রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৩

*****গ্যালাক্সি ফেম প্রদর্শন করল স্যামসাং*****


গ্যালাক্সি ইয়াংয়ের মতো আরো একটি বাজেটবান্ধব স্মার্টফোন প্রদর্শন করল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। ইয়াংয়ের আদলে স্মার্টফোনটি তৈরি করা হলেও এটির যন্ত্রাংশ আরো উন্নত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমচালিত গ্যালাক্সি ফেমের ডিসপ্লে ৩ দশমিক ৫ ইঞ্চি। এ ডিসপ্লেতে হাই ডেফিনিশনের ভিডিও দেখা যাবে। এটির ওজন ১২০ গ্রামের কিছু বেশি। পেছনে এলইডি ফ্ল্যাশের ৫ মেগাপিক্সেল এবং সামনে একটি ভিজিএ ক্যামেরা রাখা হয়েছে।
১ গিগাহার্টজের প্রসেসর ও ৫১২ মেগাবাইটের কিছু কম র্যাম গ্যালাক্সি ফেমে। এর অভ্যন্তরীণ তথ্য ধারণক্ষমতা ৪ গিগাবাইট। এছাড়া মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এ ক্ষমতা ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি ও এনএফসি সুবিধা রাখা হয়েছে এ স্মার্টফোনে। এছাড়া এস বিম প্রযুক্তির মাধ্যমে অন্যান্য স্যামসাং ডিভাইসের সঙ্গে এটির তথ্য আদান-প্রদানের সুবিধা থাকছে। স্যামসাংয়ের অ্যাপ স্টোরের কিছু অ্যাপ বিল্ট ইন হিসেবে এ ডিভাইসে রাখা হয়েছে। স্যামসাং কাইস, চ্যাটঅন এবং গুগলের কিছু অ্যাপও রয়েছে এ ডিভাইসে।
সাদা ও নীল এ দুই রঙে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে। ডিভাইসটির দাম এখনো নির্দিষ্ট করে জানায়নি প্রতিষ্ঠানটি। তবে এর দাম গ্যালাক্সি ইয়াংয়ের মতোই হবে ।

Photo: গ্যালাক্সি ফেম প্রদর্শন করল স্যামসাং -

গ্যালাক্সি ইয়াংয়ের মতো আরো একটি বাজেটবান্ধব স্মার্টফোন প্রদর্শন করল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। ইয়াংয়ের আদলে স্মার্টফোনটি তৈরি করা হলেও এটির যন্ত্রাংশ আরো উন্নত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 
অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমচালিত গ্যালাক্সি ফেমের ডিসপ্লে ৩ দশমিক ৫ ইঞ্চি। এ ডিসপ্লেতে হাই ডেফিনিশনের ভিডিও দেখা যাবে। এটির ওজন ১২০ গ্রামের কিছু বেশি। পেছনে এলইডি ফ্ল্যাশের ৫ মেগাপিক্সেল এবং সামনে একটি ভিজিএ ক্যামেরা রাখা হয়েছে।
১ গিগাহার্টজের প্রসেসর ও ৫১২ মেগাবাইটের কিছু কম র্যাম গ্যালাক্সি ফেমে। এর অভ্যন্তরীণ তথ্য ধারণক্ষমতা ৪ গিগাবাইট। এছাড়া মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এ ক্ষমতা ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি ও এনএফসি সুবিধা রাখা হয়েছে এ স্মার্টফোনে। এছাড়া এস বিম প্রযুক্তির মাধ্যমে অন্যান্য স্যামসাং ডিভাইসের সঙ্গে এটির তথ্য আদান-প্রদানের সুবিধা থাকছে। স্যামসাংয়ের অ্যাপ স্টোরের কিছু অ্যাপ বিল্ট ইন হিসেবে এ ডিভাইসে রাখা হয়েছে। স্যামসাং কাইস, চ্যাটঅন এবং গুগলের কিছু অ্যাপও রয়েছে এ ডিভাইসে। 
সাদা ও নীল এ দুই রঙে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে। ডিভাইসটির দাম এখনো নির্দিষ্ট করে জানায়নি প্রতিষ্ঠানটি। তবে এর দাম গ্যালাক্সি ইয়াংয়ের মতোই হবে ।

It News BD 24/7

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন