আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে (আইএসএস) অবস্থানরত এই রোবটের নাম কিরোবো। শব্দ উচ্চারণ করতে পারে এমন রোবট মহাকাশে এই প্রথম। সেখানে প্রথমবারের মতো শব্দ উচ্চারণ করে গত ২১ আগস্ট এটি ইতিহাস গড়ে। মানুষের আকৃতির এই অ্যান্ড্রয়েডটি (রোবট) জাপানের তৈরি। কিরোবোর ভর প্রায় এক কেজি, আর উচ্চতা ৩৪ সেন্টিমিটার। নভোচারীদের সঙ্গী হিসেবে মহাশূন্যে একটি যান্ত্রিক অস্তিত্বের কার্যকারিতা যাচাইয়ের জন্যই মূলত কিরোবোকে আইএসএসে পাঠায় জাপান। ছবিটি গত বুধবার প্রকাশ করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন