ছবি
অনুসন্ধান বা ‘ইমেজ সার্চ’ ফিচারটিতে পরিবর্তন আনছে গুগল। সার্চের ফল
হিসেবে দ্রুত ছবি দেখাতে এ ফিচারটি নতুন করে সাজাচ্ছে প্রতিষ্ঠানটি। গুগল
কর্মকর্তা হং লি এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন। গুগল কর্মকর্তার
ভাষ্য, গুগল সার্চের বর্তমান সার্চ পাতায় প্রতি পেজে একসঙ্গে অনেক ছবি
দেখায়। নতুন নকশায় ছবি দেখানোর এ ধরনটি পাল্টে যাবে। দ্রুত ও নির্ভরযোগ্য
ছবি দেখাতে সারিবদ্ধভাবে ছবি গোছানো থাকবে। ছবির সঙ্গে বিভিন্ন তথ্যও দেয়া
থাকবে। গুগল ওয়েবমাস্টার ব্লগে হং লি জানান, নতুন সার্চ পাতায় ছবি বাছাই ও
ব্রাউজ করা সহজ হবে। ছবির পাশেই ছবিসংশ্লিষ্ট নানা তথ্য থাকবে।
ট্যাবলেট ও ডেস্কটপে গুগলের ছবি অনুসন্ধানের অভিজ্ঞতা আরও উন্নত করতেই পরিবর্তন আনছে গুগল।
Hello with It News BD 24/7
ট্যাবলেট ও ডেস্কটপে গুগলের ছবি অনুসন্ধানের অভিজ্ঞতা আরও উন্নত করতেই পরিবর্তন আনছে গুগল।
Hello with It News BD 24/7
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন