রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৩

*****আইফোন টিপস এন্ড ট্রিকস *****



যারা নতুন আইফোন কিনেছেন বা কিনবেন তার জেনে নিন আইফোনের কিছূ প্রয়োজনীয় টিপস এন্ড ট্রিকস।

১. আইফোনের অটো রোটেশন বন্ধ করুন।
হোম বাটনে ডাবল ক্লিক করুন। স্লাইড করে বামে যান। বামের রোটেট বাটন এ ক্লিক করে রোটট লক করুন

২. নির্দিষ্ট সময় পর আইটিউন এর গান বাজানো বন্ধ করুন।
আইটিউন এ একটি গান বাজান এবার বেড় হয়ে যান। এবার Clock > Timer এ যান এবং Timer সেট করুন এবার "When Timer Ends" এ ক্লিক করুন। সবার নিচে Stop playing এ টিক অন করুন। এখন টাইমারের সময় পর আইটিউন এর গান বাজানো বন্ধ হবে।

৩. নোট এপস এর ফন্ট পরিবর্তন করুন।
Note নামে একটি এপস আছে যাতে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য লিখে রাখতে পারেন আপনি চাইলে এর ফন্ট পরিবর্তন করতে পারবেন।
এজন্য Settings > Notes এ যান এবং ফন্ট পরিবর্তন করে নিন।

৪. ডোমেন নেম এন্ডিং পরিবর্তন করুন।
সাধারনত ডোমেন নেম এন্ডিং .com আকারে হয় তাই, সাফারীতে বা অন্যন্য ব্রাউজারে .com আকারে পাবেন। আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন।
এজন্য .com বাটন এর উপর ট্যাপ করে অপেক্ষা করুন। উপরে কয়েকটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনার পছন্দেরটি বেছে নিন।

৫. সাইন্টিফিক ক্যাল্কুলেটত ব্যবহার করুন।
calculator আপস এ যান। আইফোন কে বাকা করে ধরুন মানে ল্যান্ডস্কেপ এ ধরুন।

► আইফোন রিস্টার্ট করুন
আপনার আইফোনটি চালাতে চালাতে হটাৎ-ই হ্যাং হয়ে গেল কি করবেন তখন? আইফোন এ তো ব্যাটারী খুলার ব্যাবস্থা নেই যে তা করবেন। এর সমাধান আইফোন দিয়েছে। এখন আপনাদের তা বলবো। আইফোনে সবার উপরে যে বাটন থাকে তাকে স্লিপ বা ওয়েক বাটন বলে, আর সামনের যে গোল বাটন থাকে তাকে হোম বাটন বলে। আইফোন এর রিস্টার্ট করতে স্লিপ বাটন ও হোম বাটন একসাথে ৬-১০ সেকেন্ড ধরে থাকুন। ফোন বন্ধ হয়ে স্ক্রীনে আইফোনের লোগো আসা পযর্ন্ত অপেক্ষা করুন। স্ক্রীনে আইফোনের লোগো আসলে বাটন দুটি ছেড়ে দিন। এবার ফোন অন হতে সময় দিন। হয়ে গেল আপনার আইফোন রিস্টার্ট।

► আপিফোনে স্ক্রীনশট নিন।
নেট ব্রাউজ করছেন কিংবা কোন গেম খেলছেন, সেই মুহুর্তে ভাবছেন স্ক্রীনশট নিতে পারলে ভাল হত। চিন্তা কি আপনাদের দিচ্ছি এর সমাধান।
আইফোন এর স্লিপ বাটন ও হোম বাটন একসাথে শুধু একবার প্রেস করে ছেড়ে দিন। একটি ছবি ক্যাপচারের শব্দ হবে। এবং স্ক্রীনশট উঠবে। এই স্ক্রীনশট টি ফোনের ক্যামেরা রোলে সেভ হবে।

Stay with It News BD 24/7

1Like · ·

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন