বেশি। ন্যানোটেকনোলজির অব্যবহার রোধ করা এখন দেশে দেশে চ্যালেঞ্জ। হুমকির আরেক নাম কৃত্রিম বুদ্ধিমান যন্ত্র। যন্ত্র-অনিভজ্ঞ মানুষের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমান যন্ত্রের আচরণ থেকেও সমূহ বিপদের আশঙ্কা করছেন গবেষকেরা।

সিদ্ধান্তে বিবেচনা-অবিবেচনা
প্রযুক্তির ব্যবহারে কখনো ইচ্ছাকৃত ধ্বংস জাগানোর মতো ঘটনা ঘটাতে পারে অবিবেচক কোনো ক্ষমতাধর। আবার অনিচ্ছাকৃত ভুল সিদ্ধান্তও মানবসভ্যতার জন্য ভয়াবহ হুমকি হয়ে দেখা দিতে পারে। জিন পরিবর্তন করে মানুষের ক্ষমতাকে ভুল পথে নিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। গবেষকেরা বলছেন, আমাদের হাতে থাকা অসীম ক্ষমতাধর প্রযুক্তি-যন্ত্র আমাদের অত্যন্ত সচেতনভাবে পরিচালনা করা উচিত। আমাদের জানার বাইরে যেসব প্রযুক্তি, সে সব ব্যবহারে সচেতনতা গুরুত্বপূর্ণ।

যন্ত্র যদি বুদ্ধিমান হয়ে ওঠে
মানুষ নিজের সুবিধার জন্য যন্ত্রের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পরীক্ষা করেছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমান যন্ত্র-মানব মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। গবেষকেরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে কম্পিউটার বা যন্ত্র-মানব নিজস্ব বুদ্ধিমত্তা ব্যবহার করে আরও শক্তিশালী যন্ত্র-মানব প্রজন্ম তৈরি করতে সক্ষম হবে। তারা নিজে নিজেকে নতুন করে তৈরি করে নিতে পারবে। কৃত্রিম বুদ্ধিমানদের বুদ্ধিবৃত্তি মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে চলে গেলে মানবসভ্যতার টিকে থাকার পক্ষে বড় হুমকি হয়ে দেখা দেবে।
এ প্রসঙ্গে গুগলের সাবেক একজন কর্মকর্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ মি. ডেউই বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে ক্ষুদ্র যন্ত্রগুলোকে বেশি ক্ষমতাসম্পন্ন করে তুলছে। ভবিষ্যতে বায়ো টেকনোলজি ও ন্যানোটেকনোলজি কাজে লাগিয়ে এমন কোনো কৃত্রিম বুদ্ধিমান তৈরি হতে পারে, যা মানুষের টিকে থাকার জন্য ভয়ানক হুমকি হয়ে দাঁড়াবে।

অনিচ্ছাকৃত ভুল, নাকি ইচ্ছাকৃত সন্ত্রাস?
রয়্যাল সোসাইটির সাবেক প্রেসিডেন্ট জ্যোতির্বিদ লর্ড রিজ ‘সিনথেটিক বায়োলজি’ নিয়ে তাঁর দুশ্চিন্তার কথা জানান। তাঁর মতে, নতুন প্রযুক্তির উন্নয়নের সঙ্গে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার ঝুঁকিও বাড়ছে। আমাদের মধ্যে সহনশীলতার অভাব, জৈবপ্রযুক্তির অদূরদর্শী ব্যবহার আমাদের জন্য বিপদ ডেকে আনছে। বর্তমান বিশ্বে অনিচ্ছাকৃত ভুলের পাশাপাশি এখন বেড়ে গেছে ইচ্ছাকৃত সন্ত্রাসী কার্যক্রম।
অক্সফোর্ডের গবেষকদের মতে, প্রযুক্তির ব্যবহার ও আমাদের বোঝাপড়ার মধ্যে সত্যিকারের একটি দূরত্ব থেকে গেছে। এখনো আমাদের দায়িত্ব নিয়ে ভাবনা শিশুর পর্যায়ে। আমাদের অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়ানো বিপদগুলো নিয়ে আমরা মোটেও প্রস্তুত নই। আমাদের টিকে থাকতে হলে সহনশীল হতে হবে, প্রযুক্তির ওপর মানুষের নিয়ন্ত্রণ থাকতে হবে।

মহাকাশে রোবট !



আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে (আইএসএস) অবস্থানরত এই রোবটের নাম কিরোবো। শব্দ উচ্চারণ করতে পারে এমন রোবট মহাকাশে এই প্রথম। সেখানে প্রথমবারের মতো শব্দ উচ্চারণ করে গত ২১ আগস্ট এটি ইতিহাস গড়ে। মানুষের আকৃতির এই অ্যান্ড্রয়েডটি (রোবট) জাপানের তৈরি। কিরোবোর ভর প্রায় এক কেজি, আর উচ্চতা ৩৪ সেন্টিমিটার। নভোচারীদের সঙ্গী হিসেবে মহাশূন্যে একটি যান্ত্রিক অস্তিত্বের কার্যকারিতা যাচাইয়ের জন্যই মূলত কিরোবোকে আইএসএসে পাঠায় জাপান। ছবিটি গত বুধবার প্রকাশ করা হয়েছে।

Photo: মহাকাশে রোবট !

আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে (আইএসএস) অবস্থানরত এই রোবটের নাম কিরোবো। শব্দ উচ্চারণ করতে পারে এমন রোবট মহাকাশে এই প্রথম। সেখানে প্রথমবারের মতো শব্দ উচ্চারণ করে গত ২১ আগস্ট এটি ইতিহাস গড়ে। মানুষের আকৃতির এই অ্যান্ড্রয়েডটি (রোবট) জাপানের তৈরি। কিরোবোর ভর প্রায় এক কেজি, আর উচ্চতা ৩৪ সেন্টিমিটার। নভোচারীদের সঙ্গী হিসেবে মহাশূন্যে একটি যান্ত্রিক অস্তিত্বের কার্যকারিতা যাচাইয়ের জন্যই মূলত কিরোবোকে   আইএসএসে পাঠায় জাপান। ছবিটি গত বুধবার প্রকাশ করা হয়েছে।

Samsung Galaxy Gear -



• 1.63-inch, 320×320 display
• Stainless steel body
• Snap-on, proprietary USB 3.0 charger
• 800MHz Exynos single-core processor
• Bluetooth 4.0 LE
• Compatible with new Galaxy devices, previous gen Galaxy support coming soon
• Around 1 day of use
• 4GB of onboard storage
• Ships in September (October for U.S.)
• 1.9 megapixel camera, 720p video recording, speaker + 2 mics
• Gyroscope and accelerometer for workout tracking

Price will be around $300 !

Photo: Samsung Galaxy Gear -

• 1.63-inch, 320×320 display
• Stainless steel body
• Snap-on, proprietary USB 3.0 charger
• 800MHz Exynos single-core processor
• Bluetooth 4.0 LE
• Compatible with new Galaxy devices, previous gen Galaxy support coming soon
• Around 1 day of use
• 4GB of onboard storage
• Ships in September (October for U.S.)
• 1.9 megapixel camera, 720p video recording, speaker + 2 mics
• Gyroscope and accelerometer for workout tracking

Price will be around $300 !

Sony SmartWatch 2 (Coming soon)



The world’s first Android-compatible SmartWatch with One-touch NFC
• Bluetooth 3.0
• Android release: 4.0 and later
• Charging with micro USB
• Water resistant IP57
• Transflective LCD 1.6”
• Materials: aluminium (body) and silicon wristband or metal stainless steel
• Pixels: 220x176

Price will be around $250 in US.

Photo: Sony SmartWatch 2  (Coming soon)

The world’s first Android-compatible SmartWatch with One-touch NFC
• Bluetooth 3.0
• Android release: 4.0 and later
• Charging with micro USB
• Water resistant IP57
• Transflective LCD 1.6”
• Materials: aluminium (body) and silicon wristband or metal stainless steel
• Pixels: 220x176

Price will be around $250 in US.

Asus এনেছে এবার Transformer Book Trio – একের ভিতর তিন !



IFA তে Samsung ছিল একমাত্র Showcasing ডিভাইস। তবে সেটা আর নয়। এবার ASUS ও জায়গা করে নিয়েছে Samsung এর সাথে যা এবার টক্কর দিবে সামসাং এর সাথে। কারন Asus এবার এনেছে নতুন একটি ডিভাইস যার ভিতরে থাকছে তিনটি সুবিধা। তা হলো Windows notebook,Android tablet & Desktop PC . ভাবতেই ভালো লাগছে কারন একটি ডিভাইস এর ভিতরেই এখন সব কিছু করতে পারবো। Asus ডিভাইস টির নামকরন করেন Transformer Book Trio এবং এই ডিভাইস টি দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এতে থাকছে একটি ট্যাবলেট ও কিবোর্ড প্যাড যাতে ডেস্কটপ এর জন্যে দ্বিতীয় প্রসেসর টি ষ্টোর করা হয়েছে। তাহলে চলুন দেখি ডিভাইস টির সম্পূর্ণ ডিটেইলস ও কিছু ছবি।

এক্সট্রা কিবোর্ড প্যাড টি ছাড়া এই ডিভাইস টি নরমাল এন্ড্রয়েড ট্যাব হিসেবে ইউজ করা যাবে এবং কিবোর্ড প্যাড এর সাথে ডিভাইস টি Android 4.2ও Windows 8 হিসেবে ইউজ করতে পারবেন। নরমাল একটি টাচ বাটনের মাদ্ধমে খুব সহজেই আপনি অপারেটিং সিস্টেম মুভ করতে পারবেন। এছারাও ডিভাইস টিতে থাকছে সলিড স্টেট ড্রাইভ মানে SSD এবং যার ডাটা আপনি দুই অপারেটিং এ এক্সচেঞ্জ করতে পারবেন। এছারাও আপনি ডিভাইস টিকে এক্সটারনাল মনিটর এ কানেক্ট করতে পারবেন এমনকি ডেস্কটপ পিসি হিসেবেও ইউজ করতে পারবেন।

যাই হোক, চলুন দেখে নেই ডিভাইসটির Specification -

Display 11.6-inches, 1920 x 1080 Pixel, IPS
Processor Tablet: Intel Atom, 16 GHz, Keyboard: Intel Core (up to an i7)
RAM/Internal Memory Tablet: 2 GB, Keyboard: 4GB / Tablet: 13/32/64 GB, Keyboard: Up to 1 TB
Camera 5 MP (Rear), 720p (Front)
Connectivity Bluetooth 4.0, USB 3.0, Mini DisplayPort, Micro-HDMI, WLAN, microSD
Dimenions Tablet: 304.9 x 193.8 x 9.7 mm, Tastatur: 304.9 x 193.8 x 13.4 mm
WEight Tablet: 700 g, Keyboard: 1 kg
Battery Tablet: 19 Wh, Keyboard: 33 Wh
Operating System Android 4.2.2 Jelly Bean, Windows 8

Information on price and availability hasn’t been released by Asus yet, so when it becomes available, we’ll update the article accordingly.

Video : http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Cyury_Ht-Fg

Photo: Asus এনেছে এবার Transformer Book Trio – একের ভিতর তিন !

IFA তে Samsung ছিল একমাত্র Showcasing ডিভাইস। তবে সেটা আর নয়। এবার ASUS ও জায়গা করে নিয়েছে Samsung এর সাথে যা এবার  টক্কর দিবে সামসাং এর সাথে। কারন Asus এবার এনেছে নতুন একটি ডিভাইস যার ভিতরে থাকছে তিনটি সুবিধা। তা হলো Windows notebook,Android tablet & Desktop PC . ভাবতেই ভালো লাগছে কারন একটি ডিভাইস এর ভিতরেই এখন সব কিছু করতে পারবো। Asus ডিভাইস টির নামকরন করেন Transformer Book Trio এবং এই ডিভাইস টি দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এতে থাকছে একটি ট্যাবলেট ও কিবোর্ড প্যাড যাতে ডেস্কটপ এর জন্যে দ্বিতীয় প্রসেসর টি ষ্টোর করা হয়েছে। তাহলে চলুন দেখি ডিভাইস টির সম্পূর্ণ ডিটেইলস ও কিছু ছবি।

এক্সট্রা কিবোর্ড প্যাড টি ছাড়া এই ডিভাইস টি নরমাল এন্ড্রয়েড ট্যাব হিসেবে ইউজ করা যাবে এবং কিবোর্ড প্যাড এর সাথে ডিভাইস টি Android 4.2ও  Windows 8 হিসেবে ইউজ করতে পারবেন। নরমাল একটি টাচ বাটনের মাদ্ধমে খুব সহজেই আপনি অপারেটিং সিস্টেম মুভ করতে পারবেন। এছারাও ডিভাইস টিতে থাকছে সলিড স্টেট ড্রাইভ মানে SSD  এবং যার ডাটা আপনি দুই অপারেটিং এ এক্সচেঞ্জ করতে পারবেন। এছারাও আপনি  ডিভাইস টিকে এক্সটারনাল মনিটর এ কানেক্ট করতে পারবেন এমনকি ডেস্কটপ পিসি হিসেবেও ইউজ করতে পারবেন।

যাই হোক, চলুন দেখে নেই ডিভাইসটির Specification -

Display 	11.6-inches, 1920 x 1080 Pixel, IPS
Processor 	Tablet: Intel Atom, 16 GHz, Keyboard: Intel Core (up to an i7) 
RAM/Internal Memory 	Tablet: 2 GB, Keyboard: 4GB / Tablet: 13/32/64 GB, Keyboard: Up to 1 TB
Camera 	5 MP (Rear), 720p (Front)
Connectivity 	Bluetooth 4.0, USB 3.0, Mini DisplayPort, Micro-HDMI, WLAN, microSD
Dimenions 	Tablet: 304.9 x 193.8 x 9.7 mm, Tastatur: 304.9 x 193.8 x 13.4 mm
WEight 	Tablet: 700 g, Keyboard: 1 kg
Battery 	Tablet: 19 Wh, Keyboard: 33 Wh
Operating System 	Android 4.2.2 Jelly Bean, Windows 8

Information on price and availability hasn’t been released by Asus yet, so when it becomes available, we’ll update the article accordingly.

Video : http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Cyury_Ht-Fg

বাংলালিংক নতুন সংযোগ নিন !

এখন নতুন বাংলালিংক সংযোগ মাত্র ১৩৮ টাকায়।
নতুন সংযোগ কিনে যেকোনো নাম্বারে উপভোগ করুন মাত্র ১০ পয়সা/ ১০ সেকেন্ড, দিনরাত ২৪ ঘন্টা আর একটি বাংলালিংক নাম্বারে ৪.১৭ পয়সা/ ১০ সেকেন্ড দিনরাত ২৪ ঘন্টা। আর এসএমএস করতে পারবেন মাত্র ২০ পয়সা রেট এ। মাত্র ১৯ টাকা রিচার্জ-এ এই অফার উপভোগ করুন।

Photo: বাংলালিংক নতুন সংযোগ নিন !

এখন নতুন বাংলালিংক সংযোগ মাত্র ১৩৮ টাকায়। 
নতুন সংযোগ কিনে যেকোনো নাম্বারে উপভোগ করুন মাত্র ১০ পয়সা/ ১০ সেকেন্ড, দিনরাত ২৪ ঘন্টা আর একটি বাংলালিংক নাম্বারে ৪.১৭ পয়সা/ ১০ সেকেন্ড দিনরাত ২৪ ঘন্টা। আর এসএমএস করতে পারবেন মাত্র ২০ পয়সা রেট এ। মাত্র ১৯ টাকা রিচার্জ-এ এই অফার উপভোগ করুন।

বাংলালিংক সংযোগে ১০০% বোনাস অফার

বাংলালিংক সংযোগে ১০০% বোনাস অফার !

যত ব্যবহার তত বোনাস। সেপ্টেম্বর মাসে, আগস্ট মাস থেকে যত বেশি কথা বলবেন, অক্টোবর মাসে তার ওপর ১০০% বোনাস।

অফারটি উপভোগ করতে এখনই মাত্র ২২ টাকা রিচার্জ করুন।

অফারের বিস্তারিত -
এই অফারটি ২৫ আগস্ট ২০১৩-এর আগে চালু করা সকল বাংলালিংক সংযোগের ক্ষেত্রে (পোস্ট-পেইড ৫০০, পোস্ট-পেইড ১০০০, পোস্ট-পেইড আনলিমিটেড এবং ই-ভাউচার ব্যতীত) প্রযোজ্য।
এই অফারে সেপ্টেম্বর মাসে যে কোন লোকাল কলের ব্যবহার বিবেচনা করা হবে।
সেপ্টেম্বর-এর ব্যবহার আগস্ট থেকে ন্যূনতম ২৫% বেশি হতে হবে।
আগস্ট মাসে কোন ব্যবহার না থাকলেও সেপ্টেম্বর-এ যে কোন পরিমাণ ব্যবহার করলেই এই অফার উপভোগ করা যাবে।
পোস্ট-পেইড গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে সেপ্টেম্বর মাসে ২২ টাকা বিল হিসেবে প্রদান করুন।
আগস্ট মাসের ব্যবহারের পরিমাণ জানতে u টাইপ করে ২০২০ নাম্বারে এসএমএস করুন।
প্রি-পেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা সর্বোচ্চ ৩০০ টাকা এবং পোস্ট-পেইড গ্রাহকরা সর্বোচ্চ ১০০০ টাকার ডিসকাউন্ট/বোনাস টকটাইম পাবেন। অক্টোবর ১০-এ বোনাস টকটাইম আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং প্রাপ্ত বোনাস টকটাইম সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এফএনএফ ব্যতীত যে কোন বাংলালিংক নাম্বারে ব্যবহার করা যাবে, যার মেয়াদ হবে ২ দিন।
১ থেকে ৫ অক্টোবর-এর মধ্যে বাংলালিংক পোস্ট-পেইড গ্রাহকগণ এফএনএফ ব্যতীত যে কোন বাংলালিংক নাম্বারে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবহারের ভিত্তিতে ডিসকাউন্ট/বোনাস পাবেন।
প্রি-পেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকগণ বোনাসের পরিমাণ ও মেয়াদকাল জানতে ডায়াল করুন *১২৪*৩#।
এই অফার সীমিত সময়ের জন্য।

কল সেন্টার নাম্বার : ৭৭৬৬৩ (ফ্রি)
Photo: বাংলালিংক সংযোগে ১০০% বোনাস অফার !

যত ব্যবহার তত বোনাস। সেপ্টেম্বর মাসে, আগস্ট মাস থেকে যত বেশি কথা বলবেন, অক্টোবর মাসে তার ওপর ১০০% বোনাস।

অফারটি উপভোগ করতে এখনই মাত্র ২২ টাকা রিচার্জ করুন।

অফারের বিস্তারিত -
    এই অফারটি ২৫ আগস্ট ২০১৩-এর আগে চালু করা সকল বাংলালিংক সংযোগের ক্ষেত্রে (পোস্ট-পেইড ৫০০, পোস্ট-পেইড ১০০০, পোস্ট-পেইড আনলিমিটেড এবং ই-ভাউচার ব্যতীত) প্রযোজ্য।
    এই অফারে সেপ্টেম্বর মাসে যে কোন লোকাল কলের ব্যবহার বিবেচনা করা হবে।
    সেপ্টেম্বর-এর ব্যবহার আগস্ট থেকে ন্যূনতম ২৫% বেশি হতে হবে।
    আগস্ট মাসে কোন ব্যবহার না থাকলেও সেপ্টেম্বর-এ যে কোন পরিমাণ ব্যবহার করলেই এই অফার উপভোগ করা যাবে।
    পোস্ট-পেইড গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে সেপ্টেম্বর মাসে ২২ টাকা বিল হিসেবে প্রদান করুন।
    আগস্ট মাসের ব্যবহারের পরিমাণ জানতে u টাইপ করে ২০২০ নাম্বারে এসএমএস করুন।
    প্রি-পেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা সর্বোচ্চ ৩০০ টাকা এবং পোস্ট-পেইড গ্রাহকরা সর্বোচ্চ ১০০০ টাকার ডিসকাউন্ট/বোনাস টকটাইম পাবেন। অক্টোবর ১০-এ বোনাস টকটাইম আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং প্রাপ্ত বোনাস টকটাইম সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এফএনএফ ব্যতীত যে কোন বাংলালিংক নাম্বারে ব্যবহার করা যাবে, যার মেয়াদ হবে ২ দিন।
    ১ থেকে ৫ অক্টোবর-এর মধ্যে বাংলালিংক পোস্ট-পেইড গ্রাহকগণ এফএনএফ ব্যতীত যে কোন বাংলালিংক নাম্বারে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবহারের ভিত্তিতে ডিসকাউন্ট/বোনাস পাবেন।
    প্রি-পেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকগণ বোনাসের পরিমাণ ও মেয়াদকাল জানতে ডায়াল করুন *১২৪*৩#।
    এই অফার সীমিত সময়ের জন্য।

কল সেন্টার নাম্বার : ৭৭৬৬৩ (ফ্রি)

প্রিপেইড গ্রাহকদের জন্য গ্রামীণফোন রিচার্জে ১০০% বোনাস !


প্রিপেইড গ্রাহকদের জন্য গ্রামীণফোন নিয়ে এলো দারূন আকর্ষণীয় এক অফার। ৬ই সেপ্টেম্বর ২০১৩ থেকে সকল প্রিপেইড শুধুমাত্র ২২ টাকা রিচার্জ করেই পাবেন ১০০% বোনাস। এই অফার উপভোগ করার জন্য কোন রেজিস্ট্রেশন প্রয়োজন নেই।

এছাড়াও থাকছে অফার চলাকালীন দৈনিক সর্বোচ্চ রিচার্জকারী গ্রাহকের জন্য একটি Samsung Galaxy Grand হ্যান্ডসেট!
অফারের বিস্তারিত

অফারটি ডিজুস, স্মাইল, সহজ, আপন, বন্ধু, স্পন্দন, আমন্ত্রণ, নিশ্চিন্ত এবং একতা প্রিপেইড ১, ২ এর জন্য প্রযোজ্য
কাস্টমারকে একসাথে ২২ টাকা রিচার্জ করতে হবে। বোনাস পেতে শুধুমাত্র ফ্লেক্সিলোড দিয়ে রিচার্জ করতে হবে
কাস্টমার যতবার খুশি ২২ টাকা রিচার্জ করতে পারবেন এবং প্রতিবার রিচার্জে ১০০% বোনাস পাবেন
যদি কোনো কাস্টমার ১০০% রিচার্জ বোনাস চলাকালীন মিনি বান্ডেল/স্মার্ট প্ল্যান কিংবা ২৫ পয়সা অফার ক্যাম্পেইনটি গ্রহণ করেন, সেক্ষেত্রে বান্ডেল মিনিট প্রথমে শেষ হবে
ইমারজেন্সি ব্যালেন্স-এ ব্যবহৃত রিচার্জে এই অফার প্রযোজ্য হবে না
রিচার্জের উপর ভিত্তি করে, কাস্টমার ১০০% বোনাস পাবেন, যা ২৪ ঘন্টা জিপি-জিপি লোকাল ভয়েস কলে ব্যবহার করা যাবে
‘মাই জোন’ ট্যারিফ এই ক্যাম্পেইনের জন্য প্রযোজ্য নয়। বোনাস টাকা শেষ হবার পর ‘মাই জোন’ ট্যারিফ ব্যবহার করা যাবে
বোনাস ২৪ ঘন্টা জিপি-জিপি কলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে (৬০ পয়সা বা তার কম কলের ক্ষেত্রে বোনাস ব্যবহার করা যাবেনা)
যারা জিপি অফার টার্গেট ক্যাম্পেইনে অথবা সর্বশেষ চার্ন ব্যাক ক্যাম্পেইনে অংশ নিয়েছেন, তারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন না
রিচার্জের দিনসহ বোনাসের মেয়াদ ২ দিন
এই অফারটি ৩০ সেপ্টেম্বর’২০১৩ পর্যন্ত চলবে
কাস্টমার সরাসরি *৫৬৬*৮# নম্বরে ডায়াল করে বোনাস সম্পর্কে জানতে পারবে
১৫% ভ্যাট প্রযোজ্য

এছাড়াও থাকছে -
এই ক্যাম্পেইন চলাকালীন, প্রতিদিন সবচেয়ে বেশি (যেকোনো অ্যামাউন্ট) রিচার্জকারী পাবেন একটি করে Samsung GALAXY GRAND জেতার সুযোগ
গ্রামীণফোন হতে একটি এসএমএস এর মাধ্যমে প্রতিদিনের হ্যান্ডসেট বিজয়ীর নাম জানিয়ে দেয়া হবে
বিজয়ী তার হ্যান্ডসেটটি অক্টোবর মাসে বুঝে পাবেন। কোথা থেকে হ্যান্ডসেট নিতে হবে, তা গ্রামীণফোন থেকে জানিয়ে দেয়া হবে

Photo: রিপেইড গ্রাহকদের জন্য গ্রামীণফোন রিচার্জে ১০০% বোনাস !

প্রিপেইড গ্রাহকদের জন্য গ্রামীণফোন নিয়ে এলো দারূন আকর্ষণীয় এক অফার। ৬ই সেপ্টেম্বর ২০১৩ থেকে সকল প্রিপেইড শুধুমাত্র ২২ টাকা রিচার্জ করেই পাবেন ১০০% বোনাস। এই অফার উপভোগ করার জন্য কোন রেজিস্ট্রেশন প্রয়োজন নেই।

এছাড়াও থাকছে অফার চলাকালীন দৈনিক সর্বোচ্চ রিচার্জকারী গ্রাহকের জন্য একটি Samsung Galaxy Grand হ্যান্ডসেট!
অফারের বিস্তারিত

    অফারটি ডিজুস, স্মাইল, সহজ, আপন, বন্ধু, স্পন্দন, আমন্ত্রণ, নিশ্চিন্ত এবং একতা প্রিপেইড ১, ২ এর জন্য প্রযোজ্য
    কাস্টমারকে একসাথে ২২ টাকা রিচার্জ করতে হবে। বোনাস পেতে শুধুমাত্র ফ্লেক্সিলোড দিয়ে রিচার্জ করতে হবে
    কাস্টমার যতবার খুশি ২২ টাকা রিচার্জ করতে পারবেন এবং প্রতিবার রিচার্জে ১০০% বোনাস পাবেন
    যদি কোনো কাস্টমার ১০০% রিচার্জ বোনাস চলাকালীন মিনি বান্ডেল/স্মার্ট প্ল্যান কিংবা ২৫ পয়সা অফার ক্যাম্পেইনটি গ্রহণ করেন, সেক্ষেত্রে বান্ডেল মিনিট প্রথমে শেষ হবে
    ইমারজেন্সি ব্যালেন্স-এ ব্যবহৃত রিচার্জে এই অফার প্রযোজ্য হবে না
    রিচার্জের উপর ভিত্তি করে, কাস্টমার ১০০% বোনাস পাবেন, যা ২৪ ঘন্টা জিপি-জিপি লোকাল ভয়েস কলে ব্যবহার করা যাবে
    ‘মাই জোন’ ট্যারিফ এই ক্যাম্পেইনের জন্য প্রযোজ্য নয়। বোনাস টাকা শেষ হবার পর ‘মাই জোন’ ট্যারিফ ব্যবহার করা যাবে
    বোনাস ২৪ ঘন্টা জিপি-জিপি কলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে (৬০ পয়সা বা তার কম কলের ক্ষেত্রে বোনাস ব্যবহার করা যাবেনা)
    যারা জিপি অফার টার্গেট ক্যাম্পেইনে অথবা সর্বশেষ চার্ন ব্যাক ক্যাম্পেইনে অংশ নিয়েছেন, তারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন না
    রিচার্জের দিনসহ বোনাসের মেয়াদ ২ দিন
    এই অফারটি ৩০ সেপ্টেম্বর’২০১৩ পর্যন্ত চলবে
    কাস্টমার সরাসরি *৫৬৬*৮# নম্বরে ডায়াল করে বোনাস সম্পর্কে জানতে পারবে
    ১৫% ভ্যাট প্রযোজ্য

এছাড়াও থাকছে -
    এই ক্যাম্পেইন চলাকালীন, প্রতিদিন সবচেয়ে বেশি (যেকোনো অ্যামাউন্ট) রিচার্জকারী পাবেন একটি করে Samsung GALAXY GRAND জেতার সুযোগ
    গ্রামীণফোন হতে একটি এসএমএস এর মাধ্যমে প্রতিদিনের হ্যান্ডসেট বিজয়ীর নাম জানিয়ে দেয়া হবে
    বিজয়ী তার হ্যান্ডসেটটি অক্টোবর মাসে বুঝে পাবেন। কোথা থেকে হ্যান্ডসেট নিতে হবে, তা গ্রামীণফোন থেকে জানিয়ে দেয়া হবে

অক্টোবর মাসেই আসছে নতুন Xiaomi MI-3 !



চাইনিজ ফোন নির্মাতা Xioami এর নাম অনেকেই শুনেছেন। বিশেষ করে কিছুদিন আগে গুগল এর ভাইস প্রেসিডেন্ট Hugo Barra এর গুগল ছেড়ে Xiaomi তে যোগ দেয়ার খবর এই কোম্পানিকে আলোচনার শীর্ষে নিয়ে আসে। এছাড়া Xiaomi এর MI-2S ডিভাইস টির কারনেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এবার Xiaomi আনতে যাচ্ছে নতুন আরেকটি হাই ইন্ড ডিভাইস Xiaomi MI-3


Photo: অক্টোবর মাসেই আসছে নতুন Xiaomi MI-3 !

চাইনিজ ফোন নির্মাতা Xioami এর নাম অনেকেই শুনেছেন। বিশেষ করে কিছুদিন আগে গুগল এর ভাইস প্রেসিডেন্ট Hugo Barra এর গুগল ছেড়ে Xiaomi তে যোগ দেয়ার খবর এই কোম্পানিকে আলোচনার শীর্ষে নিয়ে আসে। এছাড়া Xiaomi এর MI-2S ডিভাইস টির কারনেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এবার Xiaomi আনতে যাচ্ছে নতুন আরেকটি হাই ইন্ড ডিভাইস Xiaomi MI-3

For more details visit :  Tech Town 24x7
 http://www.bddroid.com/bddr/2491212

banglalink islamic & hajj portal by simply dialing 2200 from your banglalink mobile

Every year, more than 100,000 bangladeshis perform hajj and almost equal numbers go to umrah which are one of their life’s most cherished journeys to mecca. till date, performing this important religious task remains a challenge for a lot of people in absence of authentic, adequate and accessible knowledge. considering these facts, banglalink introduces ’banglalink islamic & hajj portal’, a unique islamic value added service umbrella particularly formulated to make proper islamic knowledge available to hajj pilgrims & the remaining muslims of bangladesh. you can listen to banglalink islamic & hajj portal by simply dialing 2200 from your banglalink mobile.

♦ This service provides :
• important information on hajj and umrah
• hajj related announcement from hajj office
• govt. hajj package information
• hajj preparation & tutorials
• quran ayat, hadith, mas’ala & du’a
• important islamic information
• ramadan & jakat information

♦ To subscribe :
• hajj portal ivr: dial 2200 or dial *2200*1*1*1#
• additionally, you will also get hajj & umrah related important information & mas’ala and namaz timing (division-wise) via sms.
• to subscribe to hajj alert: dial *2200*2*1*1#
• to subscribe to namaz timing alert: dial *2200*3#
• to subscribe to hadith alert: dial *2200*5*6*1*1#

♦ Charges :
• monthly ivr subscription: bdt 10
• ivr browsing fee: 10 paisa/10 sec.
• hajj alert: bdt 1/sms
• namaz timing alert: bdt 0.50/sms
• hadith alert: bdt 0.50/sms

♦ To unsubscribe :
• hajj monthly ivr: *2200*1*2#
• hajj alert: *2200*2*2#
• namaz timing alert: *2200*3*8#
• hadith alert: *2200*5*6*1*2#

* vat applicable
Photo: Every year, more than 100,000 bangladeshis perform hajj and almost equal numbers go to umrah which are one of their life’s most cherished journeys to mecca. till date, performing this important religious task remains a challenge for a lot of people in absence of authentic, adequate and accessible knowledge. considering these facts, banglalink introduces ’banglalink islamic & hajj portal’, a unique islamic value added service umbrella particularly formulated to make proper islamic knowledge available to hajj pilgrims & the remaining muslims of bangladesh. you can listen to banglalink islamic & hajj portal by simply dialing 2200 from your banglalink mobile.

♦ This service provides :
• important information on hajj and umrah
• hajj related announcement from hajj office
• govt. hajj package information
• hajj preparation & tutorials
• quran ayat, hadith, mas’ala & du’a
• important islamic information
• ramadan & jakat information

♦ To subscribe :
• hajj portal ivr: dial 2200 or dial *2200*1*1*1#
• additionally, you will also get hajj & umrah related important information & mas’ala and namaz timing (division-wise) via sms.
• to subscribe to hajj alert: dial *2200*2*1*1#
• to subscribe to namaz timing alert: dial *2200*3#
• to subscribe to hadith alert: dial *2200*5*6*1*1#

♦ Charges :
• monthly ivr subscription: bdt 10
• ivr browsing fee: 10 paisa/10 sec.
• hajj alert: bdt 1/sms
• namaz timing alert: bdt 0.50/sms
• hadith alert: bdt 0.50/sms

♦ To unsubscribe :
• hajj monthly ivr: *2200*1*2#
• hajj alert: *2200*2*2#
• namaz timing alert: *2200*3*8#
• hadith alert: *2200*5*6*1*2#

* vat applicable

বিশ্বের সবচেয়ে পাতলা কিবোর্ড -

বিশ্বের সবচেয়ে পাতলা কিবোর্ড -

কাগজের মতো পাতলা এক ধরনের কিবোর্ড তৈরি করেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান কেম্ব্রিজ সিলিকন রেডিও বা সিএসআর।
ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে এই কিবোর্ড ডেস্কটপ, ট্যাবলেট এমনকি স্মার্টফোনেও ব্যবহার করা যায়। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, নমনীয় ইলেকট্রনিক উপাদান ব্যবহার করে তৈরি করা কিবোর্ডটির পুরুত্ব মাত্র ০.৫ মিলিমিটার। কিবোর্ডটির এক প্রান্তে লাগানো থাকে ব্যাটারি।

নির্মাতা প্রতিষ্ঠান সিএসআর জানিয়েছে, যেকোনো পৃষ্ঠ বা তলের সঙ্গে কিবোর্ডটি যুক্ত করে দূর থেকে তারবিহীন উপায়ে ট্যাবলেট, কম্পিউটার বা স্মার্টফোন চালানো যাবে। ৬ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইফা ট্রেড শোতে দেখানো হবে বিশেষ এ পাতলা কিবোর্ডটি।

Video : http://www.youtube.com/watch?v=EFqyQ5ghJO4&feature=player_embedded
Photo: বিশ্বের সবচেয়ে পাতলা কিবোর্ড -

কাগজের মতো পাতলা এক ধরনের কিবোর্ড তৈরি করেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান কেম্ব্রিজ সিলিকন রেডিও বা সিএসআর।
ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে এই কিবোর্ড ডেস্কটপ, ট্যাবলেট এমনকি স্মার্টফোনেও ব্যবহার করা যায়। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, নমনীয় ইলেকট্রনিক উপাদান ব্যবহার করে তৈরি করা কিবোর্ডটির পুরুত্ব মাত্র ০.৫ মিলিমিটার। কিবোর্ডটির এক প্রান্তে লাগানো থাকে ব্যাটারি।

নির্মাতা প্রতিষ্ঠান সিএসআর জানিয়েছে, যেকোনো পৃষ্ঠ বা তলের সঙ্গে কিবোর্ডটি যুক্ত করে দূর থেকে তারবিহীন উপায়ে ট্যাবলেট, কম্পিউটার বা স্মার্টফোন চালানো যাবে। ৬ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইফা ট্রেড শোতে দেখানো হবে বিশেষ এ পাতলা কিবোর্ডটি।

Video : http://www.youtube.com/watch?v=EFqyQ5ghJO4&feature=player_embedded

আইফোন ৫এস এবং আইফোন ৫সি আসছে সেপ্টেম্বরের ১০ তারিখে

আইফোন ৫এস এবং আইফোন ৫সি আসছে সেপ্টেম্বরের ১০ তারিখে -

আর মাত্র কয়েকদিন বাকী ! ধারনা করা হচ্ছে নতুন আইফোন ৫এসটি হবে আইফোন ৫ এর এরই উন্নতমানের ভার্সন, সাথে থকতে পারে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা, ডুয়েল এলইডি ফ্লাস, ফিন্গার প্রিন্ট সেন্সর। এবং আইফোন ৫সি মূলত তৈরি করা হচ্ছে লো বাজেট মার্কেটের জন্য ।
Photo: আইফোন ৫এস এবং আইফোন ৫সি আসছে সেপ্টেম্বরের ১০ তারিখে -

 আর মাত্র কয়েকদিন বাকী ! ধারনা করা হচ্ছে নতুন আইফোন ৫এসটি হবে আইফোন ৫ এর এরই উন্নতমানের ভার্সন, সাথে থকতে পারে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা, ডুয়েল এলইডি ফ্লাস, ফিন্গার প্রিন্ট সেন্সর। এবং আইফোন ৫সি মূলত তৈরি করা হচ্ছে লো বাজেট মার্কেটের জন্য ।

২০২৫ সাল নাগাদ ইন্টারনেটের সাথে সংযুক্ত হবে শতকরা ৬০ ভাগ যানবাহন

২০২৫ সাল নাগাদ ইন্টারনেটের সাথে সংযুক্ত হবে শতকরা ৬০ ভাগ যানবাহন -

বিংশ শতাব্দীতে এসে বিশ্বে লেগেছে স্মার্ট প্রযুক্তির হাওয়া। মোবাইল, ক্যামেরা, ঘড়ি, রাস্তার বিলবোর্ড, গাড়ি এমনকি ডাস্টবিনও সংযুক্ত হচ্ছে ইন্টারনেটের সাথে। গাড়িতে ইন্টারনেট সংযোগের ব্যাপারটি আগে থেকেই জনপ্রিয়। আর এ জনপ্রিয়তা ক্রমশ আরও বৃদ্ধি পাবে। ২০২৫ সাল নাগাদ বিশ্বের শতকরা ৬০ ভাগ যানবাহনই ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে বলে এক বিবৃতিতে বলা হয়।

ইনিস্টিটিউট অফ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা আই.ই.ই.ই. (IEEE) -এর সম্প্রতি প্রকাশিত এই বিবৃতিতে আরও বলা হয় যে ইন্টারনেট সংযোগের ফলে মানুষের চলাচল আগের তুলনায় আরও সহজ এবং নিরাপদ হয়ে উঠবে। পাশাপাশি যানবাহনে প্রযুক্তির নানান সুযোগ সুবিধা উপভোগ করা সম্ভব হবে। ইতোমধ্যেই ব্লুটুথের মাধ্যমে গাড়ির সাথে স্মার্টফোন ডিভাইসের সংযুক্ত করার প্রযুক্তিটি চালু হয়ে গেছে এবং তা যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে বলে জেফারি মিলার নামের এক আই.ই.ই.ই. কর্মকর্তা জানান। তিনি বলেন,

যানবাহনে ইন্টারনেটের বহুল ব্যবহার মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বয়ে আনবে আমূল পরিবর্তন। যানবাহনে বসেই যোগাযোগের নানারকম কাজ সেরে নিতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যেই।
আই.ই.ই.ই. এর আরেক কর্মকর্তা ক্রিস্টোফ স্টিলারের মতে, যানজট এড়িয়ে চলতে কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়া এড়িয়ে চলতে মানুষ ভবিষ্যতে আরও বেশি সুবিধা পাবে। সড়ক দুর্ঘটনার মত অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে অনেকাংশে। কেননা একজন মানুষ যানবাহন চালানোর সময় যেসব ভুল করে একটি যন্ত্র তা করবে না। আর এসব যন্ত্র নিয়ন্ত্রিত গাড়ি সর্বক্ষণ ইন্টারনেটের সাহায্য নেবে।
Photo: ২০২৫ সাল নাগাদ ইন্টারনেটের সাথে সংযুক্ত হবে শতকরা ৬০ ভাগ যানবাহন -

বিংশ শতাব্দীতে এসে বিশ্বে লেগেছে স্মার্ট প্রযুক্তির হাওয়া। মোবাইল, ক্যামেরা, ঘড়ি, রাস্তার বিলবোর্ড, গাড়ি এমনকি ডাস্টবিনও সংযুক্ত হচ্ছে ইন্টারনেটের সাথে। গাড়িতে ইন্টারনেট সংযোগের ব্যাপারটি আগে থেকেই জনপ্রিয়। আর এ জনপ্রিয়তা ক্রমশ আরও বৃদ্ধি পাবে। ২০২৫ সাল নাগাদ বিশ্বের শতকরা ৬০ ভাগ যানবাহনই ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে বলে এক বিবৃতিতে বলা হয়।

ইনিস্টিটিউট অফ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা আই.ই.ই.ই. (IEEE) -এর সম্প্রতি প্রকাশিত এই বিবৃতিতে আরও বলা হয় যে ইন্টারনেট সংযোগের ফলে মানুষের চলাচল আগের তুলনায় আরও সহজ এবং নিরাপদ হয়ে উঠবে। পাশাপাশি যানবাহনে প্রযুক্তির নানান সুযোগ সুবিধা উপভোগ করা সম্ভব হবে। ইতোমধ্যেই ব্লুটুথের মাধ্যমে গাড়ির সাথে স্মার্টফোন ডিভাইসের সংযুক্ত করার প্রযুক্তিটি চালু হয়ে গেছে এবং তা যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে বলে জেফারি মিলার নামের এক আই.ই.ই.ই. কর্মকর্তা জানান। তিনি বলেন,

    যানবাহনে ইন্টারনেটের বহুল ব্যবহার মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বয়ে আনবে আমূল পরিবর্তন। যানবাহনে বসেই যোগাযোগের নানারকম কাজ সেরে নিতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যেই।
আই.ই.ই.ই. এর আরেক কর্মকর্তা ক্রিস্টোফ স্টিলারের মতে, যানজট এড়িয়ে চলতে কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়া এড়িয়ে চলতে মানুষ ভবিষ্যতে আরও বেশি সুবিধা পাবে। সড়ক দুর্ঘটনার মত অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে অনেকাংশে। কেননা একজন মানুষ যানবাহন চালানোর সময় যেসব ভুল করে একটি যন্ত্র তা করবে না। আর এসব যন্ত্র নিয়ন্ত্রিত গাড়ি সর্বক্ষণ ইন্টারনেটের সাহায্য নেবে।

Recharge Tk. 999 after 10 am. today and get Tk 6,000 worth Huawei Ascend 210 for free! Get ready to recharge now!

Recharge Tk. 999 after 10 am. today and get Tk 6,000 worth Huawei Ascend 210 for free! Get ready to recharge now!
Photo: Recharge Tk. 999 after 10 am. today and get Tk 6,000 worth Huawei Ascend 210 for free! Get ready to recharge now!

থ্রিজি গাইডলাইন পরিবর্তন সিদ্ধান্তে অ্যামটবের উদ্বেগ


গাইডলাইন পরিবর্তন করে ওয়াইমেক্সের নামে নতুন প্রতিষ্ঠানকে থ্রিজি, ফোরজি ও এলটিই সুবিধাসহ লাইসেন্স দেওয়ার সরকারি সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ (অ্যামটব)।

২৬০০ ব্র্যান্ডে ওয়াইমেক্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ জানিয়ে মোবাইল ফোন অপারেটররাও পৃথকভাবে চিঠি পাঠাচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি ও মন্ত্রণালয়কে।

অ্যামটব তাদের চিঠিতে বিস্ময় প্রকাশ করে বলেছে, আইটিইউ নিয়ম অনুযায়ী ২৬০০ মেগাহার্টজের ব্র্যান্ডউইথ আন্তর্জাতিক মোবাইল টেলিকমিউনিকেশন ব্যান্ডউইথ। যা মোবাইল অপারেটরদের ভবিষ্যৎ প্রয়োজনের ব্যবহার করার জন্য বরাদ্দ।

যা ওয়াইমেক্সের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের শামিল।

থ্রিজির জন্য ২১০০ ব্র্যান্ডে যেখানে প্রতি মেগাহার্টজ তরঙ্গ ১৫৫ কোটি টাকায় বিক্রি করা হচ্ছে সেখানে ২৬০০ ব্র্যান্ডের তরঙ্গের মূল্য কী করে মাত্র সোয়া কোটি টাকা নির্ধারণ করা হয়।

অ্যামটব মহাসচিব টিআইএন নূরুল কবির স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে।

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তারা বিডব্লিউর গাইডলাইন সংশোধনের বিষয়টি নিয়ে বেশ উদ্বেগের মধ্যে আছেন।

তিনি বলেন, থ্রিজিতে চূড়ান্ত বিনিয়োগ করার আগে এ বিষয়টি নিয়ে আমাদের আরও ভাবতে হবে।

Photo: থ্রিজি গাইডলাইন পরিবর্তন সিদ্ধান্তে অ্যামটবের উদ্বেগ -

গাইডলাইন পরিবর্তন করে ওয়াইমেক্সের নামে নতুন প্রতিষ্ঠানকে থ্রিজি, ফোরজি ও এলটিই সুবিধাসহ লাইসেন্স দেওয়ার সরকারি সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ (অ্যামটব)।

২৬০০ ব্র্যান্ডে ওয়াইমেক্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ জানিয়ে মোবাইল ফোন অপারেটররাও পৃথকভাবে চিঠি পাঠাচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি ও মন্ত্রণালয়কে।

অ্যামটব তাদের চিঠিতে বিস্ময় প্রকাশ করে বলেছে, আইটিইউ নিয়ম অনুযায়ী ২৬০০ মেগাহার্টজের ব্র্যান্ডউইথ আন্তর্জাতিক মোবাইল টেলিকমিউনিকেশন ব্যান্ডউইথ। যা মোবাইল অপারেটরদের ভবিষ্যৎ প্রয়োজনের ব্যবহার করার জন্য বরাদ্দ।

যা ওয়াইমেক্সের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের শামিল।

থ্রিজির জন্য ২১০০ ব্র্যান্ডে যেখানে প্রতি মেগাহার্টজ তরঙ্গ ১৫৫ কোটি টাকায় বিক্রি করা হচ্ছে সেখানে ২৬০০ ব্র্যান্ডের তরঙ্গের মূল্য কী করে মাত্র সোয়া কোটি টাকা নির্ধারণ করা হয়।

অ্যামটব মহাসচিব টিআইএন নূরুল কবির স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে।

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তারা বিডব্লিউর গাইডলাইন সংশোধনের বিষয়টি নিয়ে বেশ উদ্বেগের মধ্যে আছেন।

তিনি বলেন, থ্রিজিতে চূড়ান্ত বিনিয়োগ করার আগে এ বিষয়টি নিয়ে আমাদের আরও ভাবতে হবে।

আসছে স্যামসাংয়ের স্মার্টওয়াচঃ গ্যালাক্সি গিয়ার -


বহু জল্পনা কল্পনার পর স্যামসাং তাদের স্মার্টওয়াচ গ্যালাক্সি গিয়ার বাজারে নিয়ে আশার ঘোষণা দিল। যেমনটা ধারণা করা হয়েছিল তেমনটা দেখতে না হলেও এর নানাবিধ সুযোগ সুবিধায় কোন ঘাটতি থাকছে না।

ধারণা করা হয়েছিল যে গ্যালাক্সি গিয়ার আসবে তিন ইঞ্চির বড় স্ক্রিনে। কিন্তু আসলে এটি তেমন বড় হচ্ছে না। তবে এর ডিসপ্লে হবে সুপার অ্যামোলেড। গ্যালাক্সি গিয়ারের মূল অংশটির আয়তন হবে ১.৪৫x২.২x০.৪১ ইঞ্চি। এতে থাকছে ৩২০x৩২০ রেজুলেশনের ১.৬৩ ইঞ্চির স্ক্রিন। স্ক্রিনে আলোর উপস্থিতি কয়েক সেকেন্ড থেকে পাঁচ মিনিট পর্যন্ত নির্ধারণ করা যাবে। এটি ব্যাটারিতে চলবে। তবে ব্যাটারি লাইফটাইম মোটামুটি এক দিন হবে বলে ধারণা করা যায়। এছাড়া এতে ৮০০ মেগাহার্জের সিঙ্গেল কোর এক্সিয়ন প্রসেসর, ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি এবং ৫১২ মেগাবাইট র‍্যাম থাকছে।

গ্যালাক্সি গিয়ারের স্ক্রিনটি মাল্টিটাচ সমর্থন করে। এর ফলে এতে ছবি জুম করা সম্ভব হবে। এর ব্যান্ডে থাকছে ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা দিয়ে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যাবে। এর মূল অংশটি সমতল হলেও ব্যান্ডদুটি বাঁকানো। ফলে এটি পরে থাকাও আরামদায়ক হবে।

অনেক স্মার্টওয়াচই যেকোনো স্মার্টফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত হওয়ার সুবিধা থাকলেও গ্যালাক্সি গিয়ারে থাকছে কেবল স্যামসাং গ্যালাক্সি নোট ৩ এর সাথে সংযুক্ত হওয়ার সুবিধা। তবে এ নিয়ে কারো হতাশ হবার কারণ নেই। কেননা খুব শীঘ্রই গ্যালাক্সি এস থ্রি, গ্যালাক্সি এস ফোর এবং গ্যালাক্সি নোট ২ এর সাথে সংযুক্ত হওয়ার মত সফ্টওয়্যার আপডেট অবমুক্ত করা হবে।

এর মূল্য ২৯৯ মার্কিন ডলারের মত হতে পারে বলে জানা গেছে।

Photo: আসছে স্যামসাংয়ের স্মার্টওয়াচঃ গ্যালাক্সি গিয়ার -

বহু জল্পনা কল্পনার পর স্যামসাং তাদের স্মার্টওয়াচ গ্যালাক্সি গিয়ার বাজারে নিয়ে আশার ঘোষণা দিল। যেমনটা ধারণা করা হয়েছিল তেমনটা দেখতে না হলেও এর নানাবিধ সুযোগ সুবিধায় কোন ঘাটতি থাকছে না।

ধারণা করা হয়েছিল যে গ্যালাক্সি গিয়ার আসবে তিন ইঞ্চির বড় স্ক্রিনে। কিন্তু আসলে এটি তেমন বড় হচ্ছে না। তবে এর ডিসপ্লে হবে সুপার অ্যামোলেড। গ্যালাক্সি গিয়ারের মূল অংশটির আয়তন হবে ১.৪৫x২.২x০.৪১ ইঞ্চি। এতে থাকছে ৩২০x৩২০ রেজুলেশনের ১.৬৩ ইঞ্চির স্ক্রিন। স্ক্রিনে আলোর উপস্থিতি কয়েক সেকেন্ড থেকে পাঁচ মিনিট পর্যন্ত নির্ধারণ করা যাবে। এটি ব্যাটারিতে চলবে। তবে ব্যাটারি লাইফটাইম মোটামুটি এক দিন হবে বলে ধারণা করা যায়। এছাড়া এতে ৮০০ মেগাহার্জের সিঙ্গেল কোর এক্সিয়ন প্রসেসর, ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি এবং ৫১২ মেগাবাইট র‍্যাম থাকছে।

গ্যালাক্সি গিয়ারের স্ক্রিনটি মাল্টিটাচ সমর্থন করে। এর ফলে এতে ছবি জুম করা সম্ভব হবে। এর ব্যান্ডে থাকছে ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা দিয়ে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যাবে। এর মূল অংশটি সমতল হলেও ব্যান্ডদুটি বাঁকানো। ফলে এটি পরে থাকাও আরামদায়ক হবে।

অনেক স্মার্টওয়াচই যেকোনো স্মার্টফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত হওয়ার সুবিধা থাকলেও গ্যালাক্সি গিয়ারে থাকছে কেবল স্যামসাং গ্যালাক্সি নোট ৩ এর সাথে সংযুক্ত হওয়ার সুবিধা। তবে এ নিয়ে কারো হতাশ হবার কারণ নেই। কেননা খুব শীঘ্রই গ্যালাক্সি এস থ্রি, গ্যালাক্সি এস ফোর এবং গ্যালাক্সি নোট ২ এর সাথে সংযুক্ত হওয়ার মত সফ্টওয়্যার আপডেট অবমুক্ত করা হবে।

এর মূল্য ২৯৯ মার্কিন ডলারের মত হতে পারে বলে জানা গেছে।

বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৩

*****মোবাইল পানিতে পড়ে গেলে কী করবেনঃ*****

আমাদের সবার বাসাতে বা ঘরে ছোট বাচ্চা যে নেই, এমনটি কেউ বলতে পারবেনা সবার বাসাতেই ২/১ জন করে আছেন উনারা,আর বাসার যত সব কাঁচের জিনিস এবং মোবাইল ফোন তাদের প্রিয় । জিনিস ডেইলি ২/১ কাঁচের জিনিস উনারা ভাংতে না পারলে মনে হয় উনাদের ঘুম হয়না… অনুরুপ মোবাইল ফোন কে উনারা সুযোগে পেলে সিধা বাকেট বা পানির জগে ডুকিয়ে দিয়ে অলসতা করেন না, এবং কেউ মোবাইল পকেটে নিয়ে বাথরুমে বসেন… কাজ শেষে উঠতেই মোবাইল ফোন ছলে গেল কমেডের মাঝে… যাই হউকএমত অবস্তায় কি করবেন জেনে নিন কোন মেকানিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই । এজন্য আপনার যা করতে হবে তা হলঃ ১- মোবাইল ফোনে যদি কোন কাভার থাকে সেটি খুলে ফেলুন ২- মোবাইল ফোন কে পানি থেকে তুলে সাথে সাথে ব্যাক কভার খুলুন/ সম্ভব হলে ফ্রন্ট কাভার টি খুলে নিন অসম্বভ হলে দরকার নেই ৩- ব্যাটারি খুলুন/ সিম কার্ড এবং মেমোরি সহ ৪- হাত দিয়ে ফোন কে শক্ত করে ধরে ভাল করে আস্তে আস্তে ঝাকান দিন যতক্ষন পর্যন্ত পানি বের হবে ৫- সম্ভব হলে এবং অভিজ্ঞতা থাকলে সুধুমাএ সার্কিট টি খুলে ফেলুন/ না খুললে ও কোন সমস্যা নেই তবে একটু বেশী করে তাপের প্রয়োজন হবে ৬- এবার ৬০/১০০ Watt বাল্ব এর নিছে কিছুক্ষণ ছেকিয়ে নিন সার্কিট কে ঘুরিয়ে ঘুরিয়ে ভিবিন্ন অংশ কে এই ভাবে কমপক্ষে ৩/৪ বার করে নেবেন ৫/৬ মিনিট বিরতি দিয়ে দিয়ে এবং এই বিরতি দেওয়ার মানে হল আপনার ফোনে আর কোন পানি অবশিষ্ট আছে কিনা বা পানি জমে থেকে সার্কিট কে বিকল করে দেবে কিনা সেটা জানার জন্য কারন আপনি প্রথম ২বার জখন ছেকিয়ে নেবেন, তখন আপনার স্কিনে পানিটা দেখা যাবে এবং বাল্ব এর তাপে সেই পানিটা চুষে নিবে, এবং সার্কিট জখন গরম হবে তখন পানি আছে কি নেই সেটি বুজা মুশকিল তাই একবার তাপ দিয়ে জখন সার্কিট বা ফোনটি একদম ঠাণ্ডা হবে পুনরায় তাপ দিলে আপনি সেটা বুজতে পারবেন পানি আছে কি নেই, যদি থেকে থাকে তাহলে স্কিনে সেটি দেখা যাবে, আর ফাইনালি যখন বাস্পের মত স্কিনে কিছু দেখা যাচ্ছেনা এবার সব কিছু লাগিয়ে দেখুন ফোন টি আগের মত ছলছে কোন সমস্যা ছাড়াই, এবং এতে আপনার ফোন অপারেটিং কালে ও কোন সমস্যা দেখবেন না ( পরিক্ষিত ) তবে একটা জিনিস অবশ্যাই সতর্কতার সহিত করবেন সেটি হল সার্কিট বা ফোন কে একবারে বেশি তাপ মোটেও দেবেন না কারন এতে বিপরীত ঘটতে পারে, সব কিছুর ই একটা সহন সিমা থাকে বেশি তাপ দেওয়ার ফলে সার্কিট পরিচালনা কারি পার্টস গুল খুলে জেতে পারে, তাই হাত দিয়ে স্পশও করে দেখবেন হাতে জত টুকু সহনশীল হয় তত টুকু হলেই বাল্ব থেকে আলাদা করে ঠাণ্ডা করে পুনরায় আবার দেবেন এই ভাবে ৩/৪ বার করে নিলে আপনার প্রিয় ফোন কে নিয়ে আর কোন ভঁয় নেই এবং আপনাকে আর কোন সার্ভিস সেন্টারে ও জেতে হবেনা…

*****পাসওয়ার্ড হ্যাক*****

আমারা অনেকেই UC Browser দিয়ে নেট ব্যাবহার করি । মাঝে মাঝে আপনার বন্ধু ও আপনার মোবাইল দিয়ে ফেসবুক চালায় । আপনি চাইলে তার পাসওয়ার্ড পেতে পারেন । তো আসুন শুরু করি । প্রথমে আপনার UC Browser ওপেন করুন । এবার অপশনে গিয়ে Settings দিয়ে Security তে দেখতে পাবেন login record এ গিয়ে auto save করে দিন । এবার আপনার বন্ধুকে আপনার ফোনে ফেসবুক এ লগইন করতে বলুন । এবার বন্ধু লগআউট করলেও আপনি www .fb.comএ গিয়ে দেখুন বন্ধুর পাসওয়ার্ড আছে । কিন্তু সেটা দেখবেন কি করে । আপনি মাউস পয়েন্টার টা পাসওয়ার্ড ঘরে নিয়ে # চেপে 5 চাপুন । তাহলেই বন্ধুর পাসওয়ার্ড পাবেন । পোস্টটা ক্ষতির কাজে ব্যাবহার করবেন না ।

রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৩

*****Nokia N97 3G*****

For Sell !!!
Price : 8,000 BD taka only.
Model : Nokia N97 3G - 5MP Camera with flash (32 GB Internal memory)
Used : 1 Year (Maid in Finland)
Color : White
Cont. No. 01672999177
Selling area : Motijheel

Note : Every Publicity 300 taka from this page.
# Pay korar jonno Message box a jogajog korun.
# Product Price negotiation ar bepar a admin kisu boltay parbe na, direct call dia jogajog korun.

*****Samsung set New price*****

Samsung set New price :
Samsung Champ Deluxe duos – 6900 BDT (Metallic silver & Soft black)
Samsung Champ Neo duos – 5500 BDT (Ceramic White & Black)

# Dual Sim
# 1 year warranty
# 4GB memory card free
# Social Network
# Chat on messaging
etc &

*****Facebook এর Security Code প্রায়ই মোবাইলে ৮/১০ ঘন্টা দেরি করে আসে, এই সমস্যার সমাধানে যা করতে হবে*****


যারা Google এর 2 step verification ও Facebook এর Login Approval চালু করেছেন তারা জানেন Google এর verification code নিয়ে sms মূহুর্তেই আসে কিন্তু Facebook এর security code মাসে অন্তত পাচ দিন ঝামেলা করে। যাদেরটা ঝামেলা হয়নি ভবিষ্যতে অবশ্যই হবে। মোবাইল কোম্পানির সাথে যোগাযোগ করলে তারা বলে, Facebook হতেই এস.এম.এস আসেনি আর Facebook এর সাথে যোগাযোগ করলে তারা বলে, আমরা পাঠাইছি। Google ব্যবহার করে International No এবং Facebook করে পোর্ট (৩২৬৬৫) যা সহজে নিয়ন্ত্রনযোগ্য।

Google- এ বিকল্প দুইটা পদ্ধতি আছে : sms কোন কারনে না আসলে phone call এর মাধ্যমে তা সংগ্রহ করা যায়। পাশাপাশি তারা ১০টা ‘One Time Use – BackUp Code’ দেয়। Facebook যদি Google এর মত বিকল্প দুটি পদ্ধতি চালু করত তবে নি:সন্দেহে ঝামেলা হতে মুক্তি পেতাম। Yahoo ভিন্ন পদ্ধতি ব্যবহার করে “Sign In With Google” (নিচের ছবিটি দেখুন)

যার মাধ্যমে “One Google Account : One Yahoo Account” এই ণীতিতে Google-এ Log In করা অবস্থায় Yahoo-র Website-এ “Sign In With Google” লিঙ্কে ক্লিক করলে পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করা সম্ভব হয়। এই পদ্ধতিতে লগ ইন করার সুযোগ যদি Techtunes, প্রথম আলো ব্লগ, Twitter, GoDaddy, Paypal, LinkedIn, Odesk, Wikipedia, Everyone, Alexa দিত তবে Hacker/Keylogger Software এর আশঙ্কা হতে মুক্ত হতাম। প্রত্যেকের হয়ত Personal PC নেই বা বিভিন্ন কারনে বাইরে হতে লগ ইন করতে হয়।

সর্বোপরি Facebook এই বিকল্প লগ ইন চালু করলেও Security Code দেরিতে আসলে সমস্যা হত না। এই লেখাটি ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে তবে তারা হয়ত Sign In With Google ব্যবস্থা চালু করবে তবে Facebook এর দৃষ্টি আকর্ষন এর জন্য একটা Feedback Form পুরন করতে হবে, তার লিঙ্ক হল : https://www.facebook.com/help/contact/?id=142315805886940 আমি একটা খসড়া চিঠি ইংরেজীতে টাইপ করে নিচে দিলাম। যদি সহমত হন তবে নির্দিষ্ট লিঙ্কে যেয়ে ইমেইল এর জায়গায় আপনার ইমেইল ও Thanks এর শেষে আপনার নাম বসিয়ে সেন্ড করুন।

Hello Facebook,
Sometimes I have to use Facebook from Office or Cyber Café or Library. There are many hackers surrounding me who use key logger softwares and other techniques. So I must have to use 'Login Approval' Service.
PROBLEM:
I have started your 'Login Approval' Service but sometimes the Mobile Telecom Company, which I use, fails/delays to send the Security Code (for max 12 hours) at least for 5 to 6 days in a month, which results serious problem.
To get notification from Facebook is not important. Telecom can ban it but to get ‘Security Code’ is most important. Please tell the Telecom Company to charge standard sms rate for all outgoing message AND standard sms charge/free of charge for incoming ‘Security Code’ sms. What will they do for other incoming notification sms, will be decided by themselves.
PERMANENT SOLUTION :
Google sends verification code by its own name “Google” (the word Google displayed at the place of Sender’s name). Sometimes it shows a specific International no (eg. +447781470659). It is easy to block/control any port like 32665. YOU SHOULD USE AN INTERNATIONAL NO TO SEND SECURITY CODE.
(Please know, Google uses dynamic ip for HTTPS://www.youtube.com/ so it is hard to block YouTube by the Governments of Third world.)
I suggest you to provide Optional “Voice Call" service also like Google here. If sms delivery fails, we will collect code by receiving phone call. AND also provide Ten “One Time Use – Backup Code” like Google. If I loss my mobile phone or visit other State without roaming service, it will help.

ALTERNATIVE SOLUTION:
In the meantime, you can provide OpenID like "Sign In with Google” service including others. Yahoo uses different method “Sign in with Google” through which, based on “One Google Account : One Yahoo Account” policy anyone can login to Yahoo’s website without password just by clicking on “Sign in with Google”. I use it to login to www.mail.yahoo.com by my Google Account. (In Flickr it shows a small icon link for OpenID login, which looks good)

KEEP TWO SYSTEMS:
You can keep ALTERNATIVE SOLUTION beside PERMANENT SOLUTION. Then if user chooses OpenID’s icon link, s/he will directly enter to the account OR at next login (without change of settings) if s/he enters password, then server will start processing to send the ‘Security Code’

MORE FLEXIBLE:
Sometimes people are using multiple phones and also traveling world wide. Everywhere roaming is not available. If you provide the chance to use maximum 4 phone no. for getting ‘Security Code’, it will be more suitable. Two for own state, two for abroad. Just after entering the email address(ID) & password server will NOT directly send sms. It will ask to know in which no. server will send the code:

Which phone do you prefer to get the security code?
# +123*****78
# +123*****83
# +442*****33
# +880*****83
SUBMIT

After user’s selection in option button, server will send the code to specific no. Travelers will have to use one backup code after going abroad to setup a newly purchased local phone no.

Wish you good luck.
Thanks,

আরেকটু কষ্ট করুন। এই লেখাটি বাংলায় যা অন্য ভাষার পাঠকরা বুঝবেন না। মুল লেখাটি আমি ইরেজীতে-এ আমার নিজস্ব ব্লগ http://tawhidurrahmandear.blogspot.com/2013/01/state-of-the-art-security-for-web-accounts-2013.html -এ দিয়েছি। সেই পেইজ-টি শেয়ার করুন। পৃথিবির বিভিন্ন রাষ্ট্র হতে বিভিন্ন ভাষার মানুষরা যদি Feedback পাঠায় তবে Facebook হয়ত দ্রুত সাড়া দিবে। আমি আমার ব্লগে Twitter, GoDaddy, Paypal, LinkedIn, Odesk, Wikipedia, Everyone, Alexa তে Feedback পাঠানোর জন্য আলাদা আলাদা চিঠির খসড়া ও লিংক দিয়েছি। হাতে সময় থাকলে ভবিস্যতের স্বার্থে, নিজের একাউন্ট নিরাপদ করার স্বার্থে সেগুলোতে-ও Feedback পাঠান।

ধন্যবাদ সবাইকে, ভাল থাকুন।

*****ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস 250 tk only*****


ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাসের হালনাগাদ সংস্করণ ইনস্টল করে বিপাকে পড়েছিলেন উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা। ইন্টারনেটে যুক্ত হতে পারছিলেন না তাঁরা। এমনকি নিজ কম্পিউটার থেকে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নেটওয়ার্কেও সংযুক্ত হতে পারছিলেন না। ত্রুটি শনাক্তের প্রায় দুই ঘণ্টা পর ক্যাসপারস্কি বিষয়টি সমাধান করে। এ সমস্যা সমাধানে কম্পিউটারগুলোর নিরাপত্তা নীতিমালা থেকে ওয়েব এভি উপাদান অকার্যকর করার অনুরোধ জানিয়েছে অ্যান্টিভাইরাসটির নির্মাতা ক্যাসপারস্কি ল্যাবস । এ জন্য গ্রাহকদের কাছে ক্ষমাও চেয়েছে রাশিয়ার অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে কম্পিউটারে থাকা অ্যান্টিভাইরাসটি অকার্যকর বা হালনাগাদ না করার জন্য সবাইকে পরামর্শও দিয়েছে ক্যাসপারস্কি।

*Price only for Mobile & Note pad version anti virus.

It News BD 24/7

*****Banglalink reactivate connection*****


ALways appreciates your coming back to its network! Which is why you can recharge your inactive banglalink connection & enjoy
4.5 paisa/10 seconds to any banglalink number &
10 paisa/10 seconds to other operators, 24 hours a day !

Offer details :
offer applicable for all prepaid and call & control connections (except e-voucher, pco, sme 500 and business 500) that have not been used after 30th November, 2012.
customers can check whether they are eligible for the offer by typing the mobile number and sending SMS to 4343 from any banglalink number (free of cost).
customers will start to enjoy this special tariff within 48 hours of recharge (any amount).
special tariff is valid for maximum 2 months. to enjoy the tariff in the 2nd month, customer has to recharge at least once (any amount) during the 1st month of enjoying the offer.
after tariff validity, customer will go back to the original package.
while enjoying this offer, customer can migrate to any package.
this is a limited time offer.
15% vat applicable.


Photo: Banglalink reactivate connection !

ALways appreciates your coming back to its network! Which is why you can recharge your inactive banglalink connection & enjoy 
4.5 paisa/10 seconds to any banglalink number & 
10 paisa/10 seconds to other operators, 24 hours a day !

Offer details :
offer applicable for all prepaid and call & control connections (except e-voucher, pco, sme 500 and business 500) that have not been used after 30th November, 2012. 
customers can check whether they are eligible for the offer by typing the mobile number and sending SMS to 4343 from any banglalink number (free of cost). 
customers will start to enjoy this special tariff within 48 hours of recharge (any amount). 
special tariff is valid for maximum 2 months. to enjoy the tariff in the 2nd month, customer has to recharge at least once (any amount) during the 1st month of enjoying the offer. 
after tariff validity, customer will go back to the original package. 
while enjoying this offer, customer can migrate to any package. 
this is a limited time offer. 
15% vat applicable.

Stay with It News BD 24/7

*****নিশ্চিন্ত গ্রাহকের জন্য স্পেশাল কলরেট*****

নিশ্চিন্ত গ্রাহকদের জীবন আরো সহজ ও চিন্তামুক্ত করতে গ্রামীণফোন নিয়ে এলো বিশেষ কলরেট সুবিধা। এই বিশেষ কলরেট সুবিধায় নিশ্চিন্ত গ্রাহকগণ ৭০ টাকা বা তার বেশি রিচার্জ করেই দেশের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কে উপভোগ করুন
১১ পয়সা/১০ সেকেন্ড কলরেট যেকোন অপারেটরে দিনরাত ২৪ ঘণ্টা ।

শর্তাবলী:
নিশ্চিন্ত গ্রাহকগণ ৭০ টাকা বা তার বেশি রিচার্জ করেই উপভোগ করুন ১১ পয়সা/১০ সেকেন্ড কলরেট যেকোন অপারেটরে দিনরাত ২৪ ঘণ্টা

অন্যান্য প্রিপেইড প্যাকেজের গ্রাহকগণ (যার জন্য প্রযোজ্য) নিশ্চিন্ত প্যাকেজে মাইগ্রেট করে একসাথে ৭০ টাকা বা তার বেশি রিচার্জের পর থেকেই এ অফার উপভোগ করতে পারবেন

এই বিশেষ কলরেট রিচার্জ করার দিন থেকে ৩০ দিনের জন্য প্রযোজ্য হবে
মাইজোন গ্রাহকদের জন্য জিপি-জিপি কলের ক্ষেত্রে এই কলরেট প্রযোজ্য নয়। গ্রামীণফোন থেকে অন্য অপারেটরে কলের ক্ষেত্রে এই রেট প্রযোজ্য হবে
হোল সেল রিচার্জ অফারে (নূন্যতম ২৫ টাকা বা তার বেশি রিচার্জ করে ০৭ পয়সা/১০ সে. অফার ) নিবন্ধিত থাকা অবস্থায় রাত ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জিপি-জিপি কলের ক্ষেত্রে ৭ পয়সা/১০ সে. কলরেট প্রযোজ্য
গ্রাহকদের একাউন্টে যেকোন পরিমাণ বোনাস টকটাইম থাকলে তা ব্যবহারের পর থেকে এই কলরেট প্রযোজ্য হবে।

এ সুবিধা ভোগকালে ইন্সট্যান্ট মানি-ব্যাক সুবিধা পাওয়া যাবে না
বন্ধ সংযোগ চালু বিষয়ক অফারের সুবিধা ভোগকারী গ্রাহকের পক্ষে এ অফারটি পাওয়া সম্ভব হবে না।

এ অফারে ১০ সেকেন্ড পালস প্রযোজ্য
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অফার চলবে
সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য

*****হুমায়ুন আহমেদের বই এর ভাণ্ডার!!!। যেটা খুশি সেটা ডাউনলোড করে নিন*****

মহান আল্লহার নামে শুরু করলাম।আমরা সবাই হুমায়ুন আহমেদের মৃত্যুতে শোকাহত।এমন একটি মানুষ পৃথিবী ছেরে চলে গেলে সবার শোকাহত হওয়ার ই কথা। আজ আমি আপনাদের এমন একটি লিঙ্ক দিব যার থেকে আপনারা হুমায়ুন আহমেদের সকল বই ই বলতে গেলে ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড লিংক- http://www.pchelplinebd.com/archives/31573

Photo: হুমায়ুন আহমেদের বই এর ভাণ্ডার!!!। যেটা খুশি সেটা ডাউনলোড করে নিন।<<
মহান আল্লহার নামে শুরু করলাম।আমরা সবাই হুমায়ুন আহমেদের মৃত্যুতে শোকাহত।এমন একটি মানুষ পৃথিবী ছেরে চলে গেলে সবার শোকাহত হওয়ার ই কথা। আজ আমি আপনাদের এমন একটি লিঙ্ক দিব যার থেকে আপনারা হুমায়ুন আহমেদের সকল বই ই বলতে গেলে ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড লিংক- http://www.pchelplinebd.com/archives/31573

*****All Free Net Software*****

File Name: UCBrowser_V8_ 4Modified.jar
Size: 473.43 KB
Details: Use Gp free Net For Java
Dwonload Link:-
http://www.mrakib.tk/site_126.xhtml?get-file=615

File Name: Opera_mini_next_by_ gp_free_internet_mrakib.jar
Size: 353.35 KB
Details: Use Gp free Net For Java
Dwonload Link:-
http://www.mrakib.tk/site_126.xhtml?get-file=614

File Name: Nimbuzz_v1.9.5_free_ net_for_all_phone.jar
Size: 514.56 KB
Details: Use Gp free Net For Java
Dwonload Link:-
http://www.mrakib.tk/site_126.xhtml?get-file=613

File Name: Mig33v4.62_free_ internet.jar
Size: 241.79 KB
Details: Use Gp free Net For Java
Dwonload Link:-
http://www.mrakib.tk/site_126.xhtml?get-file=612

File Name: Facebook_v2.9.1_Free_ internet.jar
Size: 155.78 KB
Details: Use Gp free Net For Java
Dwonload Link:-
http://www.mrakib.tk/site_126.xhtml?get-file=611
or http://www.mrakib.tk/site_java_free_net_soft.xhtml

ভালো লাগলে লাইক দেন।

By Admin: ItkothaBD24.COM

*****Airtel a eibar kotha hobe SMS/MMS-e kom khoroche*****

Dial *321*103# for 100 FREE SMS @Tk 10.34 /day othoba
Dial *321*101# for 50 FREE MMS @Tk 8.04 /day.

Enjoy connect with ItkothaBD24.COM

*****Delux Keyboard+Mouse Combo 1500 tk only *****

Hi-performance Wireless Keyboard+Mouse Combo Offer -

For details, click-
http://www.ajkerdeal.com/DealDetails.aspx?DI=1290

*****Grameenphone introduces 5 different Bundle packs of Talk-time, SMS, Internet data & MMS for its prepaid customers *****


Details about the offer is given below:

• Bundle 1 : 20mins (GP-GP) & 5 sms (GP-GP) , 5 mms (GP-GP) ,5 MB data @ 5Tk + VAT. Validity 1 day,Usable Time ( 12am-8am), to buy Type Start M1 & send to 9999 & to Stop type Stop M1 & send to 9999

• Bundle 2 : 10mins (GP-GP & GP-Others) & 10 sms (GP-GP) , 10 mms (GP-GP) ,10 MB data @ 10Tk + VAT. Validity 1 day, to buy Type Start M2 & send to 9999 & to Stop type Stop M2 & send to 9999

• Bundle 3 : 60mins (GP-GP & GP-Others) & 25 sms (GP-GP) , 25 mms (GP-GP) ,25 MB data @ 50Tk + VAT. Validity 5 days, to buy Type Start M3 & send to 9999 & to Stop type Stop M3 & send to 9999

• Bundle 4 : 128mins (GP-GP & GP-Others) & 50 sms (GP-GP) , 50 mms (GP-GP) ,50 MB data @ 100Tk + VAT. Validity 12 days, to buy Type Start M4 & send to 9999 & to Stop type Stop M4 & send to 9999

• Bundle 5: 498mins (GP-GP & GP-Others) & 100 sms (GP-GP) , 100 mms (GP-GP) ,100 MB data @ 299Tk + VAT. Validity 30 days, to buy Type Start M5 & send to 9999 & to Stop type Stop M5 & send to 9999

► offer details/conditions:

• 10 sec pulse will be applicable on free minutes

• Free minutes will be applicable for GP-GP & GP-Other operator call cases including F&F, Super F&F and Community

• in the validity period if customer purchases another bundle, then the validity of bundle will be extended accordingly from the day of purchase and previous volume will be added on

• Multiple purchase is possible but a customer can purchase each bundle maximum 2 times in a Day

• “My Zone” Customer can also enjoy the offer but discount will be applicable after end of the bundle

• In case of existing Data Volume based customers volume will be added with their existing package volume and system will consider the maximum validity date.

• This offer will running 7th Feb, 2013 to till further notice.

More detail : http://www.grameenphone.com/whats-new/5-bundle-offers-you

• for further assistance, please call 121

*****গ্যালাক্সি ফেম প্রদর্শন করল স্যামসাং*****


গ্যালাক্সি ইয়াংয়ের মতো আরো একটি বাজেটবান্ধব স্মার্টফোন প্রদর্শন করল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। ইয়াংয়ের আদলে স্মার্টফোনটি তৈরি করা হলেও এটির যন্ত্রাংশ আরো উন্নত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমচালিত গ্যালাক্সি ফেমের ডিসপ্লে ৩ দশমিক ৫ ইঞ্চি। এ ডিসপ্লেতে হাই ডেফিনিশনের ভিডিও দেখা যাবে। এটির ওজন ১২০ গ্রামের কিছু বেশি। পেছনে এলইডি ফ্ল্যাশের ৫ মেগাপিক্সেল এবং সামনে একটি ভিজিএ ক্যামেরা রাখা হয়েছে।
১ গিগাহার্টজের প্রসেসর ও ৫১২ মেগাবাইটের কিছু কম র্যাম গ্যালাক্সি ফেমে। এর অভ্যন্তরীণ তথ্য ধারণক্ষমতা ৪ গিগাবাইট। এছাড়া মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এ ক্ষমতা ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি ও এনএফসি সুবিধা রাখা হয়েছে এ স্মার্টফোনে। এছাড়া এস বিম প্রযুক্তির মাধ্যমে অন্যান্য স্যামসাং ডিভাইসের সঙ্গে এটির তথ্য আদান-প্রদানের সুবিধা থাকছে। স্যামসাংয়ের অ্যাপ স্টোরের কিছু অ্যাপ বিল্ট ইন হিসেবে এ ডিভাইসে রাখা হয়েছে। স্যামসাং কাইস, চ্যাটঅন এবং গুগলের কিছু অ্যাপও রয়েছে এ ডিভাইসে।
সাদা ও নীল এ দুই রঙে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে। ডিভাইসটির দাম এখনো নির্দিষ্ট করে জানায়নি প্রতিষ্ঠানটি। তবে এর দাম গ্যালাক্সি ইয়াংয়ের মতোই হবে ।

Photo: গ্যালাক্সি ফেম প্রদর্শন করল স্যামসাং -

গ্যালাক্সি ইয়াংয়ের মতো আরো একটি বাজেটবান্ধব স্মার্টফোন প্রদর্শন করল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। ইয়াংয়ের আদলে স্মার্টফোনটি তৈরি করা হলেও এটির যন্ত্রাংশ আরো উন্নত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 
অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমচালিত গ্যালাক্সি ফেমের ডিসপ্লে ৩ দশমিক ৫ ইঞ্চি। এ ডিসপ্লেতে হাই ডেফিনিশনের ভিডিও দেখা যাবে। এটির ওজন ১২০ গ্রামের কিছু বেশি। পেছনে এলইডি ফ্ল্যাশের ৫ মেগাপিক্সেল এবং সামনে একটি ভিজিএ ক্যামেরা রাখা হয়েছে।
১ গিগাহার্টজের প্রসেসর ও ৫১২ মেগাবাইটের কিছু কম র্যাম গ্যালাক্সি ফেমে। এর অভ্যন্তরীণ তথ্য ধারণক্ষমতা ৪ গিগাবাইট। এছাড়া মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এ ক্ষমতা ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি ও এনএফসি সুবিধা রাখা হয়েছে এ স্মার্টফোনে। এছাড়া এস বিম প্রযুক্তির মাধ্যমে অন্যান্য স্যামসাং ডিভাইসের সঙ্গে এটির তথ্য আদান-প্রদানের সুবিধা থাকছে। স্যামসাংয়ের অ্যাপ স্টোরের কিছু অ্যাপ বিল্ট ইন হিসেবে এ ডিভাইসে রাখা হয়েছে। স্যামসাং কাইস, চ্যাটঅন এবং গুগলের কিছু অ্যাপও রয়েছে এ ডিভাইসে। 
সাদা ও নীল এ দুই রঙে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে। ডিভাইসটির দাম এখনো নির্দিষ্ট করে জানায়নি প্রতিষ্ঠানটি। তবে এর দাম গ্যালাক্সি ইয়াংয়ের মতোই হবে ।

It News BD 24/7

শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৩

***** Nokia N97 *****

For Sell !!!
Price : 8,000 BD taka only.
Model : Nokia N97 3G - 5MP Camera with flash (32 GB Internal memory)
Used : 1 Year (Maid in Finland)
Color : White
Cont. No. 01672999177
Selling area : Motijheel

Note : Every Publicity 300 taka from this page.
# Pay korar jonno Message box a jogajog korun.
# Product Price negotiation ar bepar a admin kisu boltay parbe na, direct call dia jogajog korun.

It News BD 24/7
Like · ·