শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩

আসছে স্যামসাংয়ের স্মার্টওয়াচঃ গ্যালাক্সি গিয়ার -


বহু জল্পনা কল্পনার পর স্যামসাং তাদের স্মার্টওয়াচ গ্যালাক্সি গিয়ার বাজারে নিয়ে আশার ঘোষণা দিল। যেমনটা ধারণা করা হয়েছিল তেমনটা দেখতে না হলেও এর নানাবিধ সুযোগ সুবিধায় কোন ঘাটতি থাকছে না।

ধারণা করা হয়েছিল যে গ্যালাক্সি গিয়ার আসবে তিন ইঞ্চির বড় স্ক্রিনে। কিন্তু আসলে এটি তেমন বড় হচ্ছে না। তবে এর ডিসপ্লে হবে সুপার অ্যামোলেড। গ্যালাক্সি গিয়ারের মূল অংশটির আয়তন হবে ১.৪৫x২.২x০.৪১ ইঞ্চি। এতে থাকছে ৩২০x৩২০ রেজুলেশনের ১.৬৩ ইঞ্চির স্ক্রিন। স্ক্রিনে আলোর উপস্থিতি কয়েক সেকেন্ড থেকে পাঁচ মিনিট পর্যন্ত নির্ধারণ করা যাবে। এটি ব্যাটারিতে চলবে। তবে ব্যাটারি লাইফটাইম মোটামুটি এক দিন হবে বলে ধারণা করা যায়। এছাড়া এতে ৮০০ মেগাহার্জের সিঙ্গেল কোর এক্সিয়ন প্রসেসর, ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি এবং ৫১২ মেগাবাইট র‍্যাম থাকছে।

গ্যালাক্সি গিয়ারের স্ক্রিনটি মাল্টিটাচ সমর্থন করে। এর ফলে এতে ছবি জুম করা সম্ভব হবে। এর ব্যান্ডে থাকছে ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা দিয়ে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যাবে। এর মূল অংশটি সমতল হলেও ব্যান্ডদুটি বাঁকানো। ফলে এটি পরে থাকাও আরামদায়ক হবে।

অনেক স্মার্টওয়াচই যেকোনো স্মার্টফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত হওয়ার সুবিধা থাকলেও গ্যালাক্সি গিয়ারে থাকছে কেবল স্যামসাং গ্যালাক্সি নোট ৩ এর সাথে সংযুক্ত হওয়ার সুবিধা। তবে এ নিয়ে কারো হতাশ হবার কারণ নেই। কেননা খুব শীঘ্রই গ্যালাক্সি এস থ্রি, গ্যালাক্সি এস ফোর এবং গ্যালাক্সি নোট ২ এর সাথে সংযুক্ত হওয়ার মত সফ্টওয়্যার আপডেট অবমুক্ত করা হবে।

এর মূল্য ২৯৯ মার্কিন ডলারের মত হতে পারে বলে জানা গেছে।

Photo: আসছে স্যামসাংয়ের স্মার্টওয়াচঃ গ্যালাক্সি গিয়ার -

বহু জল্পনা কল্পনার পর স্যামসাং তাদের স্মার্টওয়াচ গ্যালাক্সি গিয়ার বাজারে নিয়ে আশার ঘোষণা দিল। যেমনটা ধারণা করা হয়েছিল তেমনটা দেখতে না হলেও এর নানাবিধ সুযোগ সুবিধায় কোন ঘাটতি থাকছে না।

ধারণা করা হয়েছিল যে গ্যালাক্সি গিয়ার আসবে তিন ইঞ্চির বড় স্ক্রিনে। কিন্তু আসলে এটি তেমন বড় হচ্ছে না। তবে এর ডিসপ্লে হবে সুপার অ্যামোলেড। গ্যালাক্সি গিয়ারের মূল অংশটির আয়তন হবে ১.৪৫x২.২x০.৪১ ইঞ্চি। এতে থাকছে ৩২০x৩২০ রেজুলেশনের ১.৬৩ ইঞ্চির স্ক্রিন। স্ক্রিনে আলোর উপস্থিতি কয়েক সেকেন্ড থেকে পাঁচ মিনিট পর্যন্ত নির্ধারণ করা যাবে। এটি ব্যাটারিতে চলবে। তবে ব্যাটারি লাইফটাইম মোটামুটি এক দিন হবে বলে ধারণা করা যায়। এছাড়া এতে ৮০০ মেগাহার্জের সিঙ্গেল কোর এক্সিয়ন প্রসেসর, ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি এবং ৫১২ মেগাবাইট র‍্যাম থাকছে।

গ্যালাক্সি গিয়ারের স্ক্রিনটি মাল্টিটাচ সমর্থন করে। এর ফলে এতে ছবি জুম করা সম্ভব হবে। এর ব্যান্ডে থাকছে ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা দিয়ে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যাবে। এর মূল অংশটি সমতল হলেও ব্যান্ডদুটি বাঁকানো। ফলে এটি পরে থাকাও আরামদায়ক হবে।

অনেক স্মার্টওয়াচই যেকোনো স্মার্টফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত হওয়ার সুবিধা থাকলেও গ্যালাক্সি গিয়ারে থাকছে কেবল স্যামসাং গ্যালাক্সি নোট ৩ এর সাথে সংযুক্ত হওয়ার সুবিধা। তবে এ নিয়ে কারো হতাশ হবার কারণ নেই। কেননা খুব শীঘ্রই গ্যালাক্সি এস থ্রি, গ্যালাক্সি এস ফোর এবং গ্যালাক্সি নোট ২ এর সাথে সংযুক্ত হওয়ার মত সফ্টওয়্যার আপডেট অবমুক্ত করা হবে।

এর মূল্য ২৯৯ মার্কিন ডলারের মত হতে পারে বলে জানা গেছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন