পুরাতন ফটো, স্মরণীয় পোস্ট ও অ্যাপ্লিকেশন বন্ধুদের সাথে শেয়ার করার সবচেয়ে গ্রেট উপায় হচ্ছে ফেসবুক টাইমলাইন। পুরাতন প্রোফাইলকে সম্পূর্ণরূপে নতুন এক আকর্ষণীয় লুক দিতে টাইমলাইনের যেমন রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা তেমনি এর
প্রতি এলার্জিও রয়েছে অনেকের। তবে, একবার ফেসবুক টাইমলাইন একটিভেট করলে পুনরায় পুরাতন প্রোফাইলে ফিরে আসা যাবেনা এ ধারনা ভুল। আজ আমি দেখব কিভাবে ফেসবুক টাইমলাইন চিরতরে ডিলিট করে দিয়ে পুরাতন প্রোফাইলে ফিরে আসা যায়।
১) প্রথমে এই (ফেসবুকডেভলপার) বা [url]https://
২) পাসওয়ার্ড দিতে বললেপা Password দিন।
৩) বামপাশে আপনার অ্যাপ্লাই করা অ্যাপ্লিকেশন গুলি শোকরবে। ফেসবুক টাইমলাইনের জন্য যে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করে ছিলেন সেটিতে ক্লিক করুন।
৪) এবার ডান পাশের Edit settings এ ক্লিক করুন।
৫) এখানে বামপাশে দেখুন Related Links নামে একটি অপশনের অধিনে আরও কিছু অপশন শোকরছে। সবার নিচের Delete App এক্লিক করুন।
৬) সফল ভাবে অ্যাপ্লিকেশনটি ডিলিট হয়ে গেলে আপনি আপনার পুরাতন ফেসবুক প্রোফাইল ফেরত পাবেন।
পোস্টটি কেমন লাগলো জানাবেন।
hiT Like 4 nexT posT It News BD 24/7 !
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন