রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৩

*****নিশ্চিন্ত গ্রাহকের জন্য স্পেশাল কলরেট*****

নিশ্চিন্ত গ্রাহকদের জীবন আরো সহজ ও চিন্তামুক্ত করতে গ্রামীণফোন নিয়ে এলো বিশেষ কলরেট সুবিধা। এই বিশেষ কলরেট সুবিধায় নিশ্চিন্ত গ্রাহকগণ ৭০ টাকা বা তার বেশি রিচার্জ করেই দেশের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কে উপভোগ করুন
১১ পয়সা/১০ সেকেন্ড কলরেট যেকোন অপারেটরে দিনরাত ২৪ ঘণ্টা ।

শর্তাবলী:
নিশ্চিন্ত গ্রাহকগণ ৭০ টাকা বা তার বেশি রিচার্জ করেই উপভোগ করুন ১১ পয়সা/১০ সেকেন্ড কলরেট যেকোন অপারেটরে দিনরাত ২৪ ঘণ্টা

অন্যান্য প্রিপেইড প্যাকেজের গ্রাহকগণ (যার জন্য প্রযোজ্য) নিশ্চিন্ত প্যাকেজে মাইগ্রেট করে একসাথে ৭০ টাকা বা তার বেশি রিচার্জের পর থেকেই এ অফার উপভোগ করতে পারবেন

এই বিশেষ কলরেট রিচার্জ করার দিন থেকে ৩০ দিনের জন্য প্রযোজ্য হবে
মাইজোন গ্রাহকদের জন্য জিপি-জিপি কলের ক্ষেত্রে এই কলরেট প্রযোজ্য নয়। গ্রামীণফোন থেকে অন্য অপারেটরে কলের ক্ষেত্রে এই রেট প্রযোজ্য হবে
হোল সেল রিচার্জ অফারে (নূন্যতম ২৫ টাকা বা তার বেশি রিচার্জ করে ০৭ পয়সা/১০ সে. অফার ) নিবন্ধিত থাকা অবস্থায় রাত ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জিপি-জিপি কলের ক্ষেত্রে ৭ পয়সা/১০ সে. কলরেট প্রযোজ্য
গ্রাহকদের একাউন্টে যেকোন পরিমাণ বোনাস টকটাইম থাকলে তা ব্যবহারের পর থেকে এই কলরেট প্রযোজ্য হবে।

এ সুবিধা ভোগকালে ইন্সট্যান্ট মানি-ব্যাক সুবিধা পাওয়া যাবে না
বন্ধ সংযোগ চালু বিষয়ক অফারের সুবিধা ভোগকারী গ্রাহকের পক্ষে এ অফারটি পাওয়া সম্ভব হবে না।

এ অফারে ১০ সেকেন্ড পালস প্রযোজ্য
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অফার চলবে
সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন