বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৩

*****এয়ারটেল গ্রাহকরাও এখন থেকে বিকাশ সেবার আওতায় আসছেন*****

এয়ারটেল গ্রাহকরাও এখন থেকে বিকাশ সেবার আওতায় আসছেন। আজ থেকে এয়ারটেল গ্রাহকরা বিকাশের মাধ্যমে অর্থ স্থানান্তর করতে পারবেন। বিকাশ লিমিটেড এবং এয়ারটেল বাংলাদেশ এ সেবা চালুর ঘোষণা দিয়েছে।
বিকাশ ও এয়ারটেলের এ সেবা চালুর ফলে এয়ারটেল গ্রাহকরা বিকাশে অ্যাকাউন্ট খুলে অর্থ স্থানান্তর ও বিকাশের অন্যান্য সুবিধা পাবেন। এ সেবার জন্য প্রচলিত সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
এ বিষয়ে জানার লিংক http://www.bkash.com/Tariff.php
গ্রাহকদের জন্য অর্থ স্থানান্তর ও মোবাইল ব্যাংকিংসহ নতুন সেবা চালু করছে বাংলাদেশে মোবাইল অপারেটর এয়ারটেল।
বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ব্র্যাক ব্যাংকের একটি প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। বর্তমানে অর্থ স্থানান্তরের একটি পরিচিত মাধ্যম বিকাশ।

Stay with It News BD 24/7
Like · ·

*****Hidden Android Secret Codes For Samsung, HTC, Motorola, Sony, LG And Other Devices.*****

Hidden Android Secret Codes For
Samsung, HTC, Motorola, Sony, LG And
Other Devices.
*#06# – IMEI number
*#0*# – Enter the service menu on
newer phones like Galaxy S III
*#*#4636#*#* – Phone information,
usage statistics and battery
*#*#34971539#*#* – Detailed camera
information
*#*#273282*255*663282*#*#* –
Immediate backup of all media files
*#*#197328640#*#* – Enable test
mode for service
*#*#232339#*#* – Wireless LAN tests
*#*#0842#*#* – Backlight/vibration
test
*#*#2664#*#* – Test the touchscreen
*#*#1111#*#* – FTA software version
(1234 in the same code will give PDA
and firmware version)
*#12580*369# – Software and
hardware info
*#9090# – Diagnostic configuration
*#872564# – USB logging control
*#9900# – System dump mode
*#301279# – HSDPA/HSUPA Control
Menu
*#7465625# – View phone lock status
*#*#7780#*#* – Reset the /data
partition to factory state
*2767*3855# – Format device to
factory state (will delete everything on
phone)
##7764726 – Hidden service menu for
Motorola Droid
You can find more of these spread across
the internet, and they’re usually very
handy to have, even if just to show off
your geekiness to your social circle.
(Be advised, though, that some of these
can cause serious changes to your
device’s configuration, so don’t play with
something that you don’t fully
understand.)

*****Qubee All Package *****

~ Qubee All Package ~
Photo: ~ Qubee All Package ~

***** বাংলালিংক থেকে যেকোনো অপারেটরে প্রতি ১০ সেকেন্ড কথা বলুন মাত্র ১২ পয়সায় *****

বাংলালিংক রেট-এ কোন লুকোচুরি নেই !
শুধু একটি নাম্বারে নয়, শুধু অন্য অপারেটরে নয়, যেকোন নাম্বারে যেকোন অপারেটরে উপভোগ করুন দেশের সেরা কলরেট প্রতি ১০ সেকেন্ডে মাত্র ১২ পয়্সা দিন রাত ২৪ ঘন্টা !
অফারটি উপভোগ করতে START লিখে FREE SMSকরুন 4687 নাম্বারে এবং রেজিষ্ট্রেশনের পর একসাথে৭৫ টাকা রিচার্জ করুন।

Hit like for next post !

Like · ·

*****আসুসের পি৮এইচ৭৭-ভি এলই নতুন মাদারবোর্ড*****


আসুসের পি৮এইচ৭৭-ভি এলই নতুন মাদারবোর্ড

ইন্টেল এইচ৭৭ চিপসেটের এবং ডিজিটাল পাওয়ার ডিজাইনের এই মাদারবোর্ডটি কম্পোনেন্টেগুলোতে সঠিক বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করে। মাদারবোর্ডটি ইন্টেল এলজিএ১১৫৫ সকেটের তৃতীয় এবং দ্বিতীয় প্রজন্মের কোরআই প্রসেসরসমূহ সমর্থন করে। গ্রাফিক্সের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে ১৬৯৬ মেগাবাইট ভিডিও মেমোরির বিল্ট-ইন গ্রাফিক্স, এএমডি কোয়াড-জিপিইউ ক্রসফায়ারএক্স প্রযুক্তির পিসিআই এক্সপ্রেস ৩.০ স্লট ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা মাদারবোর্ডের দাম ১১ হাজার টাকা।

Stay with It News BD 24/7
Like · ·

*****কেউ ডিলিট করতে পারবে না আপনার ফোনের ফোল্ডার*****

যেহেতু এই কাজ আমি BLUE FTP দিয়ে করেছি তাই সেটার বর্ণনাই দিচ্ছি । অন্য সফট দিয়েও হতে পারে ।
প্রথমে আপনি আপনার সেটে BLUE FTP চালু করেন । আর নিচে nokia_unprocessed_image নামে একটা ফোল্ডার খুজুন ।

দ্বিতীয়ত সেই ফোল্ডারের উপর Menu চাপুন নিচে Item attributes নামে অপশন OK করে Hidden flag টার মার্ক তুলে দেন ।

তৃতীয়ত সেই ফোল্ডারটা BLUE FTP দিয়ে রিনেম করুন আপনার পছন্দমত ।

সবশেষে BLUE FTP EXIT করুন । এবার সেটের অপশন থেকে দেখুন চমক ফোনের ফোল্ডারের মত ডিলিট , রিনেম , মুভ ইত্যাদি অপশন নেই ।

কিছু অসুবিধা:
1. এই ফোল্ডার শুধুমাত্র BLUE FTP এবং অন্যান্য সফট এর মাধ্যমে ডিলিট করা যায় ।
2.অনেক সেটে এই ফোল্ডার Show করেনা । যেমন বিভিন্ন চায়না মডেলের সেটে, সেম্বিয়ান সেটেও এটা দেখা যায় না । ভুল হলে বা কেউ আগে এই টিউন শেয়ার করে থাকলে মাফ করে দিয়েন ।

*****গ্রামীনফোন ইন্টারনেট ম্যাজিকের সাথে SYMPHONY স্মার্টফোনের দারুণ কম্বিনেশন *****

অবিশ্বাস্য দামে SYMPHONY W20 - মাত্র ৫,১৫০ টাকা !!!
সাথে ৫০০ মেগাবাইট ইন্টারনেট মাত্র ৬০ টাকা এবং 4 GB মেমোরী কার্ড একদম ফ্রি !!!

কী আছে SYMPHONY W20 এ -

>> Operating System: Android 2.3 Ginberbread
>> 3.5" TFT Capacitive Full Touch
>> HVGA Display
>> Camera: 2MP
>> 1 GHz Preocessor
>> ROM 512 MB & RAM 256 MB
>> Proximity Sensor, G-Sensor, SNS Application

অফারের বিস্তারিত :

৩০ জানুয়ারী থেকে পরবর্তী ঘোষণা পর্যন্ত গ্রামীণফোনের সকল নতুন এবং বর্তমান গ্রাহকগণ সিম্ফনি W20 স্মার্টফোন কিনে এই অফারটি উপভোগ করতে পারবেন।

যোগ্য গ্রাহকগণ ৬০ টাকায় (ভ্যাট প্রযোজ্য) ৩০ দিন মেয়াদে ৫০০ MB ইন্টারনেট সুবিধা পাবেন।
অফার চলাকালীন সময় গ্রাহকগণ তাদের নতুন কেনা সিম্ফনি W20 স্মার্টফোন থেকে ৪৭২৪ নম্বরে (ফ্রি) ডায়াল করে ট্যাগ করতে পারবেন। ট্যাগিং এর ৭২ ঘণ্টা পর রেজিস্ট্রেশনের জন্য Y লিখে ৮৪২৬ নম্বরে (ফ্রি) এসএমএস করতে হবে।
প্রথম ট্যাগিং এরপর থেকে পরবর্তী ৩ মাসে সর্বোচ্চ ১০ বার ৬০ টাকায় (ভ্যাট প্রযোজ্য) ৫০০ MB ইন্টারনেট সুবিধা গ্রহণ করতে পারবেন।
৫০০ MB ইন্টারনেট সুবিধা পেতে কাস্টমারকে অবশ্যই বান্ডেলের ফোন এবং সিমটি পরবর্তী ৩ মাস চালু রাখতে হবে।
একজন ব্যবহারকারী কর্তৃক একাধিক ট্যাগিং সম্পন্ন হলে, প্রথমটিই শুধুমাত্র গ্রহণযোগ্য হবে।
যদি কোন প্রিপেইড গ্রাহক এক প্যাকেজ থেকে অন্য প্যাকেজে মাইগ্রেট করেন, সেক্ষেত্রে প্রাপ্ত সুবিধাদিও মাইগ্রেট হবে।
ক্যাম্পেইন চলাকালীন সময়েও একজন কাস্টমার ট্যাগ করতে পারবেন।
সরাসরি ডায়াল কিংবা এসএমএস এর মাধ্যমে বোনাস চেক করা যাবে। পোস্টপেইড গ্রাহকগণ ব্যালেন্স চেক করতে Entry Data লিখে ৪৭৭৭ নম্বরে সেন্ড করতে হবে (ফ্রি)। প্রিপেইড গ্রাহকগণ সরাসরি *৫০০*৬০# (ফ্রি) ডায়াল করেই ব্যালেন্স জানতে পারবেন।
কোন প্রিপেইড গ্রাহক এক প্যাকেজ থেকে অন্য প্যাকেজে মাইগ্রেট হলে, সেক্ষেত্রে অব্যবহৃত ইন্টারনেট সুবিধাও মাইগ্রেট হবে।
চলতি P2 / P3 ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকগণ এই ৫০০ MB ইন্টারনেট সুবিধা নিতে পারবেন না।
বোনাস প্রদানের সময় কোন সাবস্ক্রাইবারকে বার্‌ড স্ট্যাটাস পেলে ইন্টারনেট সুবিধা প্রদান করা হবে না।
পোস্টপেইড এর ক্ষেত্রে অব্যবহৃত ইন্টারনেট ভলিউম চলতি প্যাকেজের সাথে যুক্ত হবে না। মেয়াদ শেষেও নির্দিষ্ট মেয়াদে ইন্টারনেট ভলিউম ব্যবহার করা যাবে।
প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রে অব্যবহৃত ভলিউম চলতি প্যাকেজের সাথে যুক্ত হবে।
চলতি ইন্টারনেট সুবিধার মেয়াদ যদি ৫০০ MB ইন্টারনেট সুবিধার মেয়াদকাল থেকে কম হলে সর্বোচ্চ মেয়াদকালকেই সময়সীমা হিসেবে ধরে নেয়া হবে। সেক্ষেত্রে চলতি ইন্টারনেট প্যাকেজটি বর্ধিত মেয়াদকালের জন্য অটো রিনিউ হয়ে যাবে।
মেয়াদকাল শেষ হবার আগেই ৫০০ MB ইন্টারনেট শেষ হলে, মেয়াদের শেষ পর্যন্ত এবং অন্য কোন ইন্টারনেট প্যাকেজ গ্রহণের পূর্ব পর্যন্ত 0.01/10KB হারে চার্জ প্রযোজ্য হবে।
কোন নন ইন্টারনেট ইউজার (যিনি কোন ইন্টারনেট প্যাকেজের সাথে যুক্ত নন) অফারটি পেলে, মেয়াদকাল শেষে সাবস্ক্রাইবার ডিঅ্যাক্টিভ হবেন এবং ইন্টারনেট ভলিউম ব্যবহার করতে চাইলে 0.01/10KB হারে চার্জ প্রযোজ্য হবে।
অফারটি বন্ধ করতে STOP লিখে ৫০০০ নম্বরে সেন্ড করতে হবে (ফ্রি)।

*****Robi Joy 21 - Connection and Maximus Handset Tk. 999*****

Robi Joy 21 - Connection and Maximus Handset Tk. 999

Know More at 123,01819400400 & Stay with It News BD 24/7
Like · ·

******কম্পিউটার ইউজার পাসওয়ার্ড হ্যাক*****

কম্পিউটার ইউজার পাসওয়ার্ড হ্যাক (For Windows XP) ধাপ সমূহঃ

১ কম্পিউটার স্টার্ট করুন
২ কম্পিউটার এর login স্ক্রীন আসবে
৩ এক সাতে কীবোর্ড এর ctr+alt+delet এইটা চাপ দিলে একটা নতুন উইন্ডো শো করবে । এখানে একটা USERBOX আরেকটা PASSWORD BOX দেখা যাবে ।
৪ এখানে আপনি লিখবেন USER BOX এ administrator এবং PASSWORD BOX টা খালি রাখবেন ।
৫ ====OK==== দিন
৬ এখন User Account এইখানে আপনি সকল user দের দেখবেন এখন আপনি চাইলেই user এর password remove করতে পারবেন!!!

সবার কাছে একটা অনুরোধ রইল এই পেজটা একদম নতুন ।
আপনারা যদি LIKE দিয়ে আমাদেরকে উত্সাহিত করেন @ It News BD 24/7

*****বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ২০টি ওয়েবসাইট*****

বাংলাদেশের ইন্টারনেট ইউজারদের সবচেয়ে বেশি ব্যবহার করা ২০টি সাইটের তালিকা ক্রমানুসারে দেওয়া হলোঃ

১। Google.Com
২। Facebook.Com
৩। yahoo.Com
৪। youTube.Com
৫। Blogspot.Com
৬। Google.Com.bd
৭। Prothom-Alo.Com
৮। BdNews24.Com
৯। Wikipedia.Com
১০। BanglaNews24.Com
১১। TechTunes.Com.bd
১২। SomeWhereinBlog.Net
১৩। WordPress.Com
১৪। LinkEdin.Com
১৫। BdJobs.Com
১৬। Twitter.Com
১৭। Blogger.Com
১৮। AdF.Ly
১৯। oDesk.Com
২০। DseBd.org

তথ্যসূত্রঃ It News BD 24/7

আপনি কোনটি সব থেকে বেশী ব্যবহার করেন?

লাইক দিয়ে পেজে এক্টিভ থাকুন নাহলে আপনি আমাদের পোস্ট হয়তোবা আর নাও পেতে পারেন !

*****ডেস্কটপ মাদারবোর্ড বানানো বন্ধ করবে ইনটেল !!*****


ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ড বানানো বন্ধ করে দেবে মার্কিন চিপ জায়ান্ট ইনটেল। সিনেট জানিয়েছে, ডেস্কটপ মাদারবোর্ড বানানো বন্ধ করে স্মার্টফোন, ট্যাবলেট আর আল্ট্রাবুকের মতো পোর্টেবল ডিভাইসের চিপ বানানোতেই বেশি মনোযোগ দেবে ইনটেল।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ইনটেলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আগামী তিন বছরের মধ্যে ডেস্কটপ মাদারবোর্ড বানানো কমিয়ে আনার অভ্যন্তরীন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুই দশক ধরে মাদারবোর্ড ডিজাইনে অবদান রাখা ইনটেলের ক্ষমতা ও অভিজ্ঞতা নতুন প্রযুক্তিতে ব্যবহার করা হবে।’

তবে সাধারণ ডেস্কটপের জন্য মাদারবোর্ড না বানালেও গেইমিংয়ের জন্য হাই-পারফরমেন্স মেশিনের চিপ বানাবে ইনটেল।

ইনটেল ডেস্কটপের জন্য মাদারবোর্ড বানানো বন্ধ করে দিলেও তার মানে এই নয় যে, ডেস্কটপ কম্পিউটারের দিন শেষ। সিনেট মন্তব্য করেছে, ডেস্কটপ মাদারবোর্ড বাজারকে টিকিয়ে রাখবে গিগাবাইট, আসুস এবং এমএসআইয়ের মতো প্রতিষ্ঠানগুলো।

Stay with It News BD 24/7

Like · ·

*****আমাদের কমবেশি প্রায় সবারই একের অধিক সিম রয়েছে. কিন্তু যখন নম্বরটি ভুলে যাই তখন পড়ি বিড়ম্বনায় !*****


এখন থেকে আশা করি আর ভুলবেন নাঃ :D
জিপিঃ *২#
রবিঃ *১৪০*২*৪#
বাংলালিংকঃ *৫১১#
এয়ারটেলঃ *১২১*৬*৩#
টেলিটকঃ টাইপ করুন Tar ও পাঠিয়ে দিন ২২২ নম্বরে (চার্জ ০.৫৮টাকা)

মোবাইল অপারেটরের কোন প্যাকেজটি ব্যবহার করছেন ??? জানেন না ??
তাহলে এক্ষুনি জেনে নিন !

জিপি: টাইপ করুন xp ও পাঠিয়ে দিন ৪৪৪৪ নম্বরে
রবি: *১৪০*১৪# (চার্জ ২.৫০টাকা)
বাংলালিংক: *১২৫#
এয়ারটেল: *১২১*১*১*১#
টেলিটক: টাইপ করুন tar ও পাঠিয়ে দিন ২২২ নম্বরে (চার্জ ০.৫৮টাকা)

~ পোস্টটা একটুও ভাল লাগলে লাইক দিন, লাইক দিলে টাকা পাওয়া যায়না ঠিকই কিন্তু উৎসাহ ঠিকই পাওয়া যায় আর বেশি উৎসাহ পেলে আরও ভালো পোষ্ট করার অনুপ্রেরণা পাই ~

3Like · ·

*****IDM নিয়ে ঝামেলায় আছেন কে কে?? সিরিয়াল কী/রেজিস্ট্রেশনে প্রব্লেম ফেস করতেছেন ?*****

IDM নিয়ে ঝামেলায় আছেন কে কে?? সিরিয়াল কী/রেজিস্ট্রেশনে প্রব্লেম ফেস করতেছেন ?

ডাউনলোড করে নিন IDM 6.14 (সর্বশেষ ভার্সন)

ইন্টারনেট ব্যবহার করে কিন্তু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর ব্যবহার করে না এমন মানুষ খুজে পাওয়া যাবে না ।। আর তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদেরই সবার প্রিয় একটি ডাউনলোড ম্যানেজারের সর্বশেষ ভার্সন। তাও সম্পূর্ন ফুল ভার্সন । তাই দেরি না করে এখুনি
ডাউনলোড করে নিন ।।

► ডাউনলোড লিঙ্কঃ
wwwtunerpage.com/archives/196170
●► ইন্সটল করা নিয়ে সব প্রব্লেমের সল্যুশনঃ
www.tunerpage.com/archives/196170

*****ফেসবুকে বাংলায় শুভেচ্ছা ম্যাসেজ লেখার কোড*****

ফেসবুক চ্যাট বা ম্যাসেজে ডিজাইন দিয়ে ছবির মতো শুভেচ্ছা ম্যাসেজ দিতে পারবেন প্রতিটি ম্যাসেজের পাশে সংযুক্ত কোড টাইপ করে।

শুভ সকাল কোড
[[f8.shu]] [[f8. va1]]
[[f8.sa1]] [[f8. kaa]]
[[f8.la1]]

শুভ সন্ধ্যা কোড
[[f8.shu]] [[f8. va1]]
[[f8.sa1]] [[f8.ndha]]

শুভ রাত্রি কোড
[[f8.shu]] [[f8. va1]]
[[f8.raa]] [[f8. tri]]

কোড হুবহু টাইপ করে বা কপিপেস্ট করে ফেসবুকে ম্যাসেজ বাচ্যাট বক্সে পাঠালে প্রাপক ছবির ডিজাইনের মতো করে শুভেচ্ছা বানী পাবে।

লাইক মারতে কিপটামি করেন কেন,কোপাইয়া লাইক It News BD 24/7 মারেন।

******* কিভাবে ফেসবুক টাইমলাইন থেকে পুরাতন প্রোফাইলে ফেরত আসবেন *******


পুরাতন ফটো, স্মরণীয় পোস্ট ও অ্যাপ্লিকেশন বন্ধুদের সাথে শেয়ার করার সবচেয়ে গ্রেট উপায় হচ্ছে ফেসবুক টাইমলাইন। পুরাতন প্রোফাইলকে সম্পূর্ণরূপে নতুন এক আকর্ষণীয় লুক দিতে টাইমলাইনের যেমন রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা তেমনি এর
প্রতি এলার্জিও রয়েছে অনেকের। তবে, একবার ফেসবুক টাইমলাইন একটিভেট করলে পুনরায় পুরাতন প্রোফাইলে ফিরে আসা যাবেনা এ ধারনা ভুল। আজ আমি দেখব কিভাবে ফেসবুক টাইমলাইন চিরতরে ডিলিট করে দিয়ে পুরাতন প্রোফাইলে ফিরে আসা যায়।

১) প্রথমে এই (ফেসবুকডেভলপার) বা [url]https://developers.facebook.com/apps[/url] এই ঠিকানায় যান।
২) পাসওয়ার্ড দিতে বললেপা Password দিন।
৩) বামপাশে আপনার অ্যাপ্লাই করা অ্যাপ্লিকেশন গুলি শোকরবে। ফেসবুক টাইমলাইনের জন্য যে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করে ছিলেন সেটিতে ক্লিক করুন।
৪) এবার ডান পাশের Edit settings এ ক্লিক করুন।
৫) এখানে বামপাশে দেখুন Related Links নামে একটি অপশনের অধিনে আরও কিছু অপশন শোকরছে। সবার নিচের Delete App এক্লিক করুন।
৬) সফল ভাবে অ্যাপ্লিকেশনটি ডিলিট হয়ে গেলে আপনি আপনার পুরাতন ফেসবুক প্রোফাইল ফেরত পাবেন।

পোস্টটি কেমন লাগলো জানাবেন।
hiT Like 4 nexT posT It News BD 24/7 !