রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৩

*****ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস 250 tk only*****


ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাসের হালনাগাদ সংস্করণ ইনস্টল করে বিপাকে পড়েছিলেন উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা। ইন্টারনেটে যুক্ত হতে পারছিলেন না তাঁরা। এমনকি নিজ কম্পিউটার থেকে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নেটওয়ার্কেও সংযুক্ত হতে পারছিলেন না। ত্রুটি শনাক্তের প্রায় দুই ঘণ্টা পর ক্যাসপারস্কি বিষয়টি সমাধান করে। এ সমস্যা সমাধানে কম্পিউটারগুলোর নিরাপত্তা নীতিমালা থেকে ওয়েব এভি উপাদান অকার্যকর করার অনুরোধ জানিয়েছে অ্যান্টিভাইরাসটির নির্মাতা ক্যাসপারস্কি ল্যাবস । এ জন্য গ্রাহকদের কাছে ক্ষমাও চেয়েছে রাশিয়ার অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে কম্পিউটারে থাকা অ্যান্টিভাইরাসটি অকার্যকর বা হালনাগাদ না করার জন্য সবাইকে পরামর্শও দিয়েছে ক্যাসপারস্কি।

*Price only for Mobile & Note pad version anti virus.

It News BD 24/7

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন